কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে ভাল পারফর্ম করলেও, টেস্টে একেবারেই ছন্দে নেই ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশের পর গম্ভীরের টেস্ট ক্রিকেটে কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর এবার এ নিয়ে বড় কথা বলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার।
সম্প্রতি অ্যাসেজ সিরিজের চতুর্থ ম্যাচ শেষ হয়ে গিয়েছে মাত্র দুই দিনেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে পিচ নিয়ে ক্ষোভ শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। আর এবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সুনীল গাভাস্কারকেও। আইসিসি-র দ্বিচারিতার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মেলবোর্ন টেস্টে প্রথম দিনেই ২০ উইকেট পড়ে গিয়েছিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে সোমবার দিল্লি ও মুম্বইয়ের ম্যাচ থাকলেও, তাঁরা খেলছেন না। এরপরের ম্যাচ রয়েছে ৬ জানুয়ারি। সেই ম্যাচে কি তাঁদের ফের দেখা যাবে? সেটাই এখন বড় প্রশ্ন। এর মধ্যেই দুই তারকার ভাল ছন্দে থাকা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সমর্থকদের।
১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। শোনা যাচ্ছে সেই সিরিজে ঋষভ পন্তের জায়গায় খেলতে দেখা যেতে পারে ইশাণ কিষাণকে। তবে কেন এমন সিদ্ধান্ত? আসলে ইশাণকে টি২০ বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। সে কারণেই তাঁকে খেলিয়ে কিছুটা ম্যাচ ফিট করানোর চেষ্টা করা হতে পারে। যদিও এই সিদ্ধান্তে শিলমোহর এখনও পড়েনি।
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে, গুজরাতের স্পিনার বিশাল জয়সওয়াল দিল্লির বিপক্ষে এমন একটি পারফর্ম্যান্স দিয়েছিলেন যা তিনি কখনও ভুলবেন না। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত ম্যাচে, তিনি তার লিস্ট এ ক্যারিয়ারের সেরা স্পেলটি বল করেছিলেন, ৪২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ম্যাচ চলাকালীন তিনি ভারতীয় ক্রিকেট কিহ্বদন্তি বিরাট কোহলিকেও আউট করেছিলেন।
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও, টেস্টে একেবারেই ভাল খেলতে পারছে না টিম ইন্ডিয়া। বিশেষ করে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশের পর এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডও।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে ১১ থেকে ১৮ জানুয়ারি। সেজন্য এই সপ্তাহের শেষের দিকে দল ঘোষণা করতে পারে বিসিসিআই। পান্তের জায়গায় দলে আসতে পারেন ঈশান কিষান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় তাঁকে লাগাতার উত্যক্ত করছিলেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। সালমান খানের 'তেরে নাম' ছবির আইকনিক চরিত্রের সঙ্গে তুলনা করতে থাকেন বিরাট। জয়সওয়াল সেই ম্যাচেই কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন।
মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট আগে মাঠেই লুটিয়ে পড়েন জাকি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
শুক্রবার রাতে সলমনের পনভেলের বাগানবাড়িতে চাঁদের হাট। বি-টাউনের তাবড় তারকাদের ভিড়ে আলাদা করে সবার নজর কেড়ে নেন মাহি। সলমনের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে সস্ত্রীক সাক্ষী ধোনি এবং আদরের কন্যা জিভাকে নিয়ে হাজির হয়েছিলেন সিএসকে-র প্রাক্তন ক্যাপ্টেন।
এ মরসুমের বিজয় হাজারে ট্রফি বিভিন্ন দিক থেকেই স্পেশাল। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো কিংবদন্তিরা ম্যাচ খেলছেন। খেলতে নেমেছেন ঋষভ পন্ত। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের একটা ভিডিও। দিল্লি দলের বাস চালক বিরাট কোহলির একটি ভিডিও রেকর্ড করেন।