প্রথম টেস্টে সহজে জয় পাওয়ার পর, শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় দলে বদলের সম্ভাবনা নেই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচিং স্টাফ, রায়ান টেন ডয়েশচেট। ভারতীয় দলের এই ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা নেই। তবুও নতুন দলে আসা ক্রিকেটারদের দেখে নিতে চাইবে দল।
৩০ বছর বয়সী সঞ্জু তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ করার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, "আমি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ করেছি, কিন্তু সেই সময়ে আমি মাত্র ৪০টি ম্যাচ খেলতে পেরেছি।
সম্প্রতি গুরগাঁওয়ে একটি সাক্ষাৎকার দেন চাহাল। সেখানে তাঁকে ধনশ্রীর অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'আমি একজন খেলোয়াড়। কখনও প্রতারণা করি না। আর বিয়ের ২ মাসের মধ্যে যদি বুঝে থাকে যে আমি ধোঁকা দিয়েছি তাহলে সম্পর্ক প্রায় সাড়ে চার বছর কীভাবে থাকল?
এই টেস্টে খেলতে নাও পারেন ভারতের এক নম্বর ফাস্ট বোলার জসপ্রিত বুমরা। তাকে এই টেস্টে রেস্ট দেওয়া হতে পারে। তিনি যাতে অস্ট্রেলিয়া সিরিজের আগে একবারে ফ্রেশ থাকেন, সেটাই নিশ্চিত করতে চাইছে বোর্ড।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা শীর্ষে। তিনি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ৯৯০ রান করেছেন রোহিত।
মুম্বইয়ের হয়ে ৮ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর মহারাষ্ট্রে যোগ দিয়েছেন পৃথ্বী। প্রস্তুতি ম্যাচে ২১৯ বলে ১৮১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন। ২০২৫-২৬ রঞ্জি ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে চোখধাঁধানো শট মেরেছেন পৃথ্বী।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে একটা বড় দাবি করে ফেললেন ভারতের ক্রিকেটিং লেজেন্ড সুনীল গাভাস্কার। তাঁর মতে, রোহিত যদি ২০২৭ বিশ্বকাপে খেলার জন্য রেডি না হতে পারে, তাহলে আরও খারাপ খবর অপেক্ষা করছে 'শর্মাজি কি বেটার জন্য'।
এবার টি২০ ক্রিকেট থেকেও ক্যাপ্টেন্সি হারাতে পারেন সূর্যকুমার যাদব। এমনটাই আশঙ্কা ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসারের। তিনি মনে করেন, শুভমান গিলকে টিম ইন্ডিয়ার টি২০ দলেরও ক্যাপ্টেন করে দেওয়া হতে পারে। তাঁকে ওয়ানডে দলের অধিনায়ক নিযুক্ত করার সিদ্ধান্তকে একটি মাস্টারস্ট্রোক বলে অভিহিত করেছেন।
২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে ভারত পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে দেয়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুনিবা আলির রান আউট ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মার থ্রোতে মুনিবা রান আউট হন। পাকিস্তান এই ঘটনায় বিবৃতি দিয়েছে।
মাঠের ভেতরে ও বাইরেও ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা কম ছিল না। ৫ অক্টোবর, ২৮শে সেপ্টেম্বরের পর আবারও ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল। কিন্তু এবার, মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। আর সেই ম্যাচে উত্তেজনা থাকবে না তা হয় নাকি?
আসন্ন অস্ট্রেলিয়া সফরে একদিনের দলে জায়গা পেলেও, অধিনায়কত্ব হারাতে হয়েছে রোহিত শর্মাকে। ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। ফ্যানদের একাংশের আশঙ্কা একদিনের দল থেকেও এরপর বাদ পড়তে পারেন রোহিত-বিরাট জুটি। দুই সিনিয়র ক্রিকেটারের ইচ্ছে ছিল, অন্তত ২০২৭-এর বিশ্বকাপ অবধি খেলে যাওয়া। আর সেই কারণেই বিশেষ পরামর্শ দিলেন ইরফান পাঠান।