scorecardresearch
 

India VS Australia: আশ্চর্য! ২০২৩-এর বিশ্বকাপের ভারত যেন হুবহু ২০০৩-এর অস্ট্রেলিয়া

আশ্চর্যজনক ভাবে, ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্স যা ছিল, এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ঠিক একই পারফর্ম্যান্স ভারতেরও। এবার শুধু ট্রফিটি হাতে তোলার অপেক্ষা। 

Advertisement
বিশ্বকাপ ২০০৩ ও বিশ্বকাপ ২০২৩ বিশ্বকাপ ২০০৩ ও বিশ্বকাপ ২০২৩

ICC World Cup Final 2023: আবার বছর ২০ পর...। এই বিশ বছরে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটে অনেক জল গড়িয়েছে। অনেক পরিবর্তন ঘটেছে। একদিনের ক্রিকেটের জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে T20 ক্রিকেট। 

১৯ নভেম্বর আসলে ভারতের কাছে দুটি বদলার দিন। প্রথমত, ২০০৩ সালের ফাইনালে হার। দ্বিতীয়, ২০১৫ সালের সেমিফাইনালে হার। আশ্চর্যজনক ভাবে, ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্স যা ছিল, এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ঠিক একই পারফর্ম্যান্স ভারতেরও। এবার শুধু ট্রফিটি হাতে তোলার অপেক্ষা। 
 

বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ শেষের পথে। ১৯ তারিখ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতকে কার্যত হেলায় হারিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন

২০০৩ বিশ্বকাপের ফাইনালে টস করছেন সৌরভ ও রিকি পন্টিং
২০০৩ বিশ্বকাপের ফাইনালে টস করছেন সৌরভ ও রিকি পন্টিং

সে বার স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতের। বছর ২০ পর এবার বদলার ম্যাচ। ভারতের কাছে বদলার সুযোগ। বিশ্বকাপে এখনও অপ্রতিরোধ্য ভারত।  ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে। একনজরে দেখে নেওয়া যাক ২০০৩ ও ২০২৩-এর বিশ্বকাপে দুই দলের কোথায় মিল ও কোথায় অমিল।


২০০৩ সালে ভারত লাগাতার ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। এবারের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ভারত। ২০০৩ সালে গ্রুপ স্টেজের ম্যাচে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে গ্রুপ স্টেজের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত।

বিশ্বকাপ ২০২৩
বিশ্বকাপ ২০২৩

২০০৩ সালে টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।  ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়া।

Advertisement

২০০৩ সালের বিশ্বকাপে রাহুল দ্রাবিড় ছিলেন উইকেটকিপার। ব্যাটিংয়েও দুরন্ত সফল ছিলেন সে বার দ্রাবিড়। ২০২৩ সালের বিশ্বকাপেও উইকেটকিপার রাহুল। তবে দ্রাবিড় নন, কেএল রাহুল।  

২০০৩ সালের বিশ্বকাপে রাহুল দ্রাবিড় ছিলেন সহ অধিনায়ক। ২০২৩ সালের বিশ্বকাপেও ভারতীয় দলের সহ অধিনায়কের নাম রাহুল। কেএল রাহুল। 

২০০৩ সালের বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল ভারতীয় ব্যাটারেরই। তিনি সচিন তেন্ডুলকার। ২০২৩ সালের বিশ্বকাপেও সর্বোচ্চ রান ভারতীয় ব্যাটারের। বিরাট কোহলি। 
 

Advertisement