শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তবে রামনবমীর দিন ম্যাচ রয়েছে কলকাতায়। সেই ম্যাচ আয়োজন নিয়েই চিন্তায় সিএবি। ৬ এপ্রিলের সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা কলকাতা ও লখনউয়ের। কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও কোনও সবুজ সঙ্কেত আসেনি। ফলে সেই ম্যাচের দিন বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে মঙ্গলবার মুখ খুলেছেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'ম্যাচের ব্যাপারে কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনও গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তারা জানিয়ে দিয়েছে, ওই দিন নিরাপত্তার সমস্যা হতে পারে। এটা সরকারিভাবেই জানিয়ে দিয়েছে তারা। কলকাতা পুলিশের সঙ্গে এ নিয়ে দুইবার কথা বলেছি। আমরা এটা ইতিমধ্যেই বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সকেও জানিয়েছি।'
এই ম্যাচ কলকাতায় না হলে কী হবে? অন্য কোনও শহরে সরে যাবে কি ম্যাচ? স্নেহাশিস যদিও আশাবাদী কলকাতায় এই ম্যাচ হওয়ার ব্যাপারে। গত বছরের উদাহরন টেনে সিএবি সচিব বলেন, 'গতবছরও একই অবস্থা ছিল। রাম নবমীর জন্য পুলিশি সবুজ সংকেত এখনও আসেনি। আমরা বোর্ড এবং কেকেআরকে জানিয়েছি। গতবছর সূচি বদল হয়েছিল। এবারও হয়তো সেই দিকেই যাবে। তবে অনেক দিন বাকি রয়েছে। দেখা যাক কী হয়।'
রামনবমীর জন্য ম্যাচ বাতিলের ঘটনা তাই কলকাতায় প্রথম নয়। তবে প্রশ্ন উঠছে কেন বারবার খেলাধুলোর ক্ষেত্রেই প্রভাব পড়ছে? এর আগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ বাতিল হয়েছে নিরাপত্তার কারণে। আর এবার আইপিএল-এর ম্যাচ। নানা কারণে বারবার সমস্যায় পড়তে হচ্ছে আয়োজকদের। এখন কলকাতা-লখনউ ম্যাচ নিয়ে বিসিসিআই কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে সকলেই। কারণ, টিকিট বিক্রির ব্যাপার রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই টিকিট আগে থেকে না কাটলে সমস্যায় পড়তে হয়।
আইপিএল-এর প্রথম তিনটি ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারিত হয়েছিল। পরবর্তীতে দাম কমবে কি না সেই সম্পর্কে কোনও ইঙ্গিত সিএবি প্রেসিডেন্ট দেননি। সব মিলিয়ে আইপিএলের ম্যাচ ঘিরে প্রস্তুতি ব্যস্ততা তুঙ্গে সিএবিতে।