
Hardik Pandya Record: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় আয়োজিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম পেস বোলার, যিনি একসঙ্গে ১০০০-এর বেশি রান ও ১০০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির গড়েছিলেন শুধুমাত্র স্পিন অলরাউন্ডাররা। বাংলাদেশের শাকিব আল হাসান, আফগানিস্তানের মহম্মদ নবী এবং জিম্বাবোয়ের সিকন্দর রাজা ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন। সেই তালিকায় চতুর্থ নাম হিসেবে ঢুকলেন হার্দিক পান্ডিয়া। তবে দ্রুতগতির বোলার হিসেবে এই কীর্তি একমাত্র তাঁরই।
একই সঙ্গে হার্দিক পাণ্ড্য ভারতের হয়ে ১০০টি টি-টোয়েন্টি উইকেট নেওয়া তৃতীয় বোলার হলেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন অর্শদীপ সিং (১১২ উইকেট) এবং জসপ্রীত বুমরাহ (১০১ উইকেট)। ব্যাট ও বল, দু’দিকেই দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন হার্দিক।
ব্যাট হাতেও নজির গড়েছেন এই অলরাউন্ডার। সিরিজের প্রথম ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ১০০তম ছয় মারেন তিনি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন রোহিত শর্মা (২০৫টি ছয়), সূর্যকুমার যাদব (১৫৫) ও বিরাট কোহলি (১২৪)। মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছেন কেএল রাহুল, তাঁর ঝুলিতে রয়েছে ৯৯টি ছয়।
নিচের দিকে ব্যাট হাতে ঝড় তোলা হোক বা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়া। সব মিলিয়ে হার্দিক পাণ্ড্যের অলরাউন্ড পারফরম্যান্স ভারতীয় টি-টোয়েন্টি দলে তাঁর গুরুত্ব আরও একবার প্রমাণ করল।