ইডেনে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। তারপর থেকেই তাঁর দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটি যাওয়া নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও সেই আশঙ্কাকে দূর করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর তরফ থেকে জানান হয়েছে, গুয়াহাটি যাচ্ছেন শুভমন। তবে ২২ তারিখে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কি না, সেই বিষয়ে কোনও কোনও উচ্চবাচ্য করা হয়নি।
এবার গম্ভীরের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পরাজয় হয়েছে। তারপরেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এবার এ নিয়েই ভিন্ন মত দিলেন প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, কোচ বদল নয় বরং প্রস্তুতি ও মানসিকতার বদলের প্রয়োজন। তিনি বলেছেন যে গম্ভীরকে সরানোর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে শোচনীয়ভাবে হেরেছে ভারত। তারপর থেকেই দ্বিতীয় টেস্টের জন্য উঠে পড়ে লেগেছে গিল ব্রিগেড। তাঁরা অনুশীলনে বেশি জোর দিয়েছেন। বিশেষত, স্পিনারদের সামলানোর কাজে নিজেদের টেকনিক শুধরাতে চাইছেন তাঁরা। আর সেই কারণে ইন্ডিয়ার ব্যাটাররা কৌশিক মাইতি নামক এক বিশেষ স্পিনারের বল খেলছে। ঘটনাচক্রে এই স্পিন বোলারটি বাংলার।
কলকাতায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার লজ্জাজনক পরাজয়ের পর থেকে কোচ গম্ভীর সমালোচনার মুখে পড়েছেন। পিচ এবং দলের গঠন নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে হবে।
ইডেন টেস্ট হেরেছে ভারত। তারপর কোচ গৌতম গম্ভীর বলেছিলেন যে পিচে কোনও জুজু ছিল না। আর তাঁর সেই কথার সমর্থনেই এগিয়ে এলেন ভারতের ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাস্কার। তিনিও মনে করেন, ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে এত কথা বলার কিছুই নেই। বরং প্লেয়ারদের টেম্পারমেন্ট কম থাকা এবং সঠিক টেকনিক না থাকার কারণেই এই করুণ পরিণতি বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের সময় ভারতীয় অধিনায়ক শুভমান গিল ঘাড়ে চোট পান। ভারতের প্রথম ইনিংসে মাত্র একটি বল খেলার পর তিনি আর খেলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে পারেননি, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ভারতীয় দল ১২৪ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হন এবং ৩০ রানে পরাজিত হয়েছিল।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে অভিনেতা হওয়া যোগরাজ সিং তাঁর একাকীত্ব সম্পর্কে মুখ খুললেন। এক সময়ের ভারতের ফাস্ট বোলার, যুবরাজ সিংয়ের বাবা এবং এখন একজন বিখ্যাত কোচ, যোগরাজ সিংয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারে একাকীত্ব, অনুশোচনা এবং মানসিক ক্লান্তিতে ভরা জীবনের চিত্র ফুটে উঠেছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলার কথা রয়েছে। চেন্নাই সুপার কিংস (সিএসকে) প্রকাশিত রিটেনশন তালিকায় এমএস ধোনির নাম ছিল। তবে এবার তাঁর ভূমিকা বদলে যেতে পারে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা নিয়ে নানা সমালোচনা চলছে। বিশেষ করে ইডেন টেস্টে ৩০ রানে হারের পর থেকে। এর মধ্যেই তিন নম্বরে ওয়াশিংটন সুন্দরকে নামানো নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিনি বিশ্বাস করেন যে ৩ নম্বরে ব্যাট করতে থাকলে ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে প্রভাব ফেলতে পারে।
রাইজিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক। দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ৮ উইকেটে জয় পায়। তবে সেই ম্যাচে নেহাল ওয়াধেরা এবং নমন ধীর মিলে একটি দুর্দান্ত রিলে ক্যাচ নেন। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১২৪ রান করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ইনিংস। যার ফলে ২ ম্যাচের সিরিজে এখন ১-০ থেকে এগিয়ে গেল প্রোটিয়ারা। আর ভারতের এই হারের পরই ভারতীয় দলের স্পিন খেলার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন বিশেষজ্ঞরা।