কিছুদিনের মধ্যেই ভূত চতুরদর্শী (Bhoot Chaturdashi)। সাধারণ ভাবে খেলোয়াড়রা ভূতে ভয় পান এমনটা শোনা যায় না। তবে ভারতেরই কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা বিভিন্ন সময় ভূতের ভয় পেয়েছেন। যাদের মধ্যে অন্যতম ডাকাবুকো রিঙ্কু সিং (Rinku SIngh)। ঘটনাটা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শিবিরে থাকাকালীনই ঘটে। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন রিঙ্কু।
কী ঘটেছিল?
আসলে নীতীশ রানা, আন্দ্রে রাসেল, পীযুষ চাওলার স্ত্রীরা মিলে ভূতের ভয় দেখিয়েছিলেন রিঙ্কুকে। ২০১৯ সালের ঘটনা। সেই রাতের কথা বলতে গিয়ে এখনও ভয় কাঁপেন রিঙ্কু। বলেন, 'খুব ভয় পেয়েছিলাম সে দিন। কেউ কালো চাদর গায়ে দিয়ে, কেউ পরচুল পরে এসেছিল। তিন বৌদিকে ওই অবস্থায় দেখে সব ফেলে দৌড় দিয়েছিলাম। হাতে বোধহয় ঠান্ডা পানীয় ছিল। পরে অবশ্য মজাই হয়েছিল।’
তবে ভূতের ভয় ভালই পান রিঙ্কু। হোটেলের ঘরে একা থাকতেই পারেন না তিনি। সারা রাত ঘরের আলো জ্বালিয়ে রাখতে হয় তাঁকে। ভূতের ভয়ে ভোর তিনটের সময় ঘুমোতে যান তিনি। রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমন সব ঘটনার কথাই জানিয়েছিলেন রিঙ্কু।
হুমকি পেয়েছেন রিঙ্কু
এর মধ্যেই আবার ডি কোম্পানির হুমকির কল ও ইমেল পেয়েছেন রিঙ্কু। রিঙ্কু সিং-এর প্রমোশনাল টিমের কাছ থেকে গত বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনবার ৫ কোটি টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, একাধিকবার ভয় দেখানো হয়। ফোন কল ও ইমেলের মাধ্যমে। এমনকি টাকা না দিলে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে।
গ্রেফতার দুই অভিযুক্ত
তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে মোহাম্মদ দিলশাদ ও মহম্মদ নবীদ নামে দুই অভিযুক্তকে। তারা দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজে আত্মগোপন করে ছিলেন। সেখানকার পুলিশ তাদের ধরে ভারতের হাতে তুলে দেয় গত আগস্টে। মুম্বই পুলিশের সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় এক অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছেন। শুধু রিঙ্কু নয়, তাঁদের টার্গেটে আরও অনেকেই ছিলেন।