Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা খাওয়ার মুখে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক ও ফাস্ট বোলার প্যাট কামিন্স এখনও ফিট নন। দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আশঙ্কা প্রকাশ করেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কামিন্সকে নাও পাওয়া যেতে পারে। কারণ তার আগে কামিন্সের পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা কম।
কামিন্স যদি সময়মতো ফিট না হন, তাহলে স্টিভ স্মিথ বা ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারেন। পিঠের চোটে ভোগা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে জশ হেডেলউডও ফিট নন। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে না খেলা কামিন্সও গোড়ালির ইনজুরিতে ভুগছেন এবং এখনও অনুশীলন শুরু করেননি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন তাঁর গোড়ালির সমস্যা আরও বেড়ে গিয়েছিল।
ম্যাকডোনাল্ড বলেছেন, 'প্যাট কামিন্স কোনওভাবেই আবার বোলিং শুরু করতে পারেননি, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। এর মানে আমাদের একজন অধিনায়ক দরকার। আমরা যখন প্যাটের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আলোচনা করছিলাম, তখন স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডও ছিলেন, তাঁদের সঙ্গেও আমরা কথা বলছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কামিন্সের অনুপস্থিতিতে আমরা এই দুজনের ওপর নজর রাখছি।'
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার বর্তমান দল
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুশ্যাগনে, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা (দল এখনও ঠিক হয়নি)।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দলের মধ্যে মোট ১৫টি ম্যাচ হবে। দলগুলোকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-এ-তে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে বাকি দুই দল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। যেখানে গ্রুপ-বি-তে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডকে। ৮টি দলই নিজ নিজ গ্রুপে ৩ টি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ-২ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, দ্বিতীয়টি হবে লাহোরে। এরপর ফাইনাল ম্যাচ খেলা হবে। এমন অবস্থায় কোনও দল ফাইনালে উঠলে টুর্নামেন্টে মোট ৫টি ম্যাচ খেলবে।