লজ্জার হার ভারতের। লর্ডস টেস্টে রানে হারতে হল টিম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে দুই দলের রান সমান হলেও, ঘরের মাঠে ইংল্যান্ড টেক্কা দিয়ে গেল দ্বিতীয় ইনিংসে। চতুর্থ ইনিংসে যে কোনও পিচেই ব্যাট করা বেশ কঠিন। তার মধ্যে পঞ্চম দিনের পিচে রান করা আরও কঠিন। আর সেটা হাড়ে হাড়ে টের পেল ভারতীয় দল। কোন পাঁচ কারণে হারতে হল টিম ইন্ডিয়াকে?
লর্ডসে চলতে থাকা তৃতীয় টেস্টের পঞ্চম দিনে দারুণ ক্যাচ ধরে তাক লাগালেন জোফ্রা আর্চার। তাও আবার নিজের বলেই। শুধু তাই নয়, এই ক্যাচ ধরে আউট করলেন ওয়াশিংটন সুন্দরকে। চতুর্থ দিনের শেষে চার উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দিয়েছিল ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপ বাড়ে ভারতের।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে লর্ডস টেস্ট ম্যাচ জমে গিয়েছে। এই ম্যাচের পঞ্চম দিনে (১৪ জুলাই), মাঠে ভারতীয় এবং ইংরেজ খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্ক হয়। পঞ্চম দিনের প্রথম সেশনে, রবীন্দ্র জাদেজা এবং ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্সের মধ্যে ঝগড়া হয়।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হল ভারতীয় দল। তবে, খেলার পঞ্চম দিনে (১৪ জুলাই) ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে ভাল কিছু করতে পারেননি। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি নিজের খাতাও খুলতে পারেননি এবং মাত্র চারটি বল মোকাবেলা করেন। সুন্দরকে ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে তাঁর হাতেই হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়।
তৃতীয় টেস্ট জিততে ১৩৫ রান দরকার ভারতীয় দলের। ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। ফলে উত্তেজনার পরিস্থিতি লর্ডস টেস্টে। ভারতীয় দলের রান ৪ উইকেটে ৫৮। কেএল রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন। নাইট ওয়াচম্যান আকাশদীপ আউট হওয়ার ফলে, এবার নামবেন ঋষভ পন্ত।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ শুরু হওয়ার আগে শাস্তির মুখে ভারতের বোলার মহম্মদ সিরাজ। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ফাস্ট বোলারকে। ২৪ মাসের মধ্যে এটাই দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ফলে সমস্যায় পড়তে হতে পারে তাঁকে।
সোমবার তৃতীয় টেস্টের ফয়সলা। ম্যাচ ড্র হওয়ার কোনও সম্ভাবনা নেই। ১৯৩ রান তাড়া করতে নেমে রবিবারই ভারতের ৪ উইকেট পড়ে যায়। জেতার জন্য কে এল রাহুলদের এখনও ১৩৫ রান তুলতে হবে। সেখানে ইংরেজদের টার্গেট ভারতের ৬ উইকেট।
Lords Test Special Menu: লর্ডস গ্রাউন্ড কেবল তার ঐতিহাসিক ক্রিকেট ইতিহাসের জন্যই বিখ্যাত নয়, আসলে, এখানকার বিশেষ স্টেডিয়াম ক্যাটারিং অভিজ্ঞতা সারা বিশ্বে প্রশংসিত হয়। রবিবার, দর্শকরা ভারতীয় এবং আন্তর্জাতিক খাবারের এক অনন্য মিশেল দেখতে পান, যা ম্যাচ দেখার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছিল।
India Vs England 3rd Test Latest Update: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে, এটি ছিল মাত্র নবম ঘটনা যখন কোনও ম্যাচের প্রথম ইনিংসে উভয় দলের স্কোর সমান ছিল। এই ঘটনাটি প্রথমবারের মতো ঘটেছিল ১৯১০ সালে ডারবানে।
১৯২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দর সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ইংল্যান্ড ব্য়াটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিল। শেষে জসপ্রীত বুমরার জোড়া উইকেট ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটিও পুঁতে দিল। এখন ভারতের জয়ের জন্য দরকার ১৯৩ রান।
ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষদিকে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন লর্ডসের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। কারণ ভারতীয় দলের তরফ থেকে অভিযোগ করা হয়, ইচ্ছে করে সময় নষ্ট করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। এ নিয়ে এবার পাল্টা দিল ইংল্যান্ড দলও।