scorecardresearch
 

ICC World Cup 2023 Angelo Matthews Timed Out: ম্যাথিউজের আউট অনৈতিক? '২ মিনিটের মধ্যে ক্রিজেই আসেননি,' বলছেন আম্পায়ার

অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট নিয়ে বিতর্ক চলছেই। সোমবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং-এর সময় ঘটে এই ঘটনা। সামারাবিক্রমা আউট হওয়ার ২ মিনিটের মধ্যে গার্ড নিতে না পারায় আউট হতে হয় শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

Advertisement
ম্যাথিউজের সেই বিতর্কিত আউট ম্যাথিউজের সেই বিতর্কিত আউট

অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট নিয়ে বিতর্ক চলছেই। সোমবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং-এর সময় ঘটে এই ঘটনা। সামারাবিক্রমা আউট হওয়ার ২ মিনিটের মধ্যে গার্ড নিতে না পারায় আউট হতে হয় শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

ঘটনাটা কী ঘটেছিল?
ওয়ান ডে ক্রিকেটে উইকেট পড়ার দুই মিনিটের মধ্যে পরের ব্যাটারকে স্টান্স নিতে হয়। এই আউট প্রসঙ্গে ম্যাচের পর মুখ খুলেছেন এই ম্যাচের চতুর্থ আম্পায়ার। আইসিসি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রিলিজও করেছে। সেখানে অ্যাডিরিয়ান হোলস্টক বলেন, 'ম্যাথিউস দুই মিনিটের মধ্যে মাঠেই আসেননি।' নিয়ম বিশ্লেষণ করে তিনি জানান, 'কোনও ব্যাটার আউট হলে, বা রিটার্ড হার্ট হলে পরের ব্যাটার বা সাবস্টিউট ব্যাটারকে ক্রিজে আসতে হয় দুই মিনিটের মধ্যে। শুধু তাই নয়, বল ফেস করার জন্যও তৈরি থাকতে হয় এই দুই মিনিটের মধ্যেই। কত সময় ব্যাটারের লাগছে তা দেখার দায়িত্ব থাকে তৃতীয় আম্পায়ারের। তিনিই ফিল্ডে থাকা আম্পায়ারদের সঙ্গে কথা বলেন।'

ম্যাথিউজের ক্ষেত্রে কী হয়েছিল?
চতুর্থ আম্পায়ার জানান,  'এক্ষেত্রে, ব্যাটার এই দুই মিনিটের মধ্যে বল ফেস করার জন্য তৈরি হতে পারেননি। শুধু তাই নয়, হেলমেটের স্ট্র্যাপ নিয়ে সমস্যা হওয়ার আগেই নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গিয়েছিল।' এখন প্রশ্ন হল এই আউটের আপিল কে করলেন? হোলস্টক বলেন, 'নিয়ম হল, এক্ষেত্রে ফিল্ডিং ক্যাপ্টেন আপিল করেন। তিনি ফিল্ড আম্পায়ার এরাসমাসের কাছে গিয়ে টাইমড আউটের আবেদন করেন।' তিনি আরও জানিয়েছেন, ম্যাথিউজের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার পরেই শাকিবরা আবেদন করেছিলেন আউটের।

Advertisement

এই ধরনের আউট যে কোনও ধরনের ক্রিকেটে বেশ বিরল। আন্তর্জাতিক ক্রিকেটে তো এটা প্রথমবার হল। ঘরোয়া ক্রিকেটে এর আগে মাত্র ছয়বার এমন আউট দিতে দেখা গিয়েছে আম্পায়ারদের। হোলস্টক সে কারণে সমস্ত দলকেই পরামর্শ দিয়েছেন, সমস্ত দলেরই উচিত আগে থেকে সমস্ত কিট দেখেশুনে রাখা যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।           

আরও পড়ুন

Advertisement