বুধবার রাজকোটে বিজয় হজারে ট্রফির ম্যাচে হায়দরাবাদের হয়ে খেলতে নেমেছিলেন তিলক। মাঝপথে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পরীক্ষা করে জানা যায়, টেস্টিকুলার টর্শন হয়েছে।
৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু। ফিক্সচার অনুযায়ী বাংলাদেশকে তিনটি ম্যাচ খেলতে হবে কলকাতায়, একটি মুম্বইয়ে। কিন্তু বিসিবি এখনও ভারত সফরের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে রিলিজ করে নেওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে।
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে। যা টি২০ বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছে টিম ইন্ডিয়ার সমর্থকদের। এলিট গ্রুপ বি-এর ফাইনাল ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নেমে পান্ডিয়া মাত্র ৩১ বলে ৭৫ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পান্ডিয়া এর আগে তার প্রথম বিজয় হাজারে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।
ভারতীয়দের স্পোর্টসম্যান স্পিরিট নেই। এমন কথাই বলে দিলেন, পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি মাঠেই ভারতকে জবাব দেবেন বলেও জানিয়ে দিয়েছেন। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাক ফাস্ট বোলার। অনেকেই বলছেন, ‘আপনার মুখে এই কথা মানায় না।’ আর একজন মজা করে বলেছেন, ‘চলো মাঠেই দেখা যাক।’
আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে নিরাপত্তার ইস্যুতে এই সিদ্ধান্তের কথা জানালেও, পরে সরকারি ভাবে বিসিবি জানিয়ে দেয়, মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এ খেলতে না দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। তবে কারণ যাই হোক, নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ। এমনটা সত্যি হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন বিপদে পড়বে তেমনই ক্ষতি হবে বিসিসিআই-এরও।
বাংলাদেশের এহেন দম্ভকে চূর্ণ করতে একটু অতীতে ফেরা যাক। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপ তখন সদ্য খেলেছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেট বিশ্বের কুলীন সমাজে ঠাঁই হয়নি। কুলীন সমাজ বলতে, টেস্ট ম্যাচ।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে কি ছিটকে গেলেন তিলক ভর্মা? তাঁর চোট দেখে অন্তত সেরকমই মনে করা হচ্ছে। বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে তলপেটে মারাত্মক চোট লাগে তাঁর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরপর তিলকের সফল অস্ত্রোপচার হয় এবং এখন সে ভালো আছে
আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসতে চায় না বাংলাদেশ। এনিয়ে তাদের অনুরোধ খারিজ করে দিয়েছে আইসিসি। তবে আরও একবার এই অনুরোধ করতে চলেছে বিসিবি। সে দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,'ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও আপোস করব না। শ্রীলঙ্কায় খেলতে চাই। আশা করি আইসিসিকে বোঝাতে সক্ষম হবে'।
ICC T-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে। বাংলাদেশের দাবি মতো তাদের ভেন্যু পরিবর্তন করা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল ICC। এদিকে বাংলাদেশও নিজেদের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসেনি।
দেশের ক্রিকেটে সম্ভাব্য বিপদ আঁচ পেয়ে এখন বিসিবি-র দাবি, ICC-র সঙ্গেই তারা কাজ করবে। যার নির্যাস, সব আপত্তি খারিজ করে ঘাড় ধরে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলাচ্ছে ICC। হাওয়া বুঝে সব মেনে নিল বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বের করে দেওয়া হয়েছে ভারতের স্পোর্টস প্রেজেন্টার ঋধিমা পাঠককে? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জল্পনা শুরু হতেই এবার মুখ খুললেন খোজ ঋধিমা। জানালেন সত্যিটা...