Nitish Rana Baibhav Suryabanshi: বৈভবের বয়স বিতর্কে মুখ খুললেন নীতিশ, করলেন কটাক্ষও

গতবারের আইপিএল থেকেই শিরোনামে রয়েছেন বৈভব সূর্যবংশী। একের পর এক দারু ইনিংস খেলে সকলের নজর কেড়েছেন তিনি। তবে এবার তাঁকে নিয়েই নতুন বিতর্ক উস্কে দিলেন ভারতীয় দলের আরেক তারকা নীতিশ রানা। তিনিও দিল্লি প্রিমিয়ার লিগে সংবাদ শিরোনামে আছেন নানা বিতর্কে কারণেই। তরুণ তারকা বৈভব সূর্যবংশীর বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement
বৈভবের বয়স বিতর্কে মুখ খুললেন নীতিশ, করলেন কটাক্ষও নীতিশ রানা

গতবারের আইপিএল থেকেই শিরোনামে রয়েছেন বৈভব সূর্যবংশী। একের পর এক দারু ইনিংস খেলে সকলের নজর কেড়েছেন তিনি। তবে এবার তাঁকে নিয়েই নতুন বিতর্ক উস্কে দিলেন ভারতীয় দলের আরেক তারকা নীতিশ রানা। তিনিও দিল্লি প্রিমিয়ার লিগে সংবাদ শিরোনামে আছেন নানা বিতর্কে কারণেই। তরুণ তারকা বৈভব সূর্যবংশীর বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

কী বললেন বৈভবকে নিয়ে?
শুধু তাই নয়, সেইসঙ্গে রিয়ান পরাগের আচরণ নিয়েও চাঞ্চল্যকর খোলসা করেছেন নীতিশ রানা। দিল্লি লায়ন্সকে নেতৃত্ব দিয়ে দারুণ কাজ করেছেন রানা। এর মধ্যেই একটি সাক্ষাৎকারে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তোলেন নীতিশ। সেই সাক্ষাৎকারে বৈভবের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, 'ওর বয়স আদৌ ১৪ বছর কি না?' এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নীতিশ হাসতে শুরু করেন। এর থেকে স্পষ্টই বুঝতে পারা যায় যে তিনি এ ব্যাপারটা নিয়ে মজা করছেন। 
 

গত আইপিএল-এ দারুণ ছন্দে ছিলেন বৈভব
২০২৫ আইপিএল টুর্নামেন্টে মাত্র ১৪ বছর বয়সেই বৈভব দুর্দান্ত খেলেছেন। দল রাজস্থান রয়্যালস ভাল করতে না পারলেও, তিনি দারুণ খেলেন। দারুণ একটা শতরানও হাঁকান। সেকারণে তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনাও হয়েছিল।
 

 

রিয়ানকে নিয়েও মন্তব্য করেছেন নীতিশ
রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রিয়ান পরাগকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলাদাই আলোচনা হয়। পরাগের আচরণ নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। এই ব্যাপারে রানাকে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, 'ওকে বাইরে থেকে যেমনটা দেখতে লাগে, ও কিন্তু একেবারেই তেমন নয়। টেলিভিশনের পর্দায় ওর যথেষ্ট অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। কিন্তু, বাস্তবিক জীবনে ও কিন্তু একেবারেই তেমন নয়। যথেষ্ট নরম স্বভাবের মানুষ।' সেইসঙ্গে রানা অধিনায়ক সঞ্জু স্যামসনেরও প্রশংসা করেছেন। এই ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

POST A COMMENT
Advertisement