ইডেনে প্রথম টেস্ট হারের পর গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। প্রথম দিনের শেষদিকে কুলদীপ যাদবের দুরন্ত স্পেলে ভারত কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটাও বেশ ভাল হয়েছিল প্রোটিয়াদের। তবে প্রথম দিনের শেষে তাদের স্কোর ৬ উইকেটে ২৪৬।
শীতের আসার সঙ্গে সঙ্গে কলকাতা এবং দেশের অন্যান্য অনেক অঞ্চলে বায়ু দূষণ একটা বড় সমস্যার কারণ হয়ে উঠেছে। এর ফলে বাসিন্দাদের জন্য অসংখ্য স্বাস্থ্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কেবল বাইরে নয়, ঘরের ভেতরেও বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়েছে।
শনিবার গুয়াহাটি মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। শুভমান গিল চোটের কারণে মাঠের বাইরে থাকায় এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত। শনিবার টসে শুভমান গিলের চোট সম্পর্কে আপডেট দেন পন্ত। গিল কি ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ফেরত আসবেন? সে ব্যাপারে বড় আপডেট দিয়েছেন পন্ত।
ক্যাপ্টেন বদলে গেলেও টসে হারার ধারাবাহিকতা বজায় রাখল ভারত। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস হারলেন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ঋষভ পন্ত। তাতেও টেম্বা বাভুমার টস জেতার রেকর্ড বদলালো না। পাশাপাশি ভারতীয় দলও গড়ে ফেলল লজ্জার রেকর্ড।
প্রথম সেশনেই ক্যাচ মিস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ মিস করলেন কেএল রাহুল। প্রায় হাতের মধ্যে থাকা ক্যাচ ফেলে দেওয়ায় ভারত চাপে পড়ে গেল। ইডেনের মতো গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামেও স্পিনাররাই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
ইডেন টেস্ট হারের পর বেশ চাপে ভারতীয় দল। এর মধ্যেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমন গিল। ফলে সমস্যা আরও বেড়ে গিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া গুয়াহাটি টেস্টে তাই দুটো বদল আনতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দলে এসেছেন সেই সুদর্শন ও নীতিশ কুমার রেড্ডি।
শুভমন গিল যে দ্বিতীয় টেস্টে খেলবেন না তা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। এবার প্রশ্ন হল, ভারতীয় দলে কারা সুযোগ পাবেন? সেটাই এখন বড় প্রশ্ন। একদিকে যেমন প্রশ্ন চার নম্বরে কে খেলবেন। ঠিক সেভাবেই বড় প্রশ্ন হল, অক্ষয়র প্যাটেল এই টেস্টে বাদ যাবেন কিনা।
ভারতীয় দল গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের বিরুদ্ধে জয় পায়। তবে, পাকিস্তানের কাছে তারা পরাজিত হয়। আর এবার সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে সুপার ওভারে গড়ায় ম্যাচ। দুই দলই ২০ ওভারে ১৯৪ রান করে। সুপার ওভারে জিতে যায় বাংলাদেশ।
পরের বছরেই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। আর সেখানেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সূচি এখনও প্রকাশ করা না হলেও, মনে করা হচ্ছে ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে এই টুর্নামেন্ট। তবে প্রশ্ন হল, কবে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
গুয়াহাটিতে শুভমন গিল না থাকায় ক্যাপ্টেন্সির দায়িত্ব এসে পড়েছে ঋষভ পন্তের কাঁধে। তবে তিনি যে চাপে আছেন, তা জানাতে ভুললেন না পন্ত। একমাত্র টেস্টের অধিনায়কত্ব করা 'সবচেয়ে ভালো পরিস্থিতি' নয়, তবে স্বীকার করেন যে তিনি এটি নিয়ে 'খুব বেশি চিন্তা করতে চান না।' পন্তের বক্তব্যের বেশ কিছু তাৎপর্য রয়েছে।
সাম্প্রতিক কালে ভারতীয় ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর আলোচনা চলছে। ইডেন টেস্টে শুভমন গিলের চোট পেয়ে ছিটকে যাওয়া সেই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, বেশি ক্রিকেট খেলার জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন কোচ গৌতম গম্ভীর।