বিপাকে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Utappa)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে (PF) জালিয়াতির অভিযোগে উথাপ্পার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। আসলে, উথাপ্পা সেঞ্চুরিজ লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালান। এই সংস্থাটি কর্মীদের বেতন থেকে কাটা টাকা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা দেয়নি। সে কারণে প্রায় ২৪ লক্ষ টাকার জালিয়াতি ঘটেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসন্ন ২০২৫ মরসুমের মেগা নিলাম শেষ হয়েছে। সমস্ত দল তাদের খেলোয়াড়দের প্রস্তুত করেছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সকেও (Kolkata Knight Riders) আসন্ন মরসুমের আগে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে। কারণ শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবার তাদের দলে নেই। ২০২৪ মরসুমে তাঁর নেতৃত্বেই আইপিএল শিরোপা জিতেছিল। এবারের আইপিএল-এ পঞ্জাব কিংসের (Punjab Kings) দলে এসেছেন।
অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের মাঝপথে অবসর নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেশেও ফিরে এসেছেন এই অফস্পিনার। ফলে দীর্ঘ এক দশক পর, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটি ভেঙে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিরিজে আর অশ্বিনের টিপস পাবেন না দলের ক্রিকেটাররা। মন খারাপ জাদেজার।
ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) পরবর্তী দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে বড় রদবদল হয়েছে। মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচের জন্য দল থেকে বাদ পড়েছেন নাথান ম্যাকসুইনি (Nathan Mcsweeney)। যেখানে তিন বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন।
২০২৪ সাল ভারতীয় ক্রিকেট সুখ-দুঃখ মিশিয়ে কেটেছে। ভারতীয় দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। কিন্তু এই বছরেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের ১২ জন তারকা খেলোয়াড়ও।
আইসিসি জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কোনও ম্যাচই পাকিস্তানে খেলবে না ভারতীয় দল। ভারতীয় দল ফাইনালে উঠলে ওই ম্যাচও পাকিস্তানে হবে না। সেক্ষেত্রে ফাইনাল হবে অন্য দেশে।
অশ্বিনের সিদ্ধান্ত নিয়ে তাঁর বাবা রবীচন্দ্রন সংবাদমাধ্যমকে বলেন, 'আমরাও ওর অবসর ঘোষণার সিদ্ধান্তের কথা আগে জানতে পারিনি। শেষ মুহূর্তে খবর পেয়ে হতভম্ব হয়ে যায়। ক্রিকেট যখন খেলে তখন একদিন অবসর নিতেই হবে। সেটাই স্বাভাবিক। কবে ও অবসর নেবে, সেটা ওরই সিদ্ধান্ত। আমি সেই বিষয়ে হস্তক্ষেপ করব না। তবে যেভাবে ও অবসর ঘোষণা করল সেটা সবাইকে অবাক করেছে।'
তাঁর বক্তব্য, একটি সিরিজ চলাকালীন ভারতীয় স্কোয়াড থেকে বেরিয়ে আসা, অশ্বিনের এই সিদ্ধান্ত আশ্চর্যের। সিডনি টেস্ট খেলতে পারত, কারণ সিডনির পিচ স্পিনার সহায়ক।
Virat Kohli loses cool at Melbourne airport: অস্ট্রেলিয়ায় ৩ টেস্টে এখনও বিরাট তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। খালি একটা শতরান করেছেন। অ্যাডিলেড টেস্টে করেছেন যথাক্রমে ৭ ও ১১ রান। পারথে প্রথম টেস্টে কোহলি প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ১০০ রান। কোহলি মোট ৫ ইনিংসে ৩১.৫০ গড়ে মাত্র ১২৬ রান করতে সক্ষম হয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বৃহস্পতিবারই নিজের বাড়ি চেন্নাইয়ে ফিরে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। অবসরকে স্মরণীয় করে রাখতে ফ্যানরা তাঁকে হিরোর মর্যাদা দেন। চেন্নাইয়ের বাড়ির আশপাশে ছিল উৎসাহিত জনতার ভিড়।
ভারতীয় দলের তারকা স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেট থেকে অবসর নিয়ে ভক্ত ও অভিজ্ঞ ক্রিকেটারদের চমকে দিয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই বুধবার (১৮ ডিসেম্বর) অশ্বিন অবসরের ঘোষণা করেন।