ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনালঅস্ট্রেলিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২ তারিখ, রবিবার নতুন মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে ফাইনাল। এ দিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতের মহিলা ব্রিগেড। আর এই ম্যাচ ঘিরেই উত্তেজনা রয়েছে তুঙ্গে।
কোথায় দেখা যাবে ম্যাচ?
ICC Womens World Cup 2025 Final যে কোনও ক্রিকেট উৎসাহী দেখতে পারেন Star Sports নেটওয়ার্ক ইন্ডিয়াতে। এখানে ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় খেলা দেখতে পারবেন।
লাইভ স্ট্রিমিং চলবে
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে পাবেন Jio Hotstar অ্য়াপ এবং ওয়েবসাটে। এছাড়া স্টারের সব চ্যানেলেই এই খেলা দেখা যাবে।
কখন হবে টস?
এ দিন দুপুর ২.৩০ মিনিটে টস হবে। পাশাপাশি হবে প্রি-ম্যাচ শো। আর দুপুর ৩টে থেকে শুরু হয়ে যাবে খেলা। দুই দল একে অপরের বিরুদ্ধে নামবে। একটা দারুণ ম্যাচ হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রোলারকোস্টার রাইড ছিল
ভারতের বিশ্বকাপ অভিযান মোটেই মধুর ছিল না। দারুণ শুরু করেও পরপর ৩টি ম্যাচ হেরে গিয়েছিল ভারত। তবে সেই দুর্দশা কাটিয়ে পারফর্মেন্সের উপর ভর করেই সেমিফাইনালে ওঠে ভারত। সেখানে তাদের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ রুদ্ধশ্বাসভাবে জিতে নেয় ভারত।
সেমিফাইনালে ভারতীয় ক্রিকেটার জেমাইমা রডরিগেজ দারুণ পারফর্ম করেন। তিনি ১২৭ রানে ছিলেন অপরাজিত। তার ব্যাটের উপর ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতে ভারত। পৌঁছে যায় ফাইনালে।
আসলে সেমিফাইনালে ভারতের সামনে পাহাড়প্রমাণ ৩৩৯ রানের লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া। সেখানে অধিনায়ক হরমনপ্রিত কৌর দারুণ খেলেন। করেন ৮৯ রান। তারপর জেমাইমা নিজের জাত চেনান। তাঁর ১২৭ রানের ইনিংস ছিল দেখার মতো। এই ইনিংসের উপর ভর করেই ম্যাচ জিতে নেয় ভারত। পৌঁছে যায় ফাইনালে।
এ বার ফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা। সেই দলও টুর্নামেন্টে ভালই খেলেছে। তবে আশা করা হচ্ছে তাদের হারিয়ে বিশ্বকাপের মুকুট মাথায় উঠবে ভারতীয় নারী ব্রিগেডের মাথায়।
কী হতে পারে?
বিশেষজ্ঞরা মনে করছেন, এই খেলায় এগিয়ে রয়েছে ভারত। কারণ, প্রথমত দেশের মাটিতে হচ্ছে খেলা। ফলে দর্শকরা আমাদের মেয়েদের সাপোর্টে থাকবে। পিচও চেনা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াকে দারুণ হারিয়ে ফাইনালে উঠেছে হরমনপ্রিত ব্রিগেড। তার ফলে আত্মবিশ্বাস থাকবে বেশি। সেটাও ম্যাচ জেতাতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।