আর্থিক অনিয়মের অভিযোগ, সাসপেন্ড CAB-র যুগ্মসচিব দেবব্রত দাস

আর্থিক অনিয়মের অভিযোগ। নিলম্বিত করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যুগ্মসচিব দেবব্রত দাসকে। শোকজ করা হয়েছিল আগেই। এ বার শাস্তি পেলেন সিএবি যুগ্মসচিব। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
আর্থিক অনিয়মের অভিযোগ, সাসপেন্ড CAB-র যুগ্মসচিব দেবব্রত দাসইডেন গার্ডেন

আর্থিক অনিয়মের অভিযোগ। নিলম্বিত করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যুগ্মসচিব দেবব্রত দাসকে। শোকজ করা হয়েছিল আগেই। এ বার শাস্তি পেলেন সিএবি যুগ্মসচিব। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা ক্রিকেটের ইতিহাসে এই প্রথম সচিব পদে থাকাকালীন কাউকে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সিএবি-অনুমোদিত ক্লাবে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। টাউন ক্লাবের খেলোয়াড়দের খাবারের বিল সই করে সিএবির ক্যান্টিনের খরচের মধ্যে দিয়ে চালিয়ে দিয়ে অর্থ অপব্যবহারে অভিযোগ উঠেছে। খেলোয়াড়দের টাউন ক্লাবের প্রতিনিধিত্ব করার জন্য চাপ সৃষ্টি করা, ভবিষ্যতে বাংলার দলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার মতো একগুচ্ছ অভিযোগ আছে তাঁর নামে।

শোকজের পর আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছিলেন দেবব্রত। অ্যাপেক্স কমিটি সেই সময় দেয়নি। বৃহস্পতিবার CAB জানিয়েছে, ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এই সময়ের মধ্যে তাঁকে CAB-র অন্য কোনও পদে রাখা যাবে না।

সূত্রের খবর, বৃহস্পতিবার সিএবি-তে যান দেবব্রত। এই সিদ্ধান্তের পর সেখান থেকে তিনি নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান তিনি। ২৩ অগাস্ট ফের বৈঠক হবে। সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
 

POST A COMMENT
Advertisement