চুটিয়ে উপভোগ করেছেন গোটা পুজো। কখনও সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজিয়েছেন, আবার কখনও দেখতে চলে গিয়েছেন সুরুচি সঙ্ঘের পুজো। আর দশমীর দিন তাঁকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে।
নিজের পাড়ার পুজোয় দশমীতে ঢাকের তালে কোমর দোলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ক্লাবের পুজোয় সবসময়ই দেখা যায় সৌরভকে। তবে এবার দেখা গেল তাঁর ভাসান নাচ।
সাধারণ নাচতে একেবারেই দেখা যায় না তাঁকে। তবে এবারে তাঁকে দেখা গেল একেবারে অন্য মেজাজে।
পুজোর শেষদিনে দশমীর ঠাকুর মণ্ডপে মেয়ে সানার সঙ্গে বেশ কিছুক্ষণ নাচতে দেখা গেল মহারাজকে।
আর তাঁদের ঘিরেই জমে উঠলে বেহালার পাড়ার ক্লাবের উৎসবের উচ্ছ্বাস।
কন্যা সানাও উপস্থিত ছিলেন সেই সময়। তাঁকেও দেখা গেল বাবার নাচের ভিডিও করতে। কখনও কখনও বাবার সঙ্গে স্টেপ মেলাতেও দেখা গেল।
ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন পুজর আগেই ফিরেছেন ক্রিকেট প্রশাসনে। ফের সিএবি-র সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।