দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি একদিনের ম্যাচে দারুণ পারফর্ম করেন বিরাট কোহলি। ১২০ বলে ১৩৫ রানের ইনিংসে ছিল ১১টি চার এবং সাতটি ছক্কা ছিল। কোহলির সেঞ্চুরির উপর ভর করে ভারত ৮ উইকেটে ৩৪৯ রান করে ছিল। ম্যাচের পর, টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর ভেঙে ফিরে আসা নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে, তিনি তা উড়িয়ে দেন।
সুস্থ হওয়ার পথে শুভমন গিল। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর ছিটকে গিয়েছেন ভারতের টেস্ট ও ওডিআই ক্যাপ্টেন। একদিনের সিরিজে না থাকলেও তিনি কি টি২০ সিরিজে দলে ফিরবেন? সেটাই এখন বড় প্রশ্ন। তবে আশার কথা, গিল ইতিমধ্যেই রিহ্যাব চালু করে দিয়েছেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ।
রাঁচিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি তার ব্যাটিং দিয়ে ভক্তদের মন্ত্রমুগ্ধ করেছিলেন।কোহলি তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরি করেন, ১২০ বলে ১৩৫ রানের ইনিংসে ১১টি চার এবং সাতটি ছক্কা মারেন।
কিছুদিন ধরেই বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নানা ধরণের জল্পনা চলছে। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন দুই তারকা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন দুই তারকা? কারণ, ততদিনে কোহলির বয়স প্রায় ৩৯ বছর হবে, আর রোহিত শর্মার বয়স ৪০ এরও বেশি হবে।
ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ওয়ানডেতে ১৭রানে জয়লাভ করে এবং তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ৩০শে নভেম্বর (রবিবার) খেলা এই ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক ছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
আইপিএল থেকে অবসর নিলেও, কলকাতা নাইট রাইডার্সেই থেকে যাচ্ছেন আন্দ্রে রাসেল। এবার যদিও তাঁর ভূমিকা অনেকটা বদলে যাচ্ছে। মাঠের মধ্যে নয়, এবার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রাক্তন ক্যারেবিয়ান তারকার পদের নাম 'পাওয়ার কোচ'। আইপিএল-এ এর আগে এই পদ কোনও দলের ক্ষেত্রেই দেখা যায়নি। তা হলে কী কাজ করতে হবে রাসেলকে? ব্যাখ্যা দিলেন নিজেই।
ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজের মাঝেই বিসিসিআই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। লক্ষ্য সমস্ত ফরম্যাটে দলের জন্য রোডম্যাপ তৈরি করা এবং টেস্ট সিরিজ হারের ময়নাতদন্ত করা। প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দল জয় পাওয়ার পরেও, বিসিসিআই নিশ্চিন্ত হতে পারছে না। সেটাই স্পষ্ট হল আরও একবার।
এ যেন সেই ভিন্টেজ বিরাট কোহলি! ঠুক ঠুক করার কোনও গল্প নেই। পুরো অ্যাটাকিং মোড অন। ৪-৬-তেই খেলা হবে। আর সেই পুরনো বিরাটের ব্যাটের উপর ভর করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত। যার ফলে ইতিমধ্যেই তাঁর টেস্টে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অবসর ভেঙে সাদা জার্সিতে দেখা যাবে বিরাটকে। যদিও এই গুজবকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিং। তিনি জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র একটি ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। আর সেটি হল ওডিআই। এর বাইরে কিছু নয়।
Gavaskar On Sachin Vs Virat: আন্তর্জাতিক মোট রানের হিসেবে এখনও অনেকদূর এগিয়ে শচীন। তাঁর মোট সংগ্রহ ৩৪৩৫৭ রান।, যা কোহলির চেয়ে অনেক বেশি। টেস্টেও শচীনের আধিপত্য স্পষ্ট, এই ফরম্যাটে কোহলি এখনও তাঁর থেকে প্রায় ৭০০০ রান পিছিয়ে। ODI তেও ব্যবধান প্রায় ৪০০০ রান।
০-২ ব্যবধানে হারতে হয়েছে টেস্ট সিরিজ। বদলার একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পেল ভারত। রাঁচিতে রানে জিতল কেএল রাহুলের দল। ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরি বিরাট কোহলির, বল হাতে বাকি কাজ সেরে ফেললেন কুলদীপ যাদব ও হর্ষিত রানা।
মহেন্দ্র সিং ধোনির বাইক-প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। ক্রিকেট মাঠে তাঁর ‘কুল’ মেজাজ যেমন ভক্তদের মুগ্ধ করে, ঠিক তেমনই বাইক চালানোর প্রতি তাঁর অসম্ভব টানও ফ্যানদের অজানা নয়।