Advertisement
খেলা

India vs Pakistan Asia Cup final 2025: আজ ভারত জিতবে? অতীত বলছে, এই যুদ্ধে কোনও যুক্তিই কাজ করে না

ক্রিকেটপ্রেমীদের জন্য সুপার সানডে
  • 1/12

আজই সেই দিন। দুর্গাপুজোয় যখন গোটা বাংলা মেতে উঠেছে, তখন ক্রিকেটপ্রেমীদের জন্য সুপার সানডে আজ। এশিয়া কাপের ফাইনালে আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচ অনেক হয়েছে অতীতে, কিন্তু এশিয়া কাপের ফাইনালে এই প্রথম। একটি ম্যাচেও না হেরে ফাইনালে পৌঁছেছে ভারত। অন্যদিকে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান। দুটিতে ভারতই হারিয়েছে। আপাত ভাবে ভারতের দিকেই পাল্লা ভারী থাকলেও, টেনশনের আবহ পারিপার্শ্বিক ইস্যু নিয়ে।

ব্যাপক গায়ে লেগেছে পাক দলের
  • 2/12

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন এড়িয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দাবি ছিল, রিকভারি ডে। কিন্তু পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা নো হ্যান্ডশেক বিতর্ককে যেন থামাতেই নারাজ। আসলে গত ম্যাচে সূর্যকুমার সহ ভারতীয় দল হ্যান্ডশেক না করায়, ব্যাপক গায়ে লেগেছে পাক দলের। কিছুতেই ভুলতে পারছে না। 

 হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান
  • 3/12

যার নির্যাস, সলমন আগা বলেই ফেললেন, 'আমি যখন থেকে ক্রিকেট কেরিয়ার শুরু করেছি, আমি এমন কোনও ম্যাচ দেখিনি, যেখানে হ্যান্ডশেক করা হয়নি।' অর্থাত্‍ ভারত যে মোক্ষম দিয়েছে আগের ম্যাচে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান।

Advertisement
রাজনীতি আর অস্বস্তির ছায়ায় ঢেকে গেল
  • 4/12

এশিয়া কাপ আসলে ক্রিকেট উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু গোটা টুর্নামেন্টটাই যেন রাজনীতি আর অস্বস্তির ছায়ায় ঢেকে গেল। পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের প্রথম মুখোমুখি। তার আগে থেকেই নানা মহল থেকে বয়কটের দাবি উঠছিল। শেষ পর্যন্ত কেন্দ্র সরকার বোর্ডকে খেলার অনুমতি দেয়, জানায়,আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হলে পাকিস্তানের সঙ্গে খেলায় আপত্তি নেই।
 

 ক্রিকেট আর রাজনীতিকে আলাদা করা কঠিন
  • 5/12

শুরু থেকেই মাঠে ফুটে উঠল দুই দেশের টানাপোড়েন। টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলালেন না। ম্যাচ শেষেও এড়িয়ে গেলেন সেই রীতি। যে বিষয়টা একেবারে সাধারণ নিয়ম, তাই হয়ে উঠল বার্তা, ক্রিকেট আর রাজনীতিকে আলাদা করা কঠিন। 

মাঠে ‘প্লেন ভেঙে পড়ার’ অঙ্গভঙ্গি
  • 6/12

জবাবে পাকিস্তানের পেসার হারিস রউফও কম যাননি। কথার লড়াই, টিটকিরি থেকে শুরু করে মাঠে ‘প্লেন ভেঙে পড়ার’ অঙ্গভঙ্গি, সবই দেখালেন। শেষ পর্যন্ত আইসিসি হস্তক্ষেপ করে দুই খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে ৩০ শতাংশ কেটে নিলেও উত্তেজনা থামল না।

একের পর এক রহস্যজনক পোস্ট
  • 7/12

মাঠের বাইরেও নাটক চলছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, যিনি আবার পিসিবি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও, একের পর এক রহস্যজনক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ফলে লড়াই শুধু মাঠেই নয়, সীমান্ত ছাড়িয়ে গেল। ফাইনালের আগে পাকিস্তান অধিনায়ক সলমন আগা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের ফাস্ট বোলাররা স্লেজিং কমাবেন না। তবে সীমা অতিক্রম করা চলবে না। অন্যদিকে ভারতের কাছে লক্ষ্য একটাই, পাকিস্তানকে হারানো। রেজাল্টটাই আসল।

Advertisement
ভারত এখনও অপরাজিত
  • 8/12

সব কিছু সরিয়ে দেখা যায়, দুই দলের অবস্থান একেবারে বিপরীত। ভারত এখনও অপরাজিত। একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে টানটান ম্যাচ খেলতে হয়েছে। পাকিস্তান বারবার হোঁচট খেয়েও কোনওভাবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের বিরুদ্ধে অল্প রান টপকে ফাইনালে পৌঁছেছে।
 

মিডল অর্ডারে অবশ্য অনেক পরীক্ষানিরিক্ষা
  • 9/12

ভারতের ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল অভিষেক শর্মা। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি, স্ট্রাইক রেট ২০৪.৬৩, গড় ৫১.৫০। ওপেনার শুভমান গিলকে বারবার ছাপিয়ে গিয়েছেন। তবে ফাইনালে ‘ল অব অ্যাভারেজেস’ ধরা দেয় কি না, সেটাই চিন্তা। মিডল অর্ডারে অবশ্য অনেক পরীক্ষানিরিক্ষা হয়েছে। 
 

মিডল অর্ডারে অবশ্য অনেক পরীক্ষানিরিক্ষা
  • 10/12

সঞ্জু স্যামসন, শিবম দুবে পালা করে তিন নম্বরে উঠেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে স্যামসন খেলেছেন পাঁচ নম্বরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিলক ভার্মা আর স্যামসনের ৬৬ রানের পার্টনারশিপ দলকে অনেকটা এগিয়ে দিয়েছিল।
 

যুক্তি অনেক সময় কাজ করে না
  • 11/12

ইতিহাস সাক্ষী, ভারত ও পাক ম্যাচে যুক্তি অনেক সময় কাজ করে না। ১৯৯২ বিশ্বকাপে বৃষ্টির নিয়ম আর ওয়াসিম আকরামের ম্যাজিক জেতাল পাকিস্তানকে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফেভারিট হলেও ফখর জামানের সেঞ্চুরি আর আমিরের আগুনে স্পেল সব ওলটপালট করে দিয়েছিল।

Advertisement
পাকিস্তান নামক অসুরকে আজ একেবারেই বধ করবে ভারত
  • 12/12

কিন্তু এবারের এশিয়া কাপে দিনের শেষে ভারতই ফেভারিট।  তাই আজকের ম্যাচ শুধু ফাইনাল নয়, একেবারে ভারত পাকিস্তান যুদ্ধ। বস্তুত, অপারেশন সিঁদুরে ইতিমধ্যেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তান। তারপর খেলার মাঠেও দু বার হেরেছে। আজ একেবারে হেরে ভূত হওয়া একটি টিম নামছে। পাকিস্তান নামক অসুরকে আজ একেবারেই বধ করবে ভারত। 

Advertisement