BCCI Central Contract: A+ ক্যাটাগরি থেকে বাদ রোহিত-কোহলি? বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় প্রশ্ন

ভারতীয় ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন—রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা কি এবারও এ+ ক্যাটাগরিতে থাকবেন? কারণ, এই তিনজনই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যা তাদের চুক্তির স্তরে বড়সড় পরিবর্তন আনতে পারে।

Advertisement
A+ ক্যাটাগরি থেকে বাদ পড়ছেন রোহিত-কোহলি? বিসিসিআই-এর চুক্তি নিয়ে প্রশ্নরোহিত ও কোহলি, কোন ক্যাটেগরিতে থাকবেন?

নয়াদিল্লি: বিসিসিআই শীঘ্রই পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন—রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা কি এবারও এ+ ক্যাটাগরিতে থাকবেন? কারণ, এই তিনজনই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যা তাদের চুক্তির স্তরে বড়সড় পরিবর্তন আনতে পারে।

এ+ ক্যাটাগরির ভবিষ্যৎ অনিশ্চিত?

বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে চারটি ক্যাটাগরি থাকে—এ+, এ, বি এবং সি।

এ+ ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে ৭ কোটি টাকা পান।

এ ক্যাটাগরির খেলোয়াড়রা পান ৫ কোটি টাকা।

বি ও সি গ্রেডের খেলোয়াড়রা যথাক্রমে ৩ ও ১ কোটি টাকা পান।

গতবার রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ ছিলেন এ+ ক্যাটাগরিতে। কিন্তু টি-টোয়েন্টি থেকে অবসরের ফলে রোহিত, কোহলি ও জাদেজা এখন শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে খেলছেন। অন্যদিকে, বুমরাহই একমাত্র তিন ফরম্যাটের খেলোয়াড়, যিনি ভবিষ্যতে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন।

নিয়ম অনুযায়ী, শুধুমাত্র তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদেরই এ+ ক্যাটাগরিতে রাখা হয়। ফলে রোহিত, কোহলি ও জাদেজাকে এ ক্যাটাগরিতে নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে, যা তাদের বছরে ২ কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। তবে, বিসিসিআই-এর একটি প্রভাবশালী অংশ মনে করে যে, এই কিংবদন্তি ক্রিকেটারদের প্রতি সম্মান জানিয়ে তাদের এ+ ক্যাটাগরিতে রাখা উচিত।

কোন কোন খেলোয়াড়ের পদোন্নতি হতে পারে?
অক্ষর প্যাটেল, যিনি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক ছিলেন, তাকে বি থেকে এ ক্যাটাগরিতে তোলা হতে পারে। শ্রেয়স আইয়ার, যিনি গতবার বাদ পড়েছিলেন, এবার নিশ্চিতভাবেই কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন। তরুণ যশস্বী জয়সওয়াল, যিনি দুর্দান্ত ফর্মে আছেন, তার গ্রেড-বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।

বঙ্গের পেসার আকাশ দীপ ও তরুণ প্রতিভা সরফরাজ খান, যারা যথাক্রমে ৭ ও ৩টি টেস্ট খেলেছেন, তাদের সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রশ্ন রয়েছে ইশান কিসানকে নিয়ে। তিনি বাদ পড়েছিলেন গত বছর, এবার ফেরেন কি না তাও দেখার।

Advertisement

কাদের বাদ পড়ার সম্ভাবনা?
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই তিনি তালিকায় থাকছেন না। শার্দুল ঠাকুর ও ঋতুরাজ গায়কওয়াড় কেন্দ্রীয় চুক্তির জন্য প্রয়োজনীয় ম্যাচ খেলেননি, ফলে তারা বাদ পড়তে পারেন। বিসিসিআই-এর এই কেন্দ্রীয় চুক্তির তালিকা শুধু আর্থিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং দল গঠনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকও নির্দেশ করে। তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞদের সম্মান জানানো হবে কি না, তা বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এখন দেখার বিষয়, ভারতীয় ক্রিকেটের এই বড় পরিবর্তন কাদের জন্য আশীর্বাদ আর কাদের জন্য হতাশা বয়ে আনে!

 

POST A COMMENT
Advertisement