শনিবার পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগে ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এনিয়ে আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ব্যাখ্যা চেয়েছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের খেলোয়াড়রা সারিবদ্ধ ভাবে দাঁড়ান। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
শনিবার প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়। তার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা অপেক্ষা করছিলেন তাঁদের দেশের জাতীয় সঙ্গীতের জন্য। তখনই চমক। হঠাৎ করে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন'। যদিও ভারতের সঙ্গীত কয়েক সেকেন্ডেই বাজানো হয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান। যদিও পরেই আবার অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। তবে, ওই কয়েক সেকেন্ডের ভুলই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট ছিল। ইএসপিএনক্রিকইনফো-র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পিসিবি এই ত্রুটির জন্য আইসিসিকে দায়ী করেছে এবং একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে।
এই ভুল নিয়ে পাকিস্তান স্বাভাবিক ভাবেই জ্বলে উঠেছে। কারণ ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচই পাকিস্তানে খেলছে না। ভারত আট দলের টুর্নামেন্টের জন্য পাকিস্তানে যায়নি। ভারত তাদের সব ম্যাচই দুবাইয়ে খেলবে।
এই টুর্নামেন্টে এই প্রথমবার নয় যখন পিসিবি আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে অসন্তুোষ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচ সম্প্রচারের সময় দেখানো হয়নি আয়োজক পাকিস্তানের (Pakistan) নাম। এ ব্যাপারেই অসন্তুষ্ট পিসিবি (PCB) চিঠি লিখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে (ICC)। পাক বোর্ডের দাবি মেনেও নিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে যা বোলার বলবে সম্প্রচারকারী সংস্থা।
কী নিয়ে বিতর্ক? এর আগে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে স্ক্রিনের একেবারে উপরে বাঁদিকে আয়োজক পাকিস্তানের নাম ছিল। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে সেই নাম দেখা যায়নি। তবে দুই ম্যাচে এমন পার্থক্য কেন তা জানতে চাইল পাকিস্তান। নিয়ম অনুযায়ী, সম্প্রচারের সময় টুর্নামেন্টের লোগো ও আয়োজক দেশের নাম দিতে হয়। সেই হিসেবে এ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি লেখার পাশাপাশি সেখানে পাকিস্তানের নামও লিখতে হতো। কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচে সেটা ছিল না। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার জন্য এমনটা হয়েছে। তবে তাতে সন্তুষ্ট নয় পাক ক্রিকেট বোর্ড। তাদের দাবি, একটা ম্যাচে এটা করা গেলে, অন্য ম্যাচে করা গেল না কেন? এরপর জানিয়ে দেওয়া হয়, সম্প্রচারের সময় লোগোর দায়িত্ব থাকে সম্প্রচারকারী সংস্থার হাতে। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচার করছে যেই সংস্থা তাদের হাতে দায়িত্ব। এক্ষেত্রে আইসিসির কিছু করার নেই।