আজ শুরু ভারত ও অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ। ক্যানবেরায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ। ভারতীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হবে টস। খেলা শুরু হবে ১টা ৪৫ মিনিটে। আর এই দিনের খেলা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কারণ, এই দুটি দলই যে ধারেভারে এক অপরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজকের ম্যাচে এমন ১০ প্লেয়ারের নাম জেনে নিন, যাঁরা অনায়াসে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার।
শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত ও অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ। আজ, ২৯ অক্টোবর এই দুই হেভিওয়েট দল মানুকা ওভাল, ক্যানবেরাতে মুখোমুখি হবে। আর সেই ম্যাচের দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কারণ, দুই দলই যে ধারেভাবে সেরা। একে অপরকে টেক্কা দেওয়ার রাখে ক্ষমতা। আর সেটা প্রমাণ হয় পরিসংখ্যানের দিকে তাকালেও। দুইটি দলই নিজেদের শেষ ১০টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে। আর এখন তাঁরা একে অপরের মুখোমুখি হবে। তাই এই সিরিজ যে জমে যাবে, এই কথা তো বলাই বাহুল্য!
Mohammed Shami Comeback: প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন মহম্মদ শামি। তমিলনাড়ুর বিরুদ্ধে সফল না হলেও, গুজরাতের বিরুদ্ধে ইডেনে আগুন ঝরালেন তারকা পেসার।
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রাথমিকভাবে মনে হয়েছিল, সামান্য চোট। তবে পরে জানা যায় গুরুতর আঘাত পেয়েছেন শ্রেয়স। তাঁর বাঁ দিকের পাঁজরের নীচে প্লীহার চোট লেগেছে।
শ্রেয়স আইয়ার এখন স্থিতিশীল। বিপদের বাইরে রয়েছেন। এমনটাই জানালেন ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আসলে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনাসামনি হয়েছিলেন সূর্যকুমার। আর সেখানেই তিনি ICU-তে থাকা শ্রেয়সের স্বাস্থ্য নিয়ে আপডেট দেন।
অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ একদিনের ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটির উপর ভর করে জিতেছে ভারত। তাঁরা দুইজনে মিলে ১৬৮ রানের পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়েছেন। যার ফলে খুব সহজেই ম্যাচ জিতেছে ভারত। পাশাপাশি দীর্ঘদিন পর রো-কো জুটির এমন পারফর্মেন্স দেখে আবেগে ভেসেছে ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পোস্টে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে দেশে ফিরে এলেন রোহিত শর্মা। মুম্বই এয়ারপোর্টে নামতেই, তাঁকে গ্র্যান্ড ওয়েলকাম করেন ভারতীয় দলের ফ্যানরা। সেই ছবি ও ভিডিও এখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারত এই সিরিজে হেরে গেলেও, সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রোহিত।
India Vs Australia WC Semifnal: এর আগেই এই একই মাঠে ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও একইভাবে বাধা দিয়েছিল বৃষ্টি। এখন বৃহস্পতিবারও নবি মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ, জানিয়েছে AccuWeather। দুপুর ৩টেয় ম্যাচ শুরু হওয়ার কথা, অথচ সেই সময়েই বৃষ্টি নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এই সেমিফাইনাল ম্যাচটি ৩০শে অক্টোবর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হবে। তবে সেই কঠিন ম্যাচের আগে বড় সমস্যায় ভারতের মেয়েরা। চোট পেয়ে লড়াই থেকে ছিটকে গিয়েছেন প্রতীকা রাওয়াল।
India Vs South Africa Test Series: ভারতের বিপক্ষে এই সিরিজটি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা কি ভারতের দুর্গ ভেদ করতে পারবে, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ম্যাচ চলাকালীনই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে চোট এতটাই গুরুতর যে, সতীর্থরা দেশে ফিরে এলেও হাসপাতাল থেকে ছাড়া পাননি ভারতের মিডল অর্ডার ব্যাটার। শুধু তাই নয়, রক্তক্ষরণও হয়েছে তাঁর। সে কারণে আইসিইউতে ভর্তি করতে হয়েছে তাঁকে।