
পাহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। এশিয়া কাপের পর, মেয়েদের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও দেখা গেল উত্তেজনা। পাক ক্যাপ্টেন ফতিমা সানা স্প্রে করলেন দীপ্তি শর্মা ও জেমাইমা রড্রিগেজের মুখের সামনে।
দেশবাসীদের ক্ষোভের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের মত এদিন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-ও পাক অধিনায়িকা ফতিমা সানা (Fatima Sana)র সঙ্গে মেলালেন না। এরপর প্রথমে ব্যাট করতে নেমেছে ভারতীয় মহিলা দল। এরই মধ্য়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ানে ঘটে গেল অদ্ভূত কাণ্ড। মাঠে পকেট থেকে কীটপতঙ্গের নাশকের স্প্রে বের করে ছিটতে থাকেন পাক অধিনায়িকা ফতিমা সানা। তাতেও কাজ না হওয়ায় কীটপতঙ্গের ভয়ে মাঠ ছাড়লেন ক্রিকেটাররা। বন্ধ করে দিতে হল খেলা। তখন ব্য়াট করছিলেন ভারতের মিডল অর্ডারের দুই ব্য়াটার জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা।
ব্যাপারটা আসলে কী?
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ চলাকালীন পিচে ঢুকে পড়ল বিশাল ঝাঁক কীটপতঙ্গ। পাকিস্তানি ফিল্ডাররা কীট-পতঙ্গের জ্বালাতনের কারণে খুবই বিরক্ত, অতিরিক্ত গরমের মধ্যে আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর পাক তরুণী ক্রিকেটার এয়ম্যান ফাতিমা পিচের বাইরে দৌড়ে যান এবং বাগ স্প্রে নিয়ে ফিরে এসে সেটি দলের অধিনায়িকার হাতে তুলে দেন।
পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা সেই স্প্রে হাতে নিয়ে পপিং ক্রিজ ও বোলারের রান-আপ এলাকা স্প্রে করতে থাকেন। পিচে স্প্রে করার সময় ঘন কুয়াশার মতো ধোঁয়া ছড়ায়, এরপরেই সতীর্থরা মুখ ঢেকে রাখেন। গ্যালারিতে বসে থাকা দর্শকরা প্রথমে কিছুই বুঝতে পারেননি। বুঝতে পারেননি পাক ক্যাপ্টেন আসলে কী করতে চাইছেন। খেলা কিছুক্ষণের জন্য থেমে যায়। মাঠ ছাড়েন ভারতের দুই ব্য়াটার-জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। এরপর মাঠে ঢুকে কীটনাশক স্প্রের ব্যবহার করতে থাকেন গ্রাউন্ডম্যানরা। পরে সবটা বুঝতে গ্যালারিতে অনেককে হাসতে দেখা যায়।
ভারতের বিরুদ্ধে ম্যাচ পাক অধিনায়িকার স্প্রে করছেন এমন ভিডিওটি ঝড়ের গতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কীটপতঙ্গের অত্যাচার মিনিট পাঁচেক খেলা বন্ধ করতে হয়। ধারাভাষ্যকাররা বলতে থাকেন, এমন ঘটনা তাঁরা আগে কোনওদিন দেখেননি।