২০২৫-২৬ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) তে হরিয়ানার বিপক্ষে চারটি উইকেট নিয়ে নির্বাচকদের কাছে বড় বার্তা পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি। চার ওভারে ৩০ রান দিয়ে চারটি উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেটে ১৯১ রানের বিশাল পাহাড় গড়েছিল।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কটকে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত প্রথমে ব্যাট করে, এবং তিলক ভার্মা তার ১০০০তম রান পূর্ণ করেন।
ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে প্রথম ম্যাচে। কটকে অনুষ্ঠিত এই ম্যাচে ১০১ রানে জিতে গিয়েছে। দুই মাস পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টি-টোয়েন্টি সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে বড় ঘটনা ঘটল জসপ্রীত বুমরার নো বল নিয়ে।
দুরন্ত অল রাউন্ড পারফরম্যান্স হার্দিক পান্ডিয়ার। দুরন্ত কাম্ব্যাক। চোট সারিয়ে ফিরলেন দেখে কেউ টের পাবে না। তিনি দলের বাইরে ছিলেন। ২৮ বলে ৫৯ রানের ইনিংসের পর ২ উইকেট বল হাতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কটক টি২০তে জেতালেন তিনি। মাত্র ৭৪ রানে সব উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
দুর্দান্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার। ২৮ বলে ৫৯ তান করে নট আউট টি২০-র প্রাক্তন ক্যাপ্টেন। ভারতের রান একটা সময় মনে হচ্ছিল, ভারতের রান ১৫০ হলেই অনেক। সেখান থেকে হার্দিক খেলা ঘুরিয়ে দিলেন। একের পর এক ছক্কা-চারে ভারতের রান পৌছালো ১৭৫-এ। লড়াই করার পরিস্থিতি তৈরি করে দিলেন।
অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশ কাঁপাচ্ছেন। আর এবার আইপিএল-এর নিলামে নিখিল চৌধরি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিলেও সুযোগ হয়নি। ছটবেলায় দিল্লির হয়ে খেলেছেন নিখিল। বিবিএলে অভিষেক ম্যাচেই চাপের মুখে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে নজরে আসেন তিনি। এর পরে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে একটি ম্যাচে হ্যারিস রউফকে অবলীলায় ছক্কা মেরে ১৬ বলে ৩২ রান করেন। উইকেটও নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে জায়গা হল না সঞ্জু স্যামসনের। শুভমন গিল ফিরে আসায় দলে নেই উইকেট কিপার ব্যাটার। দলে নেই কুলদীপ যাদব ও হর্ষিত রানা। অনুষ্ঠিত হচ্ছে। দুই মাস পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টি-টোয়েন্টি সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ থেকে টি ২০ সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। খেলা হবে কটকে। তার আগে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব-সহ অন্য ক্রিকেটাররা।
হঠাৎ করেই সানি লিওনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট রবিচন্দ্রন অশ্বিনের। সঙ্গে আবার একটা রাস্তার ছবি। কেন এমন ছবি পোস্ট করলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার? এই ছবি পোস্ট হওয়ার পর, জল্পনা শুরু হয়ে যায়, তবে কি অশ্বিনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? যদিও সেরকম কিছু হয়ে থাকে তবে তা তো তিনি জানাবেন। আসলে ব্যাপারটা সেরকম নয়।
আইপিএল ২০২৬ মিনি অকশনের ঘণ্টা বেজে গেল। আগামী ১৬ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই মিনি অকশন। তার ঠিক সাত দিন আগে এই অকশনে সুযোগ পাওয়া ৩৫০ ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করল BCCI।
মঙ্গলবার প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কেমন হবে কটকের বারবাটি স্টেডিয়ামের পিচ, তা নিয়ে কৌতূহল রয়েছে। বারাবটি স্টেডিয়ামের প্রথমবার লাল মাটির পিচে প্রচুর রান উঠতে পারে। ভাল বাউন্সও হবে। কিছুটা আর্দ্রতা থাকার সম্ভাবনা থাকায়, কটকে ব্যাটারদের উপভোগ করার সুযোগ থাকবে।