India vs England 2nd Test: ঘুরে দাঁড়ানোর লড়াই গিলদের, কেমন হতে পারে এজবাস্টন টেস্টের পিচ?

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। লিডস টেস্ট হেরে যাওয়ার পরে, ভারতের সামনে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। তাই এজবাস্টন টেস্টে পিচ কেমন হবে সেদিকে নজর রয়েছে প্রায় সকলেরই। সাধারণভাবে এই মাঠে ব্যাটারদের দাপট অনেক বেশি থাকে। তবে এবারে কী হবে?

Advertisement
ঘুরে দাঁড়ানোর লড়াই গিলদের, কেমন হতে পারে এজবাস্টন টেস্টের পিচ? ফ্রেমে ভারতের অধিনায়ক শুভমান গিল (বাঁয়ে) এবং ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। লিডস টেস্ট হেরে যাওয়ার পরে, ভারতের সামনে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। তাই এজবাস্টন টেস্টে পিচ কেমন হবে সেদিকে নজর রয়েছে প্রায় সকলেরই। সাধারণভাবে এই মাঠে ব্যাটারদের দাপট অনেক বেশি থাকে। তবে এবারে কী হবে? 

এজবাস্টনে প্রথম দুই থেকে তিন দিন পিচ ব্যাটারর জন্য দারুণ সহায়ক। তবে যদি আকাশ মেঘলা থাকে তবে ফাস্টবোলার ও মিডিয়াম পেসাররা কিছুটা সাহায্য পান। তবে ব্যাটাররা এই পিচে বরাবরই সুযোগ পান। তাই ভারতীয় দলের এই টেস্টে ফিরে আসার সুযোগ কিছুটা হলেও বেশি থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সে জন্য অবশ্যই শুভমন গিলের দলের টেলএন্ডারদের আরও বেশি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। 

পরিসংখ্যান কী বলছে? 
এজবাস্টনের পিচে এখন পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এই পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ছিল ৩০২ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দলেরই দাপট ছিল। দ্বিতীয় ইনিংসেও গড় স্কোর ৩০২ রান। তবে পিচ চতুর্থ ইনিংসে কঠিন হয়ে যায়। শেষ ইনিংসে গড় স্কোর ১৫৭ রান। এই মাঠে প্রথমে ব্যাট করা দল ১৯টি ম্যাচ জিতেছে। অন্য দিকে, ২৩টি ম্যাচে প্রথমে বোলিং করা দল জিতেছে। 

ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারতে হয়েছে ভারতীয় দলকে। পাঁচ ম্যাচের সিরিজ হওয়ায়, এখনও কামব্যাক করার দারুণ সুযোগ থাকছে ভারতীয় দলের সামনে। আর সেই কামব্যাক এজবাস্টন থেকে শুরু হবে কিনা তা সময় বলবে। তবে আশায় রয়েছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। 

দ্বিতীয় টেস্টে খেলবেন বুমরা?

দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরার খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনুশীলনের প্রথম দিন তাঁকে বল করতে দেখা যায়নি। তবে শনিবার নেটে বল করেছেন। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কিছুদিন আগেই জানিয়েছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচ টেস্ট নয়, তিনটে টেস্টেই খেলতে দেখা যাবে বুমরাকে।  

Advertisement

  

POST A COMMENT
Advertisement