India vs. Pakistan Asia Cup 2025: আজও কি পাকিস্তানের সঙ্গে No Handshake ভারতীর ক্রিকেটারদের? তুঙ্গে জল্পনা

India vs. Pakistan Asia Cup 2025: এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন সূর্যকুমার যাদব আর সলমন আলী আগা।

Advertisement
আজও কি পাকিস্তানের সঙ্গে No Handshake ভারতীর ক্রিকেটারদের? তুঙ্গে জল্পনাআজও কি পাকিস্তানের কারও সঙ্গে টিম ইন্ডিয়া হ্যান্ডশেক করবে না?
হাইলাইটস
  • এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ।
  • মুখোমুখি হবেন সূর্যকুমার যাদব আর সলমন আলি আগা।
  • গত রবিবারের (১৪ সেপ্টেম্বর) ম্যাচে, ভারতের প্লেয়াররা পাকিস্তান টিমের কারও সঙ্গে করমর্দন করেননি।

India vs. Pakistan Asia Cup 2025: এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন সূর্যকুমার যাদব আর সলমন আলি আগা।

এর আগে গ্রুপ ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে। ফলে সূর্য ব্রিগেড আত্মবিশ্বাসে ভরপুর। আজকের ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮ টায়। তবে এদিনের ম্যাচ আগের দিনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এই ম্যাচেই অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের ধারাবাহিকতার পরীক্ষা হতে চলেছে।

আজ কি দুই দলের অধিনায়ক হাত মেলাবেন?
গত রবিবারের (১৪ সেপ্টেম্বর) ম্যাচে, ভারতের প্লেয়াররা পাকিস্তান টিমের কারও সঙ্গে করমর্দন করেননি। এমনকি টসের সময়ও সূর্যকুমার যাদব সলমন আগার সঙ্গে হ্যান্ডশের করেননি। পরে বলেন, কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়। এদিনের ম্যাচেও সম্ভবত সেই ধারাই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

এখানে ক্লিক করুন: ভারত-ম্যাচে রেফারি সেই পাইক্রফট, না খেলেই পালাবে পাকিস্তান?

বিশ্লেষকরা বলছেন, দুবাইয়ের পিচ স্পিন বোলারদের জন্য একেবারে আদর্শ। তাই কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীকে স্ট্যাটেজি মেনে কাজে লাগাতে হবে। ওমানের বিপক্ষে ম্যাচটিতে অক্ষর চোট পেয়েছিলেন। সেই নিয়ে চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে ফিল্ডিং কোচ টি. দিলীপ জানিয়েছেন, চিন্তার কিছু নেই। আপাতত অক্ষর ম্যাচ রেডি। অন্য়দিকে ওমানের ম্যাচে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং স্পিনার বরুণ চক্রবর্তী রেস্টে ছিলেন। তবে আজ সম্ভবত মাঠে নামবেন। এঁদের দু'জনের উপস্থিতিতে যে দলের মনোবল বৃদ্ধি পাবে, তা বলাই বাহুল্য। 

ওমানের সঙ্গে ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু আজ পাকিস্তানের বিপক্ষে ৩ নম্বরে নামার সম্ভাবনা ক্ষীণ। শুভমন গিল যদি তাড়াতাড়ি আউট হন, তাহলে সূর্যকুমার যাদব ৩ নম্বরে ব্যাট করবেন, আর অভিষেক শর্মা পাওয়ারপ্লেতে আউট হলে তিলক ভার্মা সেই দায়িত্ব নেবেন। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে এখনও পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে খুব বেশি সময় পাননি। তাই টিম ম্যানেজমেন্ট চাইবে মিডল অর্ডারই রান করার সুযোগ পাক।

Advertisement

sanju samson

ওমানের বিপক্ষে সঞ্জু স্যামসন পঞ্চাশ রান করেছিলেন (ছবি: গেটি ইমেজ)

পাকিস্তান টিমের সবচেয়ে বড় দুর্বলতা হল ব্যাটিং। টানা তিন ম্যাচে স্যাম আইয়ুব শূন্য রানে আউট হয়েছেন। ফখর জামান এবং শাহীন আফ্রিদিই ব্যাট হাতে কিছুটা ফর্ম দেখিয়েছেন। পাকিস্তান এই ম্যাচে ফাস্ট বোলার হারিস রউফকেও সুযোগ দেওয়ার কথা বিবেচনা করতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী কোন দল এগিয়ে?
রেকর্ড বলছে, এশিয়া কাপে ভারত বরাবরই পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে। দুই টিমই এশিয়া কাপে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাট সহ মোট ২০টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত ১১টি জিতেছে। পাকিস্তান ছয়টি জিতেছে। 

এশিয়া কাপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত-পাকিস্তান চারটি ম্যাচ খেলেছে। ভারত তিনটিতে জিতেছে এবং পাকিস্তান একটিতে জিতেছে। সামগ্রিকভাবে, ভারত এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ১৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে টিম ইন্ডিয়া ১১টি ম্যাচে জিতেছে। পাকিস্তান তিনটিতে জিতেছে। ফলে পরিসংখ্যান থেকেই কে এগিয়ে, তা স্পষ্ট।

এখানে ক্লিক করুন: 'ড্রামাস্তান'! রবিবারের ম্যাচের আগে নতুন নাটক পাকিস্তানের 

টিম ইন্ডিয়া: অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ভারকেশ শর্মা, রকিন শর্মা এবং বরুণ চক্রবর্তী।

পাকিস্তান: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, মহম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সলমন আলি আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, হোসেন তালাত, ফাহিম আশরাফ, হাসান আলি, মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং সলমন মির্জা।

POST A COMMENT
Advertisement