Harbhajan Singh- Sreesanth : 'আমার বাবাকে কেন চড় মেরেছ?' শ্রীশান্তের মেয়ে প্রশ্ন করেছিল হরভজনকে, কী উত্তর দিয়েছিলেন ভাজ্জি?

আইপিএল চলাকালীন বোলার এস শ্রীশান্তকে চড় মেরেছিলেন হরভজন সিং। তা নিয়ে তাঁকে কতটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেকথা জানালেন খোদ হরভজন। জানান, শ্রীশান্তের মেয়ে তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছিল।

Advertisement
'আমার বাবাকে কেন চড় মেরেছ?' শ্রীশান্তের মেয়ে প্রশ্ন করেছিল হরভজনকে, কী উত্তর দিয়েছিলেন ভাজ্জি? Harbhajan Singh,S. Sreesanth
হাইলাইটস
  • আইপিএল চলাকালীন বোলার এস শ্রীশান্তকে চড় মেরেছিলেন হরভজন সিং
  • তা নিয়ে তাঁকে কতটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেকথা জানালেন খোদ হরভজন

আইপিএল চলাকালীন বোলার এস শ্রীশান্তকে চড় মেরেছিলেন হরভজন সিং। তা নিয়ে তাঁকে কতটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেকথা জানালেন খোদ হরভজন। জানান, শ্রীশান্তের মেয়ে তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছিল। এতে তিনি লজ্জায় পড়ে গিয়েছিলেন। 

২০০৮ সালের আইপিএল। কিংস ইলেভেন পঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ চলছিল। সেই ম্যাচেই শ্রীশান্তকে চড় মারেন ভারতীয় দলের স্পিনার। ঘটনায় হইচই পড়ে যায়। সমালোচনার মুখে পড়তে হয় হরভজনকে। তবে সেই ঘটনা নিয়ে একাধিকবার ক্ষমা চেয়েছেন তিনি। বারবার জানিয়েছেন, তাঁর জীবন থেকে সেই অধ্যায়টা যেন বাদ পড়ে। তিনি এটা কোনওবাবেই মনে রাখতে চান না। 

সম্প্রতি একটা ইন্টারভিউতে ভাজ্জি বলেন, 'আমার ক্ষমতা থাকলে শ্রীশান্ত অধ্যায় জীবন থেকে বাদ দিতাম। আমি ওটা একদম নিতে পারি না। ওই একটা ঘটনা ভুলতে চাই। আমি সেদিন যা করেছিলাম তা ঠিক নয়। একদমই করা উচিত হয়নি। আমি ২০০ বার ক্ষমা চেয়েছি। প্রয়োজনে ফের চাইব। আমি যখনই সুযোগ পেয়েছি ভুল স্বীকার করে নিয়েছি।' 

এরপরই হরভজন জানান, শ্রীশান্তের মেয়ের মুখোমুখি হয়ে তাঁকে কেমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তাঁর কথায়, 'ঘটনার অনেক বছর পর শ্রীশান্তের মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বুঝতে পারিনি কী হতে চলেছে। কতটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে চলেছি। ওর মেয়ে আমাকে বলে, সে আমার সঙ্গে কথা বলতে চায় না। কারণ আমি ওর বাবাকে মেরেছি। তখন যেন মনে হচ্ছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার চোখ জলে ভিজে এসেছিল। নিজেকে প্রশ্ন করেছিলাম, কী খারপ ভাবমূর্তি তৈরি করেছি। শ্রীশান্তের মেয়ে আমাকে কতটা নিচু নজরে দেখে, সেদিন অনুধাবন করতে পারি। আমি আজও ওই বাচ্চাটার কাছে ক্ষমা চাই মনে মনে।' 

যদিও এই ঘটনার পর হরভজন ও শ্রীশান্তের মধ্যে সাময়িকভাবে সম্পর্কে ফাটল ধরলেও পরে তা ঠিক হয়ে যায়। এখন তাঁরা বন্ধু। নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে। তবে হরভজন সেই স্মৃতি ভুলতে পারেননি। 

Advertisement

শ্রীশান্ত ও হরভজনের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল তা যদিও আজও পরিষ্কার নয়। দুজনের কেউই এই নিয়ে মন্তব্য করেননি কোনওদিন। তবে শোনা যায়, শ্রীশান্ত এমন কোনও মন্তব্য করেছিলেন যা ভালোলাগেনি হরভজনের। তারপরই তিনি চড় কষিয়ে দেন। এতে মাঠের মধ্যেই কাঁদতে শুরু করে দেন শ্রীশান্ত। এরপর হরভজনকে আইপিএলের বাকি মরসুমের জন্য বরখাস্ত করা হয়েছিল। 
 

POST A COMMENT
Advertisement