প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ ভারতের নারী ক্রিকেটারদের, দিলেন Namo 1 Jersey উপহার

দলকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁদের আবেগ, সংগ্রাম এবং অসাধারণ প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। তাঁর মতে,'ট্রফি জয়ের পথে শুরুর দিকে সমালোচনা এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সত্ত্বেও দুর্দান্ত পারফর্ম করেছে দল। প্রতিটি ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত'।

Advertisement
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ ভারতের নারী ক্রিকেটারদের, দিলেন Namo 1 Jersey উপহার  Narendra Modi

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে মোলাকাত হয়। তাঁকে 'NaMo 1' লেখা একটি বিশেষ জার্সি উপহার দেন হরমনপ্রীতরা। পুরো দলের স্বাক্ষর করা জার্সি। রবিবার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছেন ভারতের নারীরা।

দলকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁদের আবেগ, সংগ্রাম এবং অসাধারণ প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। তাঁর মতে,'ট্রফি জয়ের পথে শুরুর দিকে সমালোচনা এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সত্ত্বেও দুর্দান্ত পারফর্ম করেছে দল। প্রতিটি ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত'।

নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।
নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।

বিশ্ব চ্যাম্পিয়ন দলের  অধিনায়ক হরমনপ্রীত কউর বলেন,'২০১৭ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তখন ট্রফি ছাড়াই ফিরেছিলাম। এবার আমরা ট্রফি নিয়ে ফিরে এসেছি। আমরা চাই, আগামী দিনেও এভাবে যেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই'।

সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনা বলেন,'সবসময় দলকে অনুপ্রাণিত করেন প্রধানমন্ত্রী। তাঁর কথা প্রতিটি ক্রিকেটারকে উজ্জীবিত করে। আজ দেশের মেয়েরা সবক্ষেত্রেই উন্নতি করছেন। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রীর উৎসাহ'।

জয়ের পর নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন,'২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল। পুরো টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটাররা দুর্দান্ত দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত নৈপুণ্যের পরিচয় দিয়েছে। এটা ঐতিহাসিক জয়। ভবিষ্যতের চ্যাম্পিয়নদের ক্রিকেটে আগ্রহী করে তুলবে। দেশের জন্য গৌরব নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। টিম ইন্ডিয়াকে অনেক অভিনন্দন'।

 মঙ্গলবার ভারতীয় মহিলা দল নয়াদিল্লিতে পৌঁছয়। দিল্লিতে পৌঁছনোর পর মহিলা দলকে স্বাগত জানানো হয়। কন্যাদের স্বাগত জানান ক্রিকেটপ্রেমীরা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নারী ক্রিকেটাররা। সূত্রের খবর,আগামিকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন  নারী ক্রিকেটাররা। তবে এই বৈঠকের সময় এখনও স্থির হয়নি। 

বলে রাখি, বিশ্বকাপ জয়ের পর ভারতীয় নারী দল আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) থেকে ৪.৪৮ মিলিয়ন ডলার (প্রায় ৪০ কোটি টাকা) অর্থ পুরস্কার পেয়েছেন। ২০২২ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলের চেয়ে ২৩৯ শতাংশ বেশি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement