ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে পৌঁছতেই রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ গৌতম গম্ভীর। যে রোহিতের ফর্ম নিয়ে সরব হয়েছিলেন গম্ভীর, তিনিই এখন রোহিতের অধিনায়কত্বে মুগ্ধ। এমনকী খারাপ ফর্মে সমালোচনার আবহে হিটম্যান-এর পাশেই দাঁড়ালেন গৌতম গম্ভীর।
মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ভারত। বিরাট কোহলির অনবদ্য ৮৪ রানেই ভারতের জয় এসেছে। এদিন জয়ের পরেই সাংবাদিক সম্মেলনে যোগ দেন খোদ হেডকোচ গম্ভীর। কিছু প্রশ্নে রেগে গেলেন। কোহলি, কেএল রাহুলদের পাশেও দাঁড়ালেন।
'লোকে কে কী বলল, তাতে কিছু যায় আসে না'
দল নির্বাচন নিয়ে প্রশ্নে যেমন মেজাজ হারালেন গম্ভীর। বললেন, 'কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাজ ১৪০ কোটি ভারতবাসী ও আমার প্লেয়ারদের ড্রেসিং রুমের কাছে অনুগত থাকা। আমার শুধু একটাই চিন্তা, আমি আমার চাকরির প্রতি কতটা অনুগত। আমার তাতেই শান্তি।'
'অক্ষরকে আমরা ৫ নম্বরেই নামাব'
অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামানো হচ্ছে। তারপর কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়াররা নামছেন। অক্ষর সেমি ফাইনালে ২৭ রান করেছেন। গম্ভীরের বক্তব্য, 'আমি আগেও বলেছি, লোকে কী বলল, আমার কিছু আসে যায় না। আমি জানি অক্ষর কোয়ালিটি প্লেয়ার। ক্রিকেট এই ভাবেই খেলা হয়, আমরা এই ভাবেই খেলব।'
রোহিতেই ভরসা গম্ভীরের
রোহিতের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন ওঠে সাংবাদিক বৈঠকে। তিন ম্যাচে রোহিতের রান মোট ৮৪। সে ক্ষেত্রে রোহিত শর্মার অধিনায়কত্বের তারিফ করলেন গম্ভীর। বললেন, 'সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে। তার আগে কী উত্তর দেব। তবু আপনাকে বলে রাখি, আপনাদের টিমের অধিনায়ক যদি এরকম মানসিকতা নিয়ে ব্যাটিং করত, ড্রেসিংরুমের কাছে একটা ভালো বার্তা পৌঁছত। তফাত কী বলুন তো? আপনার পরিসংখ্যান দেখে বিচার করেন। আমরা ইমপ্যাক্ট দেখি। আপনারা সাংবাদিক-বিশেষজ্ঞরা ক্রিকেটারের গড় দেখেন। আমারা কোচ হিসেবে, টিমে হিসেবে সেটা করি না। যে মডেলের ক্রিকেট খেলতে চাইছি, সেখানে যদি অধিনায়ক সবার আগে এসে বলে সে একই মডেলের ক্রিকেট খেলতে তৈরি, সেটা টিমের জন্য কতটা ভালো আশা করি বুঝতে পারছেন।'