Asia Cup Final Controversy: এবার এশিয়া কাপ ফাইনালে PCB প্রধান নকভিকে 'বয়কট' অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের, Video

Asia Cup Final Controversy: ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে পাহাড়সম ৩৪৭ রান। ওপেনার সামির মিনহাসের ১৭২ রানের দুরন্ত ইনিংসই ম্যাচের রাশ ঘুরিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত। ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

Advertisement
এবার এশিয়া কাপ ফাইনালে PCB প্রধান নকভিকে 'বয়কট' অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের, Videoটিম ইন্ডিয়া ও মহসিন নাকভি

Asia Cup Final Controversy: দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৈরি হল চরম অস্বস্তিকর পরিস্থিতি। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে পদক নিতে অস্বীকার করলেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। মঞ্চ ভাগ না করে তাঁরা আলাদা ভাবে অন্য এক কর্মকর্তার কাছ থেকে নিজেদের পদক গ্রহণ করেন।

ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে পাহাড়সম ৩৪৭ রান। ওপেনার সামির মিনহাসের ১৭২ রানের দুরন্ত ইনিংসই ম্যাচের রাশ ঘুরিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত। ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফের হাতে ট্রফি তুলে দেন মহসিন নকভি। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় তাঁকে। কিন্তু ভারতীয় দল মঞ্চে ওঠেনি। পরে আলাদা জায়গায় গিয়ে পদক নেন ভারতীয় ক্রিকেটাররা, যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

এদিন মাঠে আরও একটি ঘটনায় উত্তেজনা ছড়ায়। ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী এক পাক বোলারের উদ্দেশে জুতো দেখান বলে অভিযোগ ওঠে, যার জেরে দু’দলের মধ্যে বচসা বাধে। এই ঘটনার সঙ্গে পুরস্কার বিতরণীর অস্বস্তিকর দৃশ্য মিলিয়ে এশিয়া কাপ ঘিরে ভারত-পাকিস্তান টানাপোড়েন ফের সামনে এল।

উল্লেখ্য, এর আগেও সিনিয়র এশিয়া কাপ ও রাইজিং স্টারস টুর্নামেন্টে মহসিন নকভির হাত থেকে ট্রফি বা পদক নিতে ভারতীয় শিবিরের অনীহার ঘটনা সামনে এসেছিল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এই ঘটনা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন ক্রীড়ামহলের একাংশ।

 

POST A COMMENT
Advertisement