২০২৪ সালেই T20 World Cup। তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ জয় বাড়তি অক্সিজেন জোগাল ভারতকে। আগামী বছর ৪ জুন শুরু হবে টি২০ বিশ্বকাপ। ৩০ জুন পর্যন্ত চলবে। ওয়েস্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে এই বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কী পেল ভারত?
আর এই টুর্নামেন্ট দাপটের সঙ্গে ৪-১ এ সিরিজ জিতে ভারতীয় দল ক্যাঙ্গারু বাহিনীকে রীতিমতো শায়েস্তা করে দিয়েছে। শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই অবশ্য ভারত সিরিজ জিতে গিয়েছিল। তবুও শেষ ম্যাচটিতেও বিন্দুমাত্র উত্তেজনার খামতি ছিল না। ৬ রানে ম্যাচ জিতে ভারত যে ব্যবধান বাড়িয়ে নিয়েছে।
Jitesh Sharma Team India Wicket Keeper: সিরিজের শেষ দুটি ম্যাচে ভারতীয় দলে সুযোগ পান উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মা। দুটি ম্যাচেই তিনি বিস্ফোরক ক্য়ামিও ইনিংস খেলেন। যা দলকে ভাল রানে পৌঁছতে সাহায্য করে। বিশেষ করে শেষ ম্যাচে উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। তাঁর নির্ভীক ব্যাটিংয়ে অনেকেই লোয়ার অর্ডারে ভরসা খুঁজে পেয়েছেন।
ইমাম-মুল হক একটি পডকাস্টে বলেছেন যে আমার মনে আছে আইপিএলের সময় বিরাট কোহলি এবং আফগানিস্তানের বলার নবীনুল হকের মধ্যে লড়াই হয়। এটি একটি জবরদস্ত লড়াই ছিল যা খেলার পরেও জারি থাকে এবং গৌতম গম্ভীরও এরর মধ্যে সামিল হয়ে পড়েন এই ভাইরাল ঘটনায়।
পঞ্চম টি২০ ম্যাচে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সামনে মাত্র রানেই শেষ ভারতীয় দলের ইনিংস। এদিনও টসে জেতে অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় তাঁরা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ৩৩ রানের মাথায় ভারতকে প্রথম আঘাত দেন জেসন বেহরেনডর্ফ। ২১ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া (India VS Australia)। সন্ধ্যা ৭টা থেকে বেঙ্গালুরুতে শুরু হবে ম্যাচ। এই ম্যাচে দারুণ রেকর্ড গড়তে পারেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগের আরও কিছুটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন সূর্যকুমার যাদবরা।
রবিবার টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচের আগেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১-এ এগিয়ে টিম ইন্ডিয়া। তবে পঞ্চম ম্যাচে মেঘলা আবহাওয়া থাকবে। এমনটাই মনে করা হচ্ছে।
২০২৪ আইপিএল-এর (IPL Auction 2024) মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। আগে থেকেই শোনা যাচ্ছিল, এবারের আইপিএল-এও সরতে পারে দেশ থেকে। মিনি নিলাম নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল, ভারতে নিলাম অনুষ্ঠিত হতে পারে। আসলে ২০২৪-এ ভারতে সাধারণ (Loksabha Election 2024) নির্বাচন রয়েছে। সেই কারণেই হয়ত ভারতে এবারের আইপিএল (IPL 2024) হচ্ছে না।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আজ ৩ ডিসেম্বর হবে। দুই দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
১১৬৬ জন খেলোয়াড় আইপিএল মিনি নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে ৮৩০ জন ভারতীয় রয়েছেন। তবে, নিলামের জন্য মোট ৭৭টি স্লট খালি রয়েছে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৩০ হবে।
বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে টেস্টে দারুণ ছন্দে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দারুণ জয় তুলে নিল বেঙ্গল টাইগাররা। সিলেটে ১৫০ রানে জয় পেল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলেন না কেন উইলিয়ামসনরা।