IPL 2025: ইডেনে কলকাতা বনাম লখনউ ম্যাচ নাও হতে পারে, কারণটা কী?

২০২৪ সালেও রাম নবমীর দিনে কেকেআরের ম্যাচ থাকায় কলকাতায় একই সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে ম্যাচের দিন পরিবর্তন করা হয়েছিল। তাই এবারও দিন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Advertisement
ইডেনে কলকাতা বনাম লখনউ ম্যাচ নাও হতে পারে, কারণটা কী? ইডেনে কলকাতা বনাম লখনউ ম্যাচ নাও হতে পারে, কারণটা কী?
হাইলাইটস
  • সূত্র জানিয়েছে, কলকাতা পুলিশ ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই জানিয়েছে
  • ম্যাচের ভেন্যু বা দিন পরিবর্তন করা জটিল বিষয়

২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। অসংখ্য ক্রিকেট ভক্ত এবং খেলোয়াড়রা উত্তেজনায়  ফুটছেন। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ম্যাচ দিয়ে আইপিএল ২০২৫ শুরু হবে। ৬ এপ্রিল রাম নবমীর দিন ইডেনে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ রয়েছে। তবে, এই ম্যাচের আয়োজন ঘিরে সংশয় দেখা দিয়েছে। রাম নবমীর দিন ওই ম্যাচে কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এই দিনটি কলকাতায় বেশ কয়েকটি ধর্মীয় শোভাযাত্রা হবে। যার কারণে বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। ইডেন গার্ডেনে হাজার হাজার দর্শক উপস্থিত থাকেন, তাই নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু রাখতে কলকাতা পুলিশ কোনও ঝুঁকি নিতে চাইছে না।

সূত্র জানিয়েছে, কলকাতা পুলিশ ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই জানিয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এর কর্মকর্তারা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এনিয়ে বৈঠকও করেছেন বলে সূত্রের আরও খবর। ক্রীড়ামন্ত্রী সিএবিকে এই বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং একটি সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য কলকাতা পুলিশের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাচের ভেন্যু বা দিন পরিবর্তন করা জটিল বিষয়। কারণ, কেকেআর বনাম লখনউ ম্যাচটি নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। আর কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা হলেন লখনউ দলের মালিক। 

আইপিএলে এই ধরনের সমস্যা নতুন নয়

২০২৪ সালেও রাম নবমীর দিনে কেকেআরের ম্যাচ থাকায় কলকাতায় একই সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে ম্যাচের দিন পরিবর্তন করা হয়েছিল। তাই এবারও দিন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে, কেকেআর তাদের নতুন অধিনায়ক ও সহ অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ারকে বেছে নিয়েছে। ১২ মার্চ থেকে কলকাতা ইডেন গার্ডেনে তাদের অনুশীলন শুরু করতে পারে কেকেআর।

Advertisement

POST A COMMENT
Advertisement