দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেয়েছে পাকিস্তান। আর সেই ম্যাচ জেতার পরেই, ভারতকে হুঙ্কার পাক ক্যাপ্টেন সলমন আগার। স্পষ্ট করেই তিনি জানিয়ে দিলেন, ভারতকেও হারানোর ক্ষমতা তাদের রয়েছে। রবিবারের ম্যাচ ধরলে এই টুর্নামেন্টে তিনবার একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত-পাক। আগের ২ বারে একবারও জিততে পারেনি পাকিস্তান।
বৃহস্পতিবার বাংলাদেশ ম্যাচের পর সালমান বলেন, 'যদি তুমি এভাবে ম্যাচ জিততে পারো, তাহলে এর অর্থ হলো তুমি স্পেশাল দল। সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। আমাদের ব্যাটিংয়ে কিছুটা উন্নতির প্রয়োজন, তবে আমরা সেটা নিয়ে কাজ করব।' সুপার ফোরের ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এরপর তারা বাংলাদেশকে ১২৪ রানেই আটকে রাখে। বোলাররা দুর্দান্ত পারফর্ম করে দলকে জয়ের দিকে নিয়ে যান।
সলমন আগা বলেন, 'আমরা জানি আমাদের কী করতে হবে। আমাদের দল যে কাউকে হারাতে পারে। রবিবার মাঠে নামব ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে।'
নায়ক হয়ে ওঠেন শাহীন শাহ আফ্রিদি
পাকিস্তান-বাংলদেশ ম্যাচে নায়ক ছিলেন শাহীন শাহ আফ্রিদি। ব্যাট এবং বল উভয় হাতেই তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' শাহীন ১৩ বলে ১৯ রান করেন এবং তারপর বোলিংয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধ্বংস করে দেন। শাহীন বলেন যখন লক্ষ্য ছোট হয়, তখন শুরুর উইকেট গুরুত্বপূর্ণ এবং এটাই আমাদের পরিকল্পনা ছিল। পাওয়ার প্লেতে তিন ওভারেই পার্থক্য তৈরি করে দেয় তাঁর বোলিং। বাংলাদেশ প্রথম ৩১ বলে ২৯ রান করে এবং ৩ উইকেট হারিয়ে ফেলে।
বাংলাদেশ ক্যাপ্টেন ব্যাটিংকে দোষারোপ করলেন
এদিকে, লিটন দাসের জায়গায় অধিনায়কত্ব করা বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি, দুর্বল ব্যাটিংকে পরাজয়ের জন্য দায়ী করেছেন। তিনি বলেন, 'গত দুটি ম্যাচে আমাদের ব্যাটিং আমাদের হতাশ করেছে। বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে, কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে সহায়তার অভাব রয়েছে।'