India Cricket Schedule 2026: যদিও টি-টোয়েন্টি থেকে রোহিত ও কোহলি সরে দাঁড়িয়েছেন, একদিনের ক্রিকেটে তাঁদের গুরুত্ব এখনও অটুট। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজু রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন চরমে তখন কীভাবে সে দেশের এক ক্রিকেটারকে আইপিএলে খেলানো যেতে পারে। বিসিসিআই জানিয়ে দিল,সরকারি নির্দেশ না এলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলায় কোনও আপত্তি নেই।
ভারত-বাংলাদেশের সম্পর্ক একবারে তলানিতে পৌঁছে গিয়েছে। বিশেষত, বাংলাদেশ কথায় কথায় ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে। সেই দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত 'ইন্ডিয়া বিরোধীতায়' লেগে পড়েছে। আর এমন পরিস্থিতিতে IPL-এ বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
শামি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। IPL-এ একটি সিজন খারাপ খেলার পর তাঁর ফর্ম এবং ফিটনেস নিয়ে তৈরি হয় উদ্বেগ।
প্রাক্তন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন গুরুতর অসুস্থ। তিনি এই মুহূর্তে কোমায় রয়েছে বলে জানিয়েছেন তাঁর সতীর্থ তথা অপর প্রাক্তন ক্রিকেটার গিলক্রিস্ট। মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়েছেন তিনি। কী এই রোগ?
প্রাক্তন ভারতীয় ব্যাটার রবিন উত্থাপা সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি মনে করছেন, বর্তমানে অধিনায়কত্বের রেস হবে অভিজ্ঞতা এবং বিশ্বাস ঘিরে। সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে (সিএসকে) চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুশকিলে পড়েছে RR টিম ম্যানেজমেন্ট।
কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে ভাল পারফর্ম করলেও, টেস্টে একেবারেই ছন্দে নেই ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশের পর গম্ভীরের টেস্ট ক্রিকেটে কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর এবার এ নিয়ে বড় কথা বলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার।
সম্প্রতি অ্যাসেজ সিরিজের চতুর্থ ম্যাচ শেষ হয়ে গিয়েছে মাত্র দুই দিনেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে পিচ নিয়ে ক্ষোভ শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। আর এবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সুনীল গাভাস্কারকেও। আইসিসি-র দ্বিচারিতার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মেলবোর্ন টেস্টে প্রথম দিনেই ২০ উইকেট পড়ে গিয়েছিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে সোমবার দিল্লি ও মুম্বইয়ের ম্যাচ থাকলেও, তাঁরা খেলছেন না। এরপরের ম্যাচ রয়েছে ৬ জানুয়ারি। সেই ম্যাচে কি তাঁদের ফের দেখা যাবে? সেটাই এখন বড় প্রশ্ন। এর মধ্যেই দুই তারকার ভাল ছন্দে থাকা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সমর্থকদের।
১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। শোনা যাচ্ছে সেই সিরিজে ঋষভ পন্তের জায়গায় খেলতে দেখা যেতে পারে ইশাণ কিষাণকে। তবে কেন এমন সিদ্ধান্ত? আসলে ইশাণকে টি২০ বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। সে কারণেই তাঁকে খেলিয়ে কিছুটা ম্যাচ ফিট করানোর চেষ্টা করা হতে পারে। যদিও এই সিদ্ধান্তে শিলমোহর এখনও পড়েনি।
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে, গুজরাতের স্পিনার বিশাল জয়সওয়াল দিল্লির বিপক্ষে এমন একটি পারফর্ম্যান্স দিয়েছিলেন যা তিনি কখনও ভুলবেন না। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত ম্যাচে, তিনি তার লিস্ট এ ক্যারিয়ারের সেরা স্পেলটি বল করেছিলেন, ৪২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ম্যাচ চলাকালীন তিনি ভারতীয় ক্রিকেট কিহ্বদন্তি বিরাট কোহলিকেও আউট করেছিলেন।