Kapil Dev On Gautam Gambhir: 'ও কোনও কোচই নয়...' গম্ভীরকে নিয়ে বিস্ফোরক কপিল

গৌতম গম্ভীর কোচ নয়, ম্যানেজার। কলকাতায় এসে এমন কথা জানিয়ে দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব। ঘরের মাঠে পরপর দুই টেস্ট সিরিজ হারের পর সমালোচনার ঝড় বইছে ক্রিকেট মহল জুড়ে। কপিলের এই মন্তব্যে সেই ঝড় আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পর টি২০ সিরিজ জিতলে সেই সমস্যা কিছুটা কমবে।

Advertisement
'ও কোনও কোচই নয়...' গম্ভীরকে নিয়ে বিস্ফোরক কপিলকপিল দেব এবং রোহিত শর্মা গৌতম গম্ভীর এবং ঋষভ পন্তের সাথে

গৌতম গম্ভীর কোচ নয়, ম্যানেজার। কলকাতায় এসে এমন কথা জানিয়ে দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব। ঘরের মাঠে পরপর দুই টেস্ট সিরিজ হারের পর সমালোচনার ঝড় বইছে ক্রিকেট মহল জুড়ে। কপিলের এই মন্তব্যে সেই ঝড় আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পর টি২০ সিরিজ জিতলে সেই সমস্যা কিছুটা কমবে।  

কপিল বলছিলেন, 'কোচ কথাটা ক্রিকেটে এখন খুব চালু হয়েছে। যেমন গৌতম গম্ভীরকে বলা হচ্ছে, ভারতের কোচ। কিন্তু ও কী করে কোচ হয়? গম্ভীর আসলে টিমটা ম্যানেজ করছে। একজন লেগস্পিনারকে কী কোচিং করাবে গম্ভীর। স্কুল পর্যায় পর্যন্ত কোচিং চলে। কিন্তু তার পরে নয়।' তরুণ ক্রিকেটারদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে গম্ভীরকে। তিনি বলেন, 'আমার মনে হয় আপনাকে পরিস্থিতি সামলাতে হবে। সেটাই বেশি গুরুত্বপূর্ণ। একজন ম্যানেজার হিসেবে আপনাকে তাদের উৎসাহিত করতে হবে এবং বলতে হবে যে তারা এটা করতে পারবে, কারণ আপনি যখন ম্যানেজার হন, তখন তরুণ খেলোয়াড়রা আপনার দিকেই তাকিয়ে থাকে।' 

বৃহস্পতিবার শহরে কপিলের সঙ্গে এসেছিলেন মিতালি রাজও। ভারতের প্রাক্তন অধিনায়ক এখনও বিভোর হরমনপ্রীত কৌরদের বিশ্বজয় নিয়ে। অনুষ্ঠানে তিনি বারবার বলছিলেন যে, বিশ্বজয়ের সেই মায়াবী রাত তাঁর পক্ষে ভোলা কিছুতে সম্ভব নয়। তিনি বলেন, 'এর আগে আমরা একাধিকবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিলাম। দেখতাম, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে যাচ্ছে। আমরা তাকিয়ে থাকতাম কাপের দিকে। শেষ পর্যন্ত আমাদের টিমের নাম খোদাই করা হল কাপের গায়ে।' 

এই সময় পাশ থেকে তখন কপিল বলে ওঠেন, 'আমাদের সময় আবার ক্রিকেটে অর্থ ছিল না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শ্যাম্পেন আনিয়েছিলাম আমরা। পরে খেয়াল হল, শ্যাম্পেন তো এসেছে। কিন্তু এর অর্থ মেটাবে কে? কারণ তখন সফরের শেষ, অর্থও শেষ। ধরেই নিয়েছিলাম, বাসন মাজতে হবে। কিন্তু একজন সহাদয় ব্যক্তি এসে শ্যাম্পেনের বিল মিটিয়ে দিয়েছিলেন।'

Advertisement

POST A COMMENT
Advertisement