IPL 2025 KKR vs MI: ইডেনের পিচ নিয়ে বিতর্ক, ওয়াংখেড়েতে MI-এর বিরুদ্ধে পছন্দের পিচ পাবে KKR?

মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবুও ইডেনের (Eden Gardens) পিচ নিয়ে আলোচনা থামছে না। রবিবার সাংবাদিক বৈঠকে এসে নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে দিলেন, ঘরের মাঠের সুবিধে সবাই চায়। তবে সোমবার ওয়াংখেড়ের পিচ নিয়েও চিন্তায় কেকেআর।

Advertisement
ইডেনের পিচ নিয়ে বিতর্ক, ওয়াংখেড়েতে MI-এর বিরুদ্ধে পছন্দের পিচ পাবে KKR?  কেকেআর ও ওয়াংখেড়ে পিচ

মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবুও ইডেনের (Eden Gardens) পিচ নিয়ে আলোচনা থামছে না। রবিবার সাংবাদিক বৈঠকে এসে নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে দিলেন, ঘরের মাঠের সুবিধে সবাই চায়। তবে সোমবার ওয়াংখেড়ের পিচ নিয়েও চিন্তায় কেকেআর।

সেই আবেদন কিছুটা চাপ সৃষ্টি হয়তো করেছে ইডেনের পিচ প্রস্তুতকারকের উপরে। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে স্পিন-সহায়ক পিচ তৈরি করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মুম্বই ম্যাচের আগেও যে আলোচনার কেন্দ্রে ইডেনের পিচই থাকবে, তার কিছুটা ইঙ্গিত ছিল।
রবিবার সাংবাদিক বৈঠকের শুরুতেই ইডেনের পিচ নিয়ে প্রশ্ন করা হয় নাইট-কোচকে। চন্দ্রকান্ত বলেন, 'যে পিচ দেওয়া হয় সেখানেই খেলি। পিচের উপরে দখল পিচ প্রস্তুতকারকেরই। এখন আমরা ইডেনের পিচ নিয়ে ভাবছি না। আমাদের সামনে মুম্বই ম্যাচ। সেটা ভাল করে খেলতে চাই।' যোগ করেন, 'ফ্র্যাঞ্চাইজি মাঠের দখল নেওয়া মানেই যে পিচ আমাদের কথা মতো হবে, সেটা আমার জানা নেই। আমি নিয়মটা ঠিক মতো জানি না। বাকি রাজ্যে কী নিয়ম সে ব্যাপারেও ওয়াকিবহাল নই। কিন্তু দল হিসেবে আমরাও মনে করি, কিছুটা সুবিধে প্রাপ্য।'

চেন্নাই ঘরের মাঠে শেষ ম্যাচ হারের পরে স্টিভন ফ্লেমিংও বলেছিলেন, সুবিধে মতো পিচ পাচ্ছে না তাঁর দল। যার প্রেক্ষিতে চন্দ্রকান্ত বলেন, 'ঘরের মাঠের সুবিধে কে না চায়? কেকেআরও চায় নিজেদের পছন্দের পরিস্থিতিতে খেলতে।' কোচের এই কথাতেই স্পষ্ট, ইডেনের পিচ নিয়ে নাইট শিবির খুশি নয়। ইডেনে স্পিন-সহায়ক পিচই আশা করছে তারা। 

তবে মুম্বইয়ে লাল মাটির পিচে খেলতে হবে। যেখানে গতি ও বাউন্স অনেক বেশি। রাহানের ঘরের মাঠ ওয়াংখেড়ে। কোচ হিসেবে মুম্বইকেও একাধিক বার রঞ্জি জিতিয়েছেন চন্দ্রকান্ত। সুতরাং মুম্বইয়ে কী রকম পিচ হতে পারে সেই আন্দাজ আছে তাঁর। কোচের কথায়, 'মুম্বইয়ের বিরুদ্ধে খেলা বরাবরই কঠিন। পরিবেশ একেবারেই আলাদা। লাল মাটির পিচে খেলা। বেশি বাউন্স থাকবে। তবে রঞ্জিতে যে রকম পিচ হয়, সেটা হবে না। আশা করি, বড় রান উঠবে।'

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর-এর পরিসংখ্যান বলার মতো নয়। ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু'দল। কেকেআর জিতেছে মাত্র ১১ বার। ২৩
প্রস্তুতি: মুম্বইয়ে অনুশীলনের ফাঁকে রাসেল, রভম্যান ও নারাইন। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও নাইটদের পরিসংখ্যান ভাল না। মুম্বইয়ের ঘরের মাঠে কেকেআর খেলেছে ১৭টি ম্যাচ। জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ। নাইটদের যদিও স্বস্তি দিতে পারে একটি পরিসংখ্যান। শেষ পাঁচ বারের সাক্ষাতে মুম্বই মাত্র এক বার জিতেছে কেকেআর-এর বিরুদ্ধে। গত দু'বারের সাক্ষাতেও নাইটরাই জয়ী মুম্বইয়ের বিরুদ্ধে। এই পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে কোচ বলছিলেন, 'আমরা গত দু'বারই ভাল খেলেছি। চলতি আইপিএলেও শেষ ম্যাচে জিতেছি। মুম্বই নিজেদের ছন্দে নেই। সেটা আমাদের সুবিধে।' যোগ করেন, 'কিন্তু ম্যাচটি মুম্বইয়ে হচ্ছে। আমাদের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। আমরা জয়ের ছন্দ বজায় রাখতে চাই।' মুম্বই মুখিয়ে রয়েছে মরসুমের প্রথম জয়ের খোঁজে। কেকেআরও জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া। ওয়াংখেড়েতে শেষ হাসি হাসবে কারা?

POST A COMMENT
Advertisement