ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়ে দল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্ত। তবে বাইশ গজে ফের ফিরছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের সিরিজের জন্য ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে দলকে নেতৃত্ব দেবেন। তবে এ দলেও জায়গা পাননি মহম্মদ সামি।
দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে বেঙ্গালুরুর সেন্ট্রার অব এক্সিলেন্সিতে ৩০ অক্টোবর থেকে চারদিনের ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়া এ দল। বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপকে রাখা হয়েছে দলে। তবে সামিকে কেন নেওয়া হয়নি তা জানা যায়নি। বিসিসিআইএর তরফে কেউ মুখ খোলেননি।
তবে দুটো ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করা হলেও পন্তই নেতৃত্ব দেবেন। প্রথম চারদিনের ম্যাচের জন্য দলে রয়েছেন, ঋষভ পান্ত (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ মাত্রে, এন জগদীসান (উইকেটরক্ষক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার, হর্ষ দুবে, তনুশ কোতিয়ান, মানব সুতহার্, অয়ুশ কোটিয়ান, অয়ুশ থারক, মানবতা ও বাদশা। সারাংশ জৈন। দ্বিতীয় ম্যাচের জন্য, ঋষভ পন্ত (অধিনায়ক/উইকেটরক্ষক), কেএল রাহুল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কল, রুতুরাজ গায়কওয়াড়, হর্ষ দুবে, তনুশ কোতিয়ান, মানব ব্রাহ্মণ সুত, মানুর আহমেদ, আবদুল্লাহ। ইশ্বরন, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপকে নিয়ে দল গঠন করা হয়েছে।
ইংল্যান্ড সফরে ম্যানচেস্টার টেস্টে ঋষভ ডান পায়ের আঙুলে আঘাত পেয়েছিলেন ঋষভ। রিভার্স সুইপ করার চেষ্টায় পায়ে এতটাই আঘাত পান যে, তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। চোটের জন্য পন্ত ২০২৫ সালের এশিয়া কাপে খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজেও ছিটকে গিয়েছিলেন। তবে তাঁর ফেরায় খুশি ফ্যানরা।
এদিকে কিছুদিন আগে মহম্মদ সামি অভিযোগ করেছিলেন, তিনি ফিট। অথচ তাঁর সঙ্গে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কেউ যোগাযোগ করেননি। পরে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ভালো বলও করেন তিনি। চতুর্থ দিনে ঘরের মাঠে দুরন্ত কামব্যাক করে বাংলা। সামি একাই তুলে নেন ৭ উইকেট। তারপরও কেন তাঁকে ভারতীয় এ দলে জায়গা দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।