আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এক ক্রিকেটারকে জনপ্রিয় করে। শনিবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সেই জনপ্রিয়তার দরজা দিয়েই প্রবেশ করলেন আকাশদীপ। যে দিকে যাচ্ছেন, সে দিকেই ভিড় করছেন তরুণ ক্রিকেটারেরা। আবদার একটা সেলফির। কখনও বা সইয়ের। এর মধ্যেই সাদা বলের ক্রিকেটে খেলার ইচ্ছে জানালেন আকাশ।
ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি আকাশের। ১০টি টেস্ট খেলেছেন। কিন্তু দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলারই স্বপ্ন দেখেন তিনি। আকাশ মনে করেন, সাদা বলের ক্রিকেটে বৈচিত্র অনেক বেশি প্রয়োজন। আপাতত সেই দিকেই নজর দিচ্ছেন তিনি। বাংলার তারকা পেসার বলছিলেন, 'আমি নিজেকে তিন কর্ম্যাটের জন্য তৈরি করতে চাই। দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেলার স্বপ্ন বহু দিনের। নিজেকে সেই ভাবে তৈরি করতে চাই।' যোগ করেন, 'সাদা বলের ক্রিকেটে বৈচিত্র অনেক বেশি প্রয়োজন। উন্নতি করতে হবে।'
ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচে ১৩ উইকেট পাওয়ার পরে এই প্রথম এসেছেন কলকাতায়। তাঁর প্রতি সকলের ভালবাসা দেখে অবাক আকাশ। বলছিলেন, 'ভাবতে পারিনি সকলে এতটা আপন করে নেবেন আমাকে। গত বারও আমাকে নিয়ে এতটা উন্মাদনা ছিল না। এ বার পরিস্থিতি একেবারে অন্য রকম। এত ভালবাসা পেয়ে ভাল লাগছে।'
আকাশকে বিশেষ পুরস্কার দেয় সিএবি। স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় সেই পুরস্কার তুলে দেন আকাশের হাতে। মঞ্চে আকাশের সামনেই সৌরভ বলেন, 'আকাশদীপ যখন এজবাস্টনে দারুণ বল করছিল, আমি চেয়েছিলাম আমার বিমান যেন নির্ধারিত সময়ের পরে আসে। যাতে ওর পাঁচ উইকেট নেওয়া দেখতে পারি। আমি নিশ্চিত এই প্রেক্ষাগৃহে উপস্থিত প্রত্যেকে আমারই মতো আকাশের সাফল্যের অপেক্ষায় ছিলেন। আকাশকে আগামীর শুভেচ্ছা। আমি চাই ও আরও উন্নতি করুক।'
সৌরভের কথায় আকাশও আপ্লুত। বলেন, 'ভাল না খেললে নিশ্চয়ই সৌরভ স্যর প্রশংসা করতেন না। তাঁর মুখ থেকে এই কথা শোনার পরে মনে হচ্ছে সত্যি ভাল কিছু করে এসেছি।' শনিবার এক দিনের ছুটিতে কলকাতায় এসেছেন আকাশ। গত এক সপ্তাহ ধরে তিনি বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে (সিওই) রিহ্যাব করছিলেন। শনিবার রাতেই ফিরে গেলেন বেঙ্গালুরু। রবিবার থেকে বোলিং শুরু করবেন নেটে। বলছিলেন, 'এখন অনেকটাই কিট। কোমর অথবা কুঁচকিতে আর সমস্যা হচ্ছে না। রবিবার থেকে নেটে বোলিং শুরু করব।'
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিয়ের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে কি তিনি ফিট হতে পারবেন। আকাশ বলে দিচ্ছেন, 'নিঃসন্দেহে। ফিটনেস নিয়ে খুব একটা সমস্যা নেই। এত দিন টেস্ট সিরিজের পরে কয়েক দিন বিশ্রামের প্রয়োজন ছিল। সেটা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফিরতে চাই।'