আগামী বছর হাইব্রিড মডেলেই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার এই ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ফলে অন্য দেশে নিজেদের ম্যাচগুলি খেলবে টিম ইন্ডিয়া। যে দাবি বিসিসিআই করে আসছিল, তাতেই শিলমোহর পড়ল আইসিসি-র।
আইসিসি জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কোনও ম্যাচই পাকিস্তানে খেলবে না ভারতীয় দল। ভারতীয় দল ফাইনালে উঠলে ওই ম্যাচও পাকিস্তানে হবে না। সেক্ষেত্রে ফাইনাল হবে অন্য দেশে।
২০২৫ সাল থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসি টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে, তাও স্পষ্ট করে দিয়েছে আইসিসি। ২০২৫ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে দেওয়া হয়েছে। এর কারণ পাকিস্তানও ভারতে আইসিসি টুর্নামেন্ট বা অন্য কোনও ম্যাচ খেলতে অস্বীকার করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলি খেলবেন বাবর আজমরা।
আইসিসি স্পষ্ট করে দিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্টগুলি হতে চলেছে হাইব্রিড মডেলেই। মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৮-এর আয়োজক পাকিস্তান। এতেও প্রযোজ্য হবে হাইব্রিড মডেল। ২০২৯-৩১ সালের মধ্যে অস্ট্রেলিয়াতেও একটি মহিলাদের টুর্নামেন্ট হওয়ার কথা।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান কোনও ক্ষতিপূরণ পাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে।
আইসিসির বৈঠকে কী কী সিদ্ধান্ত হল
- চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় দল তাদের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
- ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
- হাইব্রিড মডেল ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে ভারত ও পাকিস্তান আয়োজিত সমস্ত ICC টুর্নামেন্টে প্রযোজ্য হবে।
- পাকিস্তান দল ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ এবং ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না।
- পাকিস্তানও পুরস্কার পেয়েছে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮-এর আয়োজক দেশ তারা।