WC World Cup Ind Vs Aus Semifinal: আজ অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলবে ভারতের মেয়েরা, গেমচেঞ্জার হবেন শেফালি?

WC World Cupচোটের কারণে কিছুদিন বাইরে থাকলেও, ঘরোয়া ক্রিকেটে ফিরে শেফালি জানিয়েছেন, “আমি এই ম্যাচে ২০০ শতাংশ দিতে প্রস্তুত।” অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির খেলা এখনও অনিশ্চিত।

Advertisement
আজ অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলবে ভারতের মেয়েরা, গেমচেঞ্জার হবেন শেফালি?গেমচেঞ্জার হবেন শেফালি বর্মা? আজ ভারত-অস্ট্রেলিয়া সেমিতে চূড়ান্ত একাদশে কারা?

WC World Cup Ind Vs Aus Semifinal: নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আজ দুপুর ৩টেয় শুরু হতে চলেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনাল ২ নভেম্বর। এখন গোটা দেশের চোখ ভারতের ওপর, হরমনপ্রীত কৌরদের হাত ধরেই কি ইতিহাস তৈরি হবে?

ভারতের জন্য বড় ধাক্কা ফর্মে থাকা ওপেনার প্রতিকা রাওয়ালের চোট। তাঁর জায়গায় দলে ফিরেছেন শেফালি বর্মা। ফলে, নতুন ওপেনিং জুটি তৈরি হয়েছে। স্মৃতি মন্ধানা ও শেফালি একসঙ্গে নামবেন কি না, তা নিয়েই আলোচনা। কিছু ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, যদি অমনজোত কৌরকে ওপেনিংয়ে আনা হয়, তবে হরলিন দেওলের জায়গা বিপদে পড়তে পারে, কারণ ছোট ফরম্যাটের খেলায় অলরাউন্ডারের গুরুত্ব বেশি।

স্মৃতি মন্ধানা দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। আগের পাঁচ ইনিংসে তাঁর রান, ১০৫, ৫৮, ১১৭, ১২৫ ও ৮০। পরিসংখ্যান বলছে, শেফালির সঙ্গে খেললে স্মৃতির গড় থাকে ৫১.৮৩, স্ট্রাইক রেট ৮৫.৫৫। তবে শেফালি না খেললে মান্ধানার ভূমিকা অনেক বেশি আক্রমণাত্মক থাকে। তখন গড় ৬২.৬৫, স্ট্রাইক রেট ১০৮.৭৫। অর্থাৎ, শেফালির উপস্থিতি স্মৃতি তুলনামূলক অ্যাঙ্কর রোল করে।

চোটের কারণে কিছুদিন বাইরে থাকলেও, ঘরোয়া ক্রিকেটে ফিরে শেফালি জানিয়েছেন, “আমি এই ম্যাচে ২০০ শতাংশ দিতে প্রস্তুত।” অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির খেলা এখনও অনিশ্চিত।

সম্ভাব্য ভারতীয় একাদশ:
স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, স্নেহ রাণা, ক্রান্তি গৌড়, শ্রী চরাণী, রেণুকা সিং।

সম্ভাব্য অস্ট্রেলিয়ান একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, আনাবেল সাদারল্যান্ড, বেথ মুনি, অ্যাশলি গার্ডনার, টালিয়া ম্যাকগ্রাথ, মেগান শাট, আলানা কিং, কিম গার্থ, মেগ।

 

POST A COMMENT
Advertisement