আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে রায়পুরে। ভারতীয় দলে বদলের খুব বেশি সম্ভাবনা নেই। কারণ প্রথম ম্যাচটি রাঁচিতে টিম ইন্ডিয়া শেষ ওভারে ১৭ রানে ম্যাচটি জিতেছিল। এই ম্যাচে সবার নজর থাকবে কোহলি এবং রোহিতের উপর। বিরাট কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরি প্রত্যাশা বাড়িয়েছে, এবং এই অভিজ্ঞ ব্যাটসম্যানও তার দুর্দান্ত ফর্মের পুরো সুবিধা নিতে চাইবেন।
প্রথম একদিনের ম্যাচে হারের পরেও, টেস্টে হোয়াইটওয়াশ নিয়ে আলোচনা চলছেই। এবার সুপ্রিম কোর্টেও এই ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এক শুনানির সময়, সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ অনানুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হারের কথা উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগির সঙ্গে কথা বলার সময় ইঙ্গিত করেছেন যে সাদা বলের ক্রিকেটে মনোযোগ বেশি দিতে গিয়ে টেস্টে এই অবস্থা।
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই দারুণ ছন্দে রয়েছেন সরফরাজ খান। তবুও ভারতীয় দলে জায়গা হচ্ছে না তাঁর। কিছুদিনের মধ্যেই আইপিএল-এর নিলাম রয়েছে। তার আগে ফের জ্বলে উঠল সরফরাজের ব্যাট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করে ফেললেন সরফরাজ। মাত্র ৪৭ বলে ১০০ করে ফেলেন তিনি।
IPL থেকে বাদ পড়া খেলোয়াড়দেরকে নিয়েই মাতামাতি চলছে পাকিস্তানে। যে খেলোয়াড়দের সময় ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে ফুরিয়েছে, তাঁদেরকে নিয়েই টিম সাজাচ্ছে পাকিস্তানি লিগটি।
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতীয় দল ১৭ রানে জয় পেয়েছে। রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে সিরিজ ঘরে তোলাই লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার সামনে। তিন ম্যাচের এই সিরিজের বুধবারের ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে টস। কারণ শুরুতে ব্যাট করা দল কিছুটা হলেও বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।
আইপিএল-এর পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ঝড় তুলছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী বৈভব আবারও আলোড়ন তুলেছেন। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। ৫৮ বলে তাঁর ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন।
অবশেষে বিয়ে হতে চলেছে স্মৃতি মন্ধনা ও পলাশ মুচ্ছলের। বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও প্রথমে স্মৃতির বাবা আর তারপর পলাশ নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়, বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। আর এবার নতুন করে বিয়ের তারিখ জানিয়ে দিলেন তারকা জুটি।
বিরাট কোহলি রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি করার পর, ড্রেসিংরুমে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। তাঁর সেই সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই সময় রোহিতকে কিছু বলতে শোনা গিয়েছিল। ঠিক কি বলেছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন? ড্রেসিংরুমের সেই কথা ফাঁস করলেন দলের ফাস্ট বোলার আর্শদীপ সিং।
রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দারুণ বল করেছেন হর্ষিত রানা। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেওয়ার পর, আরও একটি উইকেট নেন এই অলরাউন্ডার। সমালোচকরা দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলেছেন কেন গৌতম গম্ভীর এবং নির্বাচকরা হর্ষিত রানার উপর এত আস্থা রেখেছেন। এক পডকাস্টে সন্দীপ শর্মা কারণগুলি ব্যাখ্যা করেন।
তিনি আরামবাগ থেকে সাইকেল নিয়ে পৌঁছেছিলেন চেন্নাইতেও। কিন্তু তখন 'ভগবান'কে ছুঁয়ে দেখা হয়নি। অবশেষে রাঁচিতে সেই সুযোগ আসে।
india vs south africa 2nd odi: রাঁচিতে ফাটাফাটি খেলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের ব্য্যাটের উপর ভর করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। বিশেষত, বিরাটের শতরানের পর সারা দেশ আবেগে ভাসছে। শত সমালোচনার রাজকীয় জবাব হিসেবেই এই ইনিংসকে দেখছেন অনেকে। আর এমন পরিস্থিতিতেই ৩ ডিসেম্বর, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে মেন ইন ব্লু। এখন প্রশ্ন হল, রায়পুরের মাঠে ভারতের এবং রোহিত-কোহলির পরিসংখ্যান ঠিক কী? আর সেই উত্তরটাই রইল নিবন্ধটিতে।