পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা। তবে এই ম্য়াচের বিরুদ্ধে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। ক্রিকেট কখনও দেশের ঊর্ধ্বে হতে পারে না, মত ভাজ্জির।
সব কিছু ঠিক থাকলে ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে দুবাইয়ে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। এরপর সুপার ফোর এবং ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের। তবে হরভজনের মতে, টুর্নামেন্ট হওয়া উচিত নয়। সিং মনে করেন, যখন সীমান্তের জওয়ানরা দেশকে রক্ষা করার জন্য তাঁদের জীবনের ঝুঁকি নিচ্ছেন, তখন পাকিস্তানের সঙ্গে মাঠে নেমে খেলার সিদ্ধান্ত ভুল। তিনি জোর দিয়ে বলেন, যে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত।
সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে হরভজন বলেন,'কর্তৃপক্ষকে বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। আমার কাছে, সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই জওয়ানের জীবন অনেক বেশি মূল্যবান যে পরিবার থেকে দূরে থাকেন। তাঁকে নিজের জীবন উৎসর্গ করতেও হয়। সেগুলো মাথায় রাখতে হবে। জওয়ানদের ত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। সেই তুলনায় দেখতে গেলে ক্রিকেট তো অনেক ছোটো বিষয়। দেশের স্বার্থে আমরা একটি ম্যাচ খেলা থেকে নিজেদের বিরত রাখতে পারি না?'
হরভজনের আরও দাবি, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারত সরকারের অবস্থান খুব স্পষ্ট। সেক্ষেত্রে কেন এশিয়া কাপে অংশগ্রহণ না করার মতো সিদ্ধান্ত নিতে পারা গেল না! তিনি আরও যোগ করে বলেন, 'আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। সীমান্তে লড়াই হবে, দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে আর আমরা ক্রিকেট খেলতে যাব, এমনটা হতে পারে না। যতক্ষণ না এই বড় সমস্যাগুলির সমাধান হয়, ক্রিকেট খুবই ছোটো বিষয়। জাতি, দেশের স্বার্থ সব সময় আগে।'
গত ৩১ জুলাই এজবাস্টনে পাকিস্তানের সঙ্গে বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে রাজি হয়নি ভারত। নিজেদের টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন শিখর, যুবরাজরা। তারই সূত্র ধরে হরভজন মনে করেন, এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে না খেলা উচিত ভারতের।
তাঁর আরও সংযোজন, 'আমাদের পরিচিতি দেশের কারণে। একজন খেলোয়াড়, অভিনেতা, অথবা অন্য যে কেউ হোন না কেন, জাতি, দেশের চেয়ে কেউ বড় নয়। দেশ সবার আগে। তাই দেশের প্রতি আমাদের যে কর্তব্য তা অবশ্যই পালন করতে হবে।'