আইপিএল থেকে অবসর নিলেও, কলকাতা নাইট রাইডার্সেই থেকে যাচ্ছেন আন্দ্রে রাসেল। এবার যদিও তাঁর ভূমিকা অনেকটা বদলে যাচ্ছে। মাঠের মধ্যে নয়, এবার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রাক্তন ক্যারেবিয়ান তারকার পদের নাম 'পাওয়ার কোচ'। আইপিএল-এ এর আগে এই পদ কোনও দলের ক্ষেত্রেই দেখা যায়নি। তা হলে কী কাজ করতে হবে রাসেলকে? ব্যাখ্যা দিলেন নিজেই।
ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজের মাঝেই বিসিসিআই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। লক্ষ্য সমস্ত ফরম্যাটে দলের জন্য রোডম্যাপ তৈরি করা এবং টেস্ট সিরিজ হারের ময়নাতদন্ত করা। প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দল জয় পাওয়ার পরেও, বিসিসিআই নিশ্চিন্ত হতে পারছে না। সেটাই স্পষ্ট হল আরও একবার।
এ যেন সেই ভিন্টেজ বিরাট কোহলি! ঠুক ঠুক করার কোনও গল্প নেই। পুরো অ্যাটাকিং মোড অন। ৪-৬-তেই খেলা হবে। আর সেই পুরনো বিরাটের ব্যাটের উপর ভর করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত। যার ফলে ইতিমধ্যেই তাঁর টেস্টে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অবসর ভেঙে সাদা জার্সিতে দেখা যাবে বিরাটকে। যদিও এই গুজবকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিং। তিনি জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র একটি ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। আর সেটি হল ওডিআই। এর বাইরে কিছু নয়।
Gavaskar On Sachin Vs Virat: আন্তর্জাতিক মোট রানের হিসেবে এখনও অনেকদূর এগিয়ে শচীন। তাঁর মোট সংগ্রহ ৩৪৩৫৭ রান।, যা কোহলির চেয়ে অনেক বেশি। টেস্টেও শচীনের আধিপত্য স্পষ্ট, এই ফরম্যাটে কোহলি এখনও তাঁর থেকে প্রায় ৭০০০ রান পিছিয়ে। ODI তেও ব্যবধান প্রায় ৪০০০ রান।
০-২ ব্যবধানে হারতে হয়েছে টেস্ট সিরিজ। বদলার একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পেল ভারত। রাঁচিতে রানে জিতল কেএল রাহুলের দল। ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরি বিরাট কোহলির, বল হাতে বাকি কাজ সেরে ফেললেন কুলদীপ যাদব ও হর্ষিত রানা।
মহেন্দ্র সিং ধোনির বাইক-প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। ক্রিকেট মাঠে তাঁর ‘কুল’ মেজাজ যেমন ভক্তদের মুগ্ধ করে, ঠিক তেমনই বাইক চালানোর প্রতি তাঁর অসম্ভব টানও ফ্যানদের অজানা নয়।
বিরাট কোহলি ও রোহিত শর্মার ইনিংসে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের টার্গেট দিয়েছে। রাঁচিতে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গিয়েছেন বিরাট। আর তাঁর সেঞ্চুরির পর রোহিতের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শতরানের মধ্যে দিয়ে ৫২তম সেঞ্চুরি করলেন কোহলি। যার মাধ্যমে কোনও একটি ফর্ম্যাটে সর্বাধিক শতরানের মালিক হিসেবে নিজের নাম খোদাই করলেন তিনি।
রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি দুর্দান্ত পারফর্মেন্স করলেন। মাত্র ১২০ বলে ১৩৫ রান করেছেন কোহলি, সাতটি ছক্কা এবং ১১টি চারের সাহায্যে। শুরুতে একটি ছক্কা এবং একটি চারের সাহায্যে তিনি পঞ্চাশ রান করে ফেলেন।
মহেন্দ্র সিং ধোনির শহরে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির নিরিখে রেকর্ড গড়ে ফেললেন ভারতের তারকা ব্যাটার। অস্ট্রেলিয়া সফরে ভারতের জার্সিতে আন্তর্জাতিক প্রত্যাবর্তনে একটি হাফসেঞ্চুরি এলেও তিন অঙ্কের রান আসেনি৷ ঘরের মাঠে ফিরতেই সেঞ্চুরি হাঁকালেন কোহলি৷
ভারতীয় টিমের প্রতিটি ক্রিকেটার নীল জার্সি গায়ে দিতে না দিতেই স্টার তকমা পেয়ে যান। ফলে এই গ্ল্যামারপূর্ণ দুনিয়ায় অনেকেই প্রবেশ করতে চান। অনেকেই চান ক্রিকেট মাঠে কেরিয়ার গড়তে।