নতুন বছরে দারুণ ছন্দে বিরাট কোহলি। ৪৪ বলে দারুণ হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ২০২৬-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন কিং কোহলি। বরাবরই রান তাড়া করতে নেমে নিজের জাত চিনিয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটে ফর্ম বজায় রাখার লক্ষ্যে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন বিরাট। সেখানেও ছিলেন আগুন ফর্মে।
ক্যাপ্টেন শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে দল বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে (Team India)। ইংল্যান্ড সফরে বেন স্টোকসদের বিরুদ্ধে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে আশার আলো দেখালেও, ঘরের মাঠে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের তিনটেই হেরে গিয়ে সমস্যায় পড়তে হয় ভারতকে।
একেই বলে গাঁয়ে মানে না আপনি মোড়ল। পাকিস্তানের দশাও হয়েছে তাই। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর বিতর্কে এবার অযাচিতভাবে ঢুকে পড়ল পাকিস্তান। তারা জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কা আয়োজন করতে না চায় তাহলে তারা আয়োজন করে দেবে।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ (১১ জানুয়ারী) ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে খেলা হচ্ছে। নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সামনে ৩০১ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড।
Arshdeep Singh Dropped Controversy: হর্ষিত রানা দক্ষিণ আফ্রিকা ওডিআই-তে ৪ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৬.৩৯। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ৭ উইকেট পেলেও রান খরচ করেছেন বেশি। ইকোনমি ৭.৮০। অথচ অর্শদীপ শুধু আন্তর্জাতিক নয়, বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ছন্দে ছিলেন। সিকিমের বিরুদ্ধে পেয়েছিলেন পাঁচ উইকেট। ফলে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেই সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তবে সেই ম্যাচের আগে বড় সমস্যায় টিম ইন্ডিয়া। কারণ তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তবে শুধু ঋষভ নয়, বাদ যেতে পারেন আরও কয়েকজন তারকা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না উইকেট রক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। আজ রবিবার থেকে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলবে ভারত। তিন ম্যাচের সিরিজ হবে। তার আগে চোট পেয়ে দল থেকে বাইরে চলে গেলেন পন্ত।
আবারও পাত্তা পেল না বাংলাদেশ। আইসিসি-র কাছে লেখা চিঠির উত্তর এখনও পেল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল বিসিবি। তবে সেই চিঠির কোনও উত্তর দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
Rohit-Virat-Gill: সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য করে টিম ম্যানেজমেন্ট এবং দুই সিনিয়রের মধ্যে নাকি মতবিরোধ তৈরি হয়েছে। গিল তখন দলের পরিবেশ কেমন থাকে তা নিয়ে মুখ খুললেন।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমন গিলের। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ক্যাপ্টেন তিনিই। বরোদায় প্রথম ম্যাচের আগে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল তাঁর টি২০ দলে জায়গা না পাওয়া নিয়ে। স্ট্রেট ব্যাটেই সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। এবং বুঝিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালেন, মানসিক ভাবেও নির্বাচকদের সিদ্ধান্ত প্রভাব ফেলেনি।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত BCB পরিচালক এম নাজমুল ইসলামের তীব্র সমালোচনা করেছেন, প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতের এজেন্ট' মন্তব্য করার জন্য। পাশাপাশি জানান, BCCI-এর সঙ্গে টানাপোড়েনের জেরে বাংলাদেশের ক্রিকেটাররা প্রবল মানসিক চাপে রয়েছে।