Mitchell Starc Retirement: KKR এর সবচেয়ে দামি প্লেয়ার, T20 থেকে হঠাত্‍ অবসর ঘোষণা সেই স্টার্কের

Mitchell Starc Retire: আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মিচেল স্টার্ক(mitchell starc)। আপাতত সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার।

Advertisement
KKR এর সবচেয়ে দামি প্লেয়ার, T20 থেকে হঠাত্‍ অবসর ঘোষণা সেই স্টার্কেরছোট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিচেল স্টার্কের।
হাইলাইটস
  • আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মিচেল স্টার্ক(mitchell starc)।
  • আপাতত সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করবেন।
  • ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্যও নিজেকে ফিট রাখতে চান বলে জানালেন তিনি।

Mitchell Starc Retire: আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মিচেল স্টার্ক(mitchell starc)। আপাতত সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্যও নিজেকে ফিট রাখতে চান বলে জানালেন তিনি। আগামী বছরের T20 ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়ার টিমের জন্য এটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স (KKR) মিচেল স্টার্ককে আইপিএল ২০২৪ নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল।সেবার তিনিই ছিলেন IPL এর ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার।

মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ইনজুরির কারণে ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১২ সালের সেপ্টেম্বরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে স্টার্কের অভিষেক হয়। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টার্ক। বর্তমানে তাঁর বয়স ৩৫ বছর।

অবসর ঘোষণা করে এক্স পোস্ট অস্ট্রেলিয়ার তারকা বোলারের:

 

মিচেল স্টার্ক ৬৫টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মোট ৭৯টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৭.৭৪। এর মধ্যে একবার এক ইনিংসে চারটি উইকেট নিয়েছেন। টি টোয়েন্টি ইন্টারন্যাশানালে তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ফেলেছেন। এক নম্বরে আছেন অ্যাডাম জাম্পা। তিনি ১০৩টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০৩টি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার টিমের প্রধান সিলেক্টর জর্জ বেইলি বলেন, 'মিচের গর্বিত হওয়া উচিত। ২০২১ বিশ্বকাপ টিমে ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একের পর এক উইকেট তুলে খেলা ঘুরিয়ে দিয়েছিল। তবে এটা ভাল যে এবার ওয়ানডে আর টেস্ট খেলা চালিয়ে যাবেন।'

POST A COMMENT
Advertisement