চোট কাটিয়ে ফেরত আসতে পারেন শ্রেয়স আইয়ার। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা। তার আগে চোট কাটিয়ে ফিট মিডল অর্ডার ব্যাটার। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার অনুমতি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তিনি।
বাংলাদেশি মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বিতর্ক চলছিল। আক্রমণ করা হচ্ছিল বিশিষ্ট অভিনেতা শাহরুখ খানকেও। আর এমন পরিস্থিতিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে রিলিজ করতে বলা হল। বিসিসিআই-এর তরফে সেক্রেটরি দেবজিৎ সাইকিয়া এমনটাই জানান ইন্ডিয়া টুডে-কে।
বাংলাদেশে খেলতে যাবে ভারতীয় দল। সেখানে তিনটি একদিনের ম্যাচ ছাড়াও, তিনটি টি২০ ম্যাচও খেলা হবে। তবে বর্তমানে বাংলাদেশের যা রাজনৈতিক পরিরস্থিতি, তাতে এই সিরিজ আয়োজন করতে গেলে সমস্যায় পড়তে হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই অবস্থায় সফরের সম্মতি দেবে কিনা তা স্পষ্ট নয়।
কর্ণাটকের বাঁ হাতি ব্যাটার দেবদত্ত পাডিক্কল দারুণ ছন্দে রয়েছেন। চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছেন তিনটি সেঞ্চুরি। আহমেদাবাদের পডুচেরিতে তাঁর সেঞ্চুরি আবারও তাঁকে ভারতীয় ওয়েনডে দলে ফেরার রাস্তা কিছুটা হলেও প্রসস্ত করেছে। পাডিক্কাল ১১৬ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।
টি২০ বিশ্বকাপ খুব বেশি মানুষ দেখবেন না। এমনটাই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। সাম্প্রতিক কালে অন্যরম বিতর্কিত ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। বিভিন্ন সময় তাঁর বলা কথা নেট দুনিয়ায় ঝড় তুলে দেয়। এ ব্যাপারে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকেই কাঠগড়ায় তুলেছেন ভারতের প্রাক্তন স্পিনার।
আইপিএল ২০২৬-এর প্রস্তুতির মাঝে খারাপ খবর গুজরাত টাইটান্সের (GT) জন্য ভক্তদের জন্য। তরুণ এবং মারকুটে ব্যাটার সাই সুদর্শন বিজয় হাজারে ট্রফি খেলার সময় পাঁজরের চোট পেয়েছেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি থেকে তিনি ছিটকে গিয়েছেন। ফলে বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) চিকিৎসাধীন রয়েছেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে। তবে এমন পরিস্থিতিতেও IPL-এর মিনি অকশনে বাংলাদেশের মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। যার জন্য সারা দেশেই সমালোচনা সহ্য করতে হচ্ছে কেকেআর-কে। আর এমন উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই বিজেপি নেতা সঙ্গীত সোম আরও এক কদম এগিয়ে শাহরুখ খানকে দেশদ্রোহী বলে বসলেন। তাঁর মতে, শাহরুখের এই দেশে থাকার কোনও অধিকার নেই।
India Cricket Schedule 2026: যদিও টি-টোয়েন্টি থেকে রোহিত ও কোহলি সরে দাঁড়িয়েছেন, একদিনের ক্রিকেটে তাঁদের গুরুত্ব এখনও অটুট। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজু রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন চরমে তখন কীভাবে সে দেশের এক ক্রিকেটারকে আইপিএলে খেলানো যেতে পারে। বিসিসিআই জানিয়ে দিল,সরকারি নির্দেশ না এলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলায় কোনও আপত্তি নেই।
ভারত-বাংলাদেশের সম্পর্ক একবারে তলানিতে পৌঁছে গিয়েছে। বিশেষত, বাংলাদেশ কথায় কথায় ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে। সেই দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত 'ইন্ডিয়া বিরোধীতায়' লেগে পড়েছে। আর এমন পরিস্থিতিতে IPL-এ বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
শামি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। IPL-এ একটি সিজন খারাপ খেলার পর তাঁর ফর্ম এবং ফিটনেস নিয়ে তৈরি হয় উদ্বেগ।