
আবার চড়া মেজাজের জন্য ভাইরাল ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। আবার গৌতম গম্ভীরের ঝগড়া ভাইরাল। এবার অশান্তিতে জড়ালেন ওভালের প্রধান পিচ কিউরেটরের সঙ্গে। এই ওভালেই ইংল্যান্ড সফরের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ খেলবে ভারত। কিউরেটরকে চিত্কার করে গম্ভীর বললেন, আপনি এখানে স্রেফ একজন গ্রাউন্ডসম্যান। আর কিচ্ছু না।' ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই বলছেন, ইংল্যান্ডে খারাপ পারফর্ম্যান্সের জেরে গম্ভীর তীব্র নিন্দার মুখে পড়েছেন। তাই চাপে মেজাজ হারাচ্ছেন।
ক্ষিপ্ত হয়ে ওঠেন গম্ভীর
ঘটনাটি ঘটেছে নেট সেশনের সময়, যখন ভারতীয় বোলাররা তাঁদের রানআপ মার্ক করছিলেন। ঠিক সেই সময় কিউরেটর কিছু একটা বলেন গম্ভীরকে, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। টাইমস অফ ইন্ডিয়া-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গম্ভীর স্পষ্টভাবে বলেন, 'আমাকে কী করতে হবে, তোমাকে বলতে হবে না।' পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে ব্যাটিং কোচ সিতাংশু কোটক এগিয়ে আসেন এবং কিউরেটরকে একপাশে নিয়ে গিয়ে শান্তভাবে কথা বলেন। কিন্তু সেই সময়ও গম্ভীর কিছুটা দূর থেকে কিউরেটরের দিকে চিৎকার করেই চলছিলেন।
আরও পড়ুন: 'ওরা ক্রিকেট বোঝে না...' গিলের সমালোচকদের নিয়ে বিস্ফোরক গম্ভীর
আরও পড়ুন: 'I KILL YOU', ISIS- Kashmir-র হুমকি মেল পেলেন গৌতম গম্ভীর
কেন রেগে গেলেন গম্ভীর?
ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট নয়। কিন্তু যেভাবে গম্ভীর রেগে যান এবং যেভাবে একজন কিউরেটরের সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটি হয়, তা মোটেই দলের পক্ষে ভাল বার্তা নয়। বড় ম্যাচের ঠিক আগেই এমন অশান্তি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা। অতীতেও এরকম ভাবে মেজাজ হারাতে দেখা গিয়েছে গম্ভীরকে।
ঋষভ পন্তকে নিয়ে প্রশংসায় গম্ভীর
তবে গম্ভীর সম্প্রতি ঋষভ পন্তের সাহসী ইনিংসের প্রশংসা করেছিলেন। ম্যাঞ্চেস্টার টেস্টে চোট পেয়ে পায়ের আঙুল ফেটে গেলেও ব্যাট হাতে মাঠে নামেন পন্ত। সেই সাহসিকতাকে সম্মান জানিয়ে গম্ভীর বলেন, 'এই টেস্ট দলের ভিত রিশভ পন্ত তৈরি করেছে। আমি সাধারণত কারও একার কথা বলি না, কারণ এটা দলগত খেলা। কিন্তু তুমি শুধু এই ড্রেসিংরুমকে নয়, আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছ। যা তুমি করে দেখিয়েছ, তা দেশের গর্বের জায়গা হয়ে থাকবে।'
ওভালে ভারতের সাফল্য কতটা?
ভারত এখন পর্যন্ত ওভালে মোট ১৫টি টেস্ট খেলেছে। তার মধ্যে মাত্র দুটি টেস্ট জিতেছে। শেষবার এই মাঠে খেলেছিল ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ভারত হেরেছিল ২০৯ রানে। ভারত বর্তমানে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে পিছিয়ে। ফলে এই টেস্ট জেতা দলের কাছে অত্যন্ত জরুরি।