India vs Australia Live Updates: শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পারথে। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই পাঁচ ম্যাচের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জয়ী দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি জায়গা করে নেবে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রিত বুমরাহ। ভারতীয় দল গত দুই সফরে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। এবার হ্যাটট্রিকের সুযোগ আছে। এই ম্যাচে ভারতীয় দল থেকে নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার টেস্ট অভিষেক হল। নাথান ম্যাকসুইনি অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করলেন।
অস্ট্রেলিয়ার আরও এক উইকেট খসল। বুমরার বল প্যাট কামিন্সের ব্যাটে লেগে সোজা চলে গেল উইকেটকিপারের হাতে। ৫৯ রানেই ৭ উইকেট ডাউন! মাঠে কাপাচ্ছেন ভারতীয় বোলাররা।
ফাস্ট বলে ব্যাট চালাতে গিয়ে ভুল করলেন লাবুসেন। প্যাডে লেগে আউট! অস্ট্রেলিয়ার একমাত্র ভরসা Labuschagne-ও ফিরলেন প্যাভিলিয়নে। স্কোর ৪৭-৬
মহম্মদ সিরাজের বল গিয়ে লাগল শন মার্শের ব্যাটের কোনায়। স্লিপে সোজা ক্যাচ তুলে দিলেন মার্শ। ৩৮ রানে ৫ উইকেট তুলে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের।
১. সঠিক লেঙ্গথ।
২. অফ-স্টাম্পে লাইনে রাখা।
এই দুইয়ের মিশেলে অস্ট্রেলিয়াকে দাবিয়ে রেখেছেন মহম্মদ সিরাজ। স্কোর ৩৮-৪।
উইকেট! অফ স্টাম্প উড়িয়ে দিলেন হর্ষিত রানা। ৪ উইকেট তুলে নিল ভারত। মাঠে নেমে শুরু থেকেই ঝড় তুললেন বোলাররা।
পার্থের পিচ যে আসলে বোলারদের স্বর্গ, তা প্রমাণিত হল আরও একবার। বোলিংয়ে নেমেই কামাল করল ভারত। আর তাতে ব্যাটিং বিপর্যয় কিছুটা হলেও পুষিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। টানা ২ বলে ২ উইকেট তুলে নিলেন বুমরাহ।
পার্থে অলআউট হওয়ার কাছাকাছি ভারতীয় দল। অষ্টম উইকেটের পতন। পন্তের পরে প্যাভিলিয়নে ফিরলেন হর্ষিতও। ৭ রান করেন হর্ষিত। অস্ট্রেলিয়ার পেসার হেজ়লউডের বলে খোঁচা দিয়ে ফিরলেন তিনি।
টিম ইন্ডিয়ার স্কোর ১০০ ছাড়িয়েছে, ইনিংসের দায়িত্ব ঋষভ পন্ত ও নীতীশ রেড্ডির ওপরে।
পার্থ টেস্টে ভারতীয় দলের অবস্থা দুর্বল। মিচেল মার্শের বলে আউট ওয়াশিংটন সুন্দর (৪)। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ উইকেট নিয়েছেন। এখন নেমেছেন নীতিশ কুমার রেড্ডি। ঋষভ পন্ত উইকেটে রয়েছেন, যার কাছ থেকে ভারতীয় দলের অনেক প্রত্যাশা রয়েছে।
দিনের শুরুতেই অর্ধেক উইকেট ডাউন ভারতের। প্যাভিলিয়নে ফিরলেন ধ্রুব জুরেলও। ১১ রান করে ক্যাচ আউট হলেন। ১৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত। আপাতত ক্রিজে ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর।
পার্থ টেস্টে ২৬ রান করে আউট হন কেএল রাহুল। অ্যালেক্স ক্যারির হাতে মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হন তিনি।
আরও একটি উইকেট হারাল টিম ইন্ডিয়া। ২৬ রান করে আউট কেএল রাহুলও। ৪৭ রানের মধ্যে ৪ উইকেট হারাল ভারত। পারথ টেস্টে ক্রমশ চাপ বাড়ছে।
পারথ টেস্টে প্রথম দিনেই করুণ অবস্থা ভারতীয় দলের। আবারও রান পেলেন না বিরাট কোহলি। ৫ রান করে আউট। ৩২ রানের মধ্যেই হারাল ৩ উইকেট।
জয়সওয়ালের পর, দেবদূত পাডিক্কলও শূন্য রানে আউট। ২৩ বলে খেলেও তিনি খাতা খুলতে পারেননি। প্রথম টেস্টের শুরুতেই চাপে ভারত।
পারথ টেস্ট: প্রথম ধাক্কা খেল ভারত, খাতা না খুলেই আউট হলেন যশস্বী।
অস্ট্রেলিয়া (প্লেয়িং ইলেভেন): উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।
অনুশীলনে হাতে চোট পেয়েছেন শুভমন গিল। তাই বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তাঁকে দলে রাখা হয়নি। বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
পারথ টেস্টে ভারতীয় দল: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতি রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ
পারথ টেস্ট শুরু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।