Gautam Gambhir: মায়ের হার্ট অ্যাটাক, দেশে ফিরলেন কোচ গৌতম গম্ভীর

টি২০ বিশ্বকাপ এবং একদিনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু টেস্টে দলের হতশ্রী পারফরম্যান্স। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম, তারপর অস্ট্রেলিয়ায় সিরিজ হার- সবমিলিয়ে টেস্টে ভারতীয় দল ভালো জায়গায় যে নেই, তা বলাই বাহুল্য।

Advertisement
মায়ের হার্ট অ্যাটাক, দেশে ফিরলেন কোচ গৌতম গম্ভীর
হাইলাইটস
  • আগামী ২০ জুন শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
  • নতুন অধিনায়কের নেতৃত্ব টেস্টে নামবে ভারতীয় দল।

হৃদরোগে আক্রান্ত গৌতম গম্ভীরের মা। মায়ের অসুস্থতার খবর পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। গত ১১ জুন তাঁর মায়ের হার্টঅ্যাটাক হয়। ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।        

আগামী ২০ জুন শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। নতুন অধিনায়কের নেতৃত্বে টেস্টে নামবে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ডে প্রস্তুতি সারছে। এদিকে, মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরলেন কোচ গম্ভীর। তবে তিনি আবার ইংল্যান্ড ফিরে যাবেন। প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। ১৭ জুন তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।     

টি২০ বিশ্বকাপ এবং একদিনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু টেস্টে দলের হতশ্রী পারফরম্যান্স। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম, তারপর অস্ট্রেলিয়ায় সিরিজ হার- সবমিলিয়ে টেস্টে ভারতীয় দল ভালো জায়গায় যে নেই, তা বলাই বাহুল্য। ফলে ইংল্যান্ডে কঠিন পরীক্ষাতেই বসতে হবে গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলকে। ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হন। তার আগে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছে দল। ২০১৮ সালের ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন  গৌতম গম্ভীর। ভারতের হয়ে তার শেষ টেস্ট খেলেন ২০১৬ সালে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫৮টি টেস্ট ম্যাচে করেছেন ৪১৫৪ রান। ৯টি সেঞ্চুরি। আইপিএলে কলকাতার দায়িত্ব নিয়েই চ্যাম্পিয়ন করেন। ভারতীয় দলের দায়িত্ব পেয়ে এখনও পর্যন্ত টেস্টে কামাল করতে পারেনি গম্ভীর। সুতরাং, ইংল্যান্ডের আবহাওয়া দলকে জেতানো এখন গম্ভীরের কাছে বেশ চ্যালেঞ্জিং কাজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল-

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি, করুণ নায়ার, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব।

Advertisement

POST A COMMENT
Advertisement