ICC ও BCB-র মধ্যে T20 বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। এবার BCB-র বক্তব্যকে সরাসরি খারিজ করে দিল ICC। সম্প্রতি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আজিফ নজরুল দাবি করেছিলেন, ভারতের মাটিতে বিশ্বকাপ হলে বাংলাদেশ দল ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।
ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান সোমবার ইনস্টাগ্রামে বান্ধবী সোফি শাইনের সঙ্গে তাঁর এনগেজমেন্ট ঘোষণা করেছেন। গত বছর ১ মে তাদের সম্পর্ক নিশ্চিত করার পর শিখর এবং সোফি বেশ কিছুদিন ধরে ডেটিং করছেন।
বাংলাদেশ যেভাবে শেষ মূহূর্তে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করছে, তা মেনে নেওয়া মুশকিল। কারণ, ইতিমধ্যেই T20 বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ইডেনে একাধিক ম্যাচ রয়েছে বাংলাদেশের।
পরের মাসেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। গতবারের বিশ্বকাপ জেতার পর এবারে স্বাভাবিক ভাবেই ভারতের উপর প্রত্যাশা অনেকটাই বেশি। বিশেষ করে ভারতের মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। ফলে সেই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ভারতীয় দলও টি২০ র্যাঙ্কিং-এ শীর্ষে। তবে ভারতের এবারের বিশ্বকাপের তুরুপের তাস কে হবেন? এ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ঋষভ পন্তের পর চোটের কবলে আরও এক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই সাইড স্ট্রেনের কবলে পড়েছেন ওয়াশিংটন সুন্দর। সে কারণেই চাপে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের দুই একদিনের ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা সেটাই এখন সন্দেহ। সামনেই টি২০ বিশ্বকাপ। দলে রয়েছেন সুন্দর। ফলে তাঁর চোট কতটা গুরুতর সেটাই এখন বড় প্রশ্ন।
ম্যাচের সেরা হওয়ার পরও অভিমানী বিরাট কোহলি। তবে সেঞ্চুরি করতে না পারা নিয়ে নয়, সমর্থকদের জন্যই তাঁর এই অভিমান। তিন নম্বরে ব্যাট করতে আসা বিরাট, জানেন সমর্থকরা তাঁর ব্যাটিং দেখতেই আসেন। তবুও একজন ওপেনার আউট হওয়ার পর যে উচ্ছ্বাস দেখান সমর্থকরা তা পছন্দ নয় বিরাটের।
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। কূটনৈতিক সম্পর্কে প্রভাব না পড়লেও, দুই দলের ক্রিকেটীয় সম্পর্কে ক্রমশ অবনতি হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে। মূলত নিরাপত্তার কারণেই, তারা ভারতে এসে খেলতে চান না। তবে এর মধ্যেই বাংলাদেশি আম্পায়ার শরফুদুল্লাহ সৈকত ভারত ও নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ারিং করছেন।
দারুণভাবে বছর শুরু করল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চার উইকেটে জয় তুলে নিল ভারত। ৩০১ রান তাড়া করতে নেমে দারুণ ব্যাট করেন শুভমন গিল ও বিরাট কোহলি। ১ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
নতুন বছরে দারুণ ছন্দে বিরাট কোহলি। ৪৪ বলে দারুণ হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ২০২৬-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন কিং কোহলি। বরাবরই রান তাড়া করতে নেমে নিজের জাত চিনিয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটে ফর্ম বজায় রাখার লক্ষ্যে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন বিরাট। সেখানেও ছিলেন আগুন ফর্মে।
ক্যাপ্টেন শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে দল বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে (Team India)। ইংল্যান্ড সফরে বেন স্টোকসদের বিরুদ্ধে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে আশার আলো দেখালেও, ঘরের মাঠে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের তিনটেই হেরে গিয়ে সমস্যায় পড়তে হয় ভারতকে।
একেই বলে গাঁয়ে মানে না আপনি মোড়ল। পাকিস্তানের দশাও হয়েছে তাই। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর বিতর্কে এবার অযাচিতভাবে ঢুকে পড়ল পাকিস্তান। তারা জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কা আয়োজন করতে না চায় তাহলে তারা আয়োজন করে দেবে।