বিশ্বকাপ পুরোদমে শুরু হয়ে গেলেও, ইডেন গার্ডেন্সে এখনও একটাও ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২৮ অক্টোবর থেকে শুরু হবে ইডেনের ম্যাচ। তবে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা পাঁচটি ম্যাচের টিকিট নিয়ে সমস্যায় পড়ে গিয়েছেন সিএবি-র সদস্যরা। অনলাইনে টিকিট কাটতে পারছেন না সিএবি-র সদস্যেরা।
২৮ অক্টোবর শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে বাংলাদেশ। এরপরে ৩১ অক্টোবর ইডেনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ম্যাচ রয়েছে। ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এরপরে ১১ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ১৬ নভেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটিও হবে ইডেনে। তবে এখনও পর্যন্ত প্রথম তিনটি ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে। পূর্ণ সদস্য, অ্যাসোসিয়েট সদস্য এবং অনারারি সদস্যদের অনেকেই এখনও টিকিট পাননি। শুধু তাই নয়, টিকিট না পাওয়ায়, সোশ্যাল মিডিয়ায় তো বটেই, এমনকি ইডেনের বাইরেও বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে।
সিএবির পদাধিকারি ছাড়া কেউই ইডেনে প্রবেশ করতে পারছিলেন না। আপাতত তিনটি ম্যাচের টিকিট ছাড়া হয়েছে। ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ, ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ এবং ১১ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সিএবির ওয়েবসাইট খুলে সদস্যেরা টিকিট কাটতে গেলে সেটি তারা পাচ্ছে না।
২৩ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিট ছাড়া হবে। এমনটাই জানানো হয়েছে সিএবি-র পক্ষ থেকে। তবে তাতে বিক্ষোভ থামছে না। ম্যাচের দিন যত কাছে আসছে, ততই বাড়ছে টিকিটের চাহিদা। আর টিকিটের চাহিদা পূরণ না করতে পারলে যে সিএবি-র কর্তাদের সমালোচনার সম্মুখীন হতে হবে তা সকলেই জানেন। এখন উপায় বের করার কথা ভাবছে সিএবি। বিশ্বকাপ শুরু হয়ার সময় থেকেই টিকিট নিয়ে সঙ্কটের কথা জানিয়েছিল সিএবি। আর সেই সমস্যাই এবার প্রকট হচ্ছে।