পঞ্চম দিনে গড়িয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচের ফয়সালা হওয়ার ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে হেভি রোলার। এর ফলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে ভারতে। বিষয়টি ঠিক কী?
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে মিস করছেন কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর। আর সেই কারণেই দেশের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসার আবেদন জানালেন তিনি। ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছিল। ভারত ইংল্যান্ড সফরে ১-২ ব্যবধানে পিছিয়ে। শেষ দিনের হাড্ডাহাড্ডি লড়াই বাকি। এর মধ্যেই এমন আবেদন করে বসলেন কংগ্রেস সাংসদ।
ওভাল টেস্ট জমজমাট। শেষদিনে ভারতের দরকার চার উইকেট। আর ইংল্যান্ডের দকার ৩৫ রান। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান করেছে। অন্যদিকে, ভারতীয় দলকে যদি এই ম্যাচটি জিততে হয় এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সমতা আনতে হয়, তাহলে তাদের বাকি উইকেটগুলো নিতে হবে।
Sashi Tharoor On Virat Kohli: শশী থারুর X-তে লিখেছেন, 'এই সিরিজে আমি বিরাট কোহলিকে কয়েকবার মিস করেছি, কিন্তু এই টেস্ট ম্যাচে যতটা মিস করছি, কখনও তাকে এতটা মিস করিনি।'
ওভালে ক্যাচ মিস সিরাজের। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে পারলেন না ভারতের বোলার। হ্যারি ব্রুক সেই সুযোগ নিয়ে হাফ সেঞ্চুরি করে ফেললেন। জো রুটের সঙ্গে গড়ে ফেললেন ১০০ রানের জুটি। এতে জয়ের কাছাকাছি চলে যায় ইংল্যান্ড দল।
ওভালে তৃতীয় দিনের ম্যাচে আলোচনায় আকাশদীপ। বোলিং নয়, রীতিমত টপ অর্ডার তারকার মতো ব্যাটিং করে ভারতকে নিয়ে গিয়েছেন নিরাপদ জায়গায়। হাফসেঞ্চুরির পর তাঁকে বাহবা দেয় গোটা স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও উচ্ছ্বাস চোখে পড়ে। কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটে ওঠে। বাহবা দিয়েছেন ক্যাপ্টেন গিলও।
লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনেই জয়ের কাছাকাছি ভারত। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। ইংল্যান্ডের স্কোর ৫৮ রান ছাড়িয়ে গিয়েছে এবং একটি উইকেট পড়ে গিয়েছে। বেন ডাকেট এবং অলি পোপ অপরাজিত ব্যাটার। ক্রিস ওকস ইনজুরির কারণে ব্যাট করতে না আসায় ভারতকে এখন জিততে আরও ৮টি উইকেট নিতে হবে।
পাহেলগাঁও হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর (WCL) গ্রুপ পর্বের ম্যাচ ও তারপর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের ক্রিকেটারেরা। আর সে কারণেই এবার কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে কোনও বেসরকারি লিগে পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না কোনও দল।
১২৩ বছরের রেকর্ড কি ভেঙে দেবে ইংল্যান্ড? এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬৩ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। তবে এবার ভারতের দেওয়া লক্ষ্য আরও বড়। জিততে হলে ইংল্যান্ডের চাই আরও ৩২৪ রান। কারণ ১ উইকেট হারিয়ে ৫০ রান করে ফেলেছে ইংল্যান্ড। ভারতের দরকার আটটা উইকেট।
পরের মরসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। তবে ক্যাপ্টেন থাকবেন রুতুরাজ গায়কোয়াড। শনিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এসে এ কথা ঘোষণা করে দিলেন মাহি। ২০২৫-এর আইপিএল-এ হাত ভেঙে যাওয়ায় রুতুরাজ আইপিএল-এর মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় ক্যাপ্টেন করা হয় ধোনিকে।
Yashaswi Jaiswal World Record: চলতি টেস্ট সিরিজে ভারতীয় দল ১২টি সেঞ্চুরি করেছে। এটিই প্রথমবার যে কোনও টেস্ট সিরিজে ভারত এত সেঞ্চুরি করেছে। ভারত যদি আরও একটি সেঞ্চুরি করে, তাহলে শুভমান ব্রিগেড একটি বিশ্ব রেকর্ড তৈরি করবে। এখন পর্যন্ত কোনও দলই এক টেস্ট সিরিজে ১২টির বেশি সেঞ্চুরি করতে পারেনি।