
প্রথম টেস্টে খেলেননি। দ্বিতীয় টেস্টে দলে ফিরলেও নেমেছেন ছয় নম্বরে। কেএল রাহুলকে (KL Rahul) ছেড়ে দিয়েছেন ওপেনিং-এর জায়গা। ছয় নম্বরে ব্যাট করতে নেমেও ব্যর্থই হন ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তৃতীয় টেস্টেও অবস্থার বদল হয়নি। একই ভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন। চতুর্থ টেস্টে ওপেনে ফিরেও তাঁর ব্যাট থেকে এল মাত্র ৩ রান। এতেই ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। তাদের বক্তব্য, এবার রোহিত অবসর নিয়ে নিন।
কী কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড়?
সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসে মাত্র ২২ রান করতে পেরেছেন ভারতীয় অধিনায়ক। চার ইনিংসে তাঁর স্কোর ৩, ৬, ১০ এবং ৩। মেলবোর্ন
টেস্টে প্যাট কামিন্সের যে বলে রোহিত আউট হলেন, সেই বলে পুল শট খেলতে গিয়েছিলেন রোহিত। তাঁর শটে দৃঢ়তার অভাব ছিল, যার ফলে ক্যাচ চলে যায় স্কট বোল্যান্ডের হাতে।
ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন
কী কারণে দলে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)? কেন চতুর্থ টেস্টে বাদ পড়তে হল শুভমন গিলকে (Shubman Gill)? কেনই বা স্পিনারদের দিয়ে প্রথম ইনিংসে বেশি বল করালেন না রোহিত? এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে রোহিতকে নিয়ে। মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে ২৩ ওভার বল করে ১২২ রান দিলেও কোনও উইকেট পাননি। ওয়াশিংটন সুন্দর মাত্র ১৫ ওভার বল করলেন। এর মধ্যেই তিনি ১ উইকেট পেয়েছেন। ইকোনমি রেট স্পিন পার্টনার রবীন্দ্র জাদেজার থেকেও কম (৩.২৬)। গিলকে সুযোগ না দিলেও, দলে আছেন নীতিশ রেড্ডি। অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেও তাঁকে দিয়ে মাত্র ৭ ওভার বল করিয়েছেন রোহিত।
প্রতিক্রিয়া দিয়েছেন রবি শাস্ত্রীও
রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করে শুক্রবার রবি শাস্ত্রী বলেন, 'ভারতীয় দলের কোনও পরিকল্পনা কাজ করছে না। অস্ট্রেলিয়া একটি পরিকল্পনা নিয়ে এসেছিল চেষ্টা করেছে প্রথম ৪৫ মিনিটে কোনও উইকেট না হারাতে। পাশাপাশি রান করতে চেয়েছে। তাদের রান ছিল ৬ উইকেটে ৩১১। তাদের প্রথম লক্ষ্য ছিল ৩৫০। কিন্তু, যে হারে তারা রান করেছে, তাতে তাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে।'
২০২৪ সালে টেস্ট ক্রিকেটে রোহিতের ব্যাট হাতে পরিসংখ্যান খুব একটা ভাল না। টেস্ট ক্রিকেটে তাঁর শেষ ১৪ ইনিংসে তিনি মাত্র একটি পঞ্চাশের বেশি রান করেছেন।