India vs England 3rd Test: টিম ইন্ডিয়া মজবুত পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লিডস টেস্ট হেরে গিয়েছিল। এরপরে এজবাস্টনে শুভমান গিল এবং তার টিম নিজেদের ভুলগুলি শুধরে নিয়ে ইংল্যান্ডকে একেবারে লেজে গোবরে করে হারিয়েছে। আপাতত সিরিজের ফল ১-১ বাকি রয়েছে আরও তিনটি টেস্ট।
ইংল্যান্ড নিজের আক্রমণাত্মক বাজবল নীতিতে খেলা চালিয়ে যাওয়ার কারণে ফ্ল্যাট উইকেটের উপরেই জোর দিচ্ছে। কিন্তু ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে এর মিশ্র ফল মিলেছে। প্রথম টেস্টে হারলেও ভারতীয় ব্যাটাররা দুটি টেস্টে পাহাড় প্রমান রান তুলে ফেলেছেন। এখন লর্ডস টেস্টের জন্য কি হয় সেই দিকে সবার নজর। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সিরিজের ফলাফল অনেকটাই নির্ভর করবে।
ইংল্যান্ড টিম ঘরোয়া ময়দানে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে থাকে প্রথমে। প্রথম দুটি টেস্টে আমরা তাই দেখেছি। ইংল্যান্ড ভেবেছে চেজ করে তারা জিতে নেবে। কিন্তু ভারতের বিরুদ্ধে এজবাস্টনে সেই নীতি কাজে লাগেনি। ৬০০র বেশি রান তারা করতে গিয়ে ৩০০-র আগেই মুখ থুবড়ে পড়েছে। তারা এবার লর্ডসে সেই রণনীতি তারা বদলায় কি না সেটা দেখতে হবে।
ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ওপেনার মার্ক বুচার জানিয়েছেন যে ফ্ল্যাট পিচে ইংল্যান্ডের বাজবল থিওরি খুব ভালো ম্যাচ করে। কিন্তু তাদের বোলিং কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। যা ভারতের বিরুদ্ধে দুটি টেস্টেই দেখা গিয়েছে।
তিনি পিটিআইকে বলেন, আমার মনে হয় ইংল্যান্ড টিম এজবাস্টনে আরও ভালো পেস বোলিং দেখতে চেয়েছিল। লিডসের পিছে তারা সঠিক কাজ করতে পারলেও এজবাস্টনে পারেনি। বুচার জানিয়েছেন যে যদি আপনি সবসময়ই নিজের মন মতো জিনিস না পান এবং আপনা যদি এমন পিচ চান যে তা খারাপ হবে না পাঁচ দিন পর্যন্ত, তাহলে হতে পারে আপনি ফ্ল্যাট পিচ পাবেন। এই পরিস্থিতিতে আপনাকে স্ট্র্যাটেজি বদলে নিতে হবে। সব সময় শেষে ব্যাট করে আপনি জিততে পারবেন না। আপনাকে অন্য কিছু ভাবতে হবে। নতুন স্পিনারদের ক্ষেত্রে ফ্ল্যাক পিচ ধরে বল করা সহজ নয়।
লর্ডসে যদি এই রকমই পরিস্থিতি থাকে এবং রোদ ওঠে তাহলে হয়তো ইংল্যান্ড টসে জিতলে প্রথমে ব্যাট করতে চাইবে। পিচের সঙ্গে ডিউক বল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যখন বল একটু পুরনো হয়ে যাচ্ছে তখন নরম হয়ে যাচ্ছে এবং তখন বোলারদের জন্য কোনও সাহায্য থাকছে না। প্রথম দুই টেস্টে ভারত যত রান করেছে তা দেখে ভারতের এই ধরনের পিচে কোনও রকম সমস্যা হচ্ছে না বলাই যায়।