Ruturaj Gaikwad: ৪ নম্বরে জায়গা কি পাকা রুতুরাজের? বাদ পন্ত-শ্রেয়সরা?

দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ সেঞ্চুরি করে নিজের জায়গা অনেকটা পাকা করেছেন রুতুরাজ গায়কোয়াড। ফলে ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ারের ফিরে আসাও কিছুটা সমস্যার হয়ে গিয়েছে। দুই বছর পর ভারতীয় দলে ফিরে রাঁচি একদিনের ম্যাচে রান পাননি। রায়পুরে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেন রুতুরাজ।

Advertisement
৪ নম্বরে জায়গা কি পাকা রুতুরাজের? বাদ পন্ত-শ্রেয়সরা?শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড ও ঋষভ পন্ত

দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ সেঞ্চুরি করে নিজের জায়গা অনেকটা পাকা করেছেন রুতুরাজ গায়কোয়াড। ফলে ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ারের ফিরে আসাও কিছুটা সমস্যার হয়ে গিয়েছে। দুই বছর পর ভারতীয় দলে ফিরে রাঁচি একদিনের ম্যাচে রান পাননি। রায়পুরে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেন রুতুরাজ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও গড়েন গায়কোয়াড়। সেঞ্চুরির পর হেড কোচ গৌতম গম্ভীরের প্রতিক্রিয়াও দেখার মতো ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি ইউসুফ পাঠানের দখলে, তিনি ২০১১ সালে সেঞ্চুরিয়নে ৬৮ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে, রায়পুর ওয়ানডেতে, কোহলি (১০২) এবং ঋতুরাজ ১৯৫ রানের জুটি গড়েন, যা ভারতকে ৩৫৮/৫ এ পৌঁছাতে সাহায্য করে।

কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতে নেয়, এইডেন মার্করামের (১০২) সেঞ্চুরি এবং ম্যাথু ব্রিটজকে (৬৮), ডিওয়াল্ড রুইস (৫৪) এবং টেম্বা বাভুমার (৪৮) অসাধারণ ইনিংসের সুবাদে চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচটি জিতে নেয়। সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের নির্ণায়ক ম্যাচটি ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।
 

পন্ত এবং শ্রেয়স বাদ পড়বেন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য যখন দল ঘোষণা করা হয়, তখন রুতুরাজ গায়কওয়াড় কোন পজিশনে খেলবেন তা নিয়ে কিছুটা সন্দেহ ছিল। রাঁচিতে গায়কওয়াড় খুব বেশি কিছু করতে ব্যর্থ হন, মাত্র ৮ রান করেন। তবে রায়পুরে তিনি ৮৩ বলে ১০৫ রান করেন। শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ওয়ানডেতে এই পজিশনে খেলছেন। ঋষভ পন্তও এই পজিশনের বড় দাবিদার ছিলেন, কিন্তু এখন পন্তের জন্য পরিস্থিতি কঠিন। বিশাখাপত্তনমে খেলায় গায়কওয়াড়ের খেলা নিশ্চিত। ভারত যদি রায়পুরে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেত, তাহলে পন্ত সুযোগ পেতে পারতেন, কিন্তু এখন তার জন্য এটা কঠিন। তাছাড়া, যদি গায়কওয়াড বিশাখাপত্তনমে দুর্দান্ত ইনিংস খেলেন, তাহলে শ্রেয়সের জন্য সমস্যা হতে পারে।

Advertisement

ভারতের সবচেয়ে সফল ৪ নম্বর ব্যাটসম্যান কে?
১ জানুয়ারী, ২০২৪ থেকে ৩ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে, ৪ নম্বরে ভারতের সবচেয়ে সফল ওডিআই ব্যাটার হলেন শ্রেয়স আইয়ার। তিনি ১১টি ম্যাচের ১০ ইনিংসে ৪৯.৬০ গড়ে এবং ৮৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৯৬ রান করেছেন। পন্ত ১ ম্যাচে ৬ রান করেছেন, ওয়াশিংটন সুন্দর ১ ম্যাচে ৫ রান করেছেন এবং শিবম দুবে ১ ম্যাচে ০ রান করেছেন। গায়কোয়াড় ৪ নম্বরে নেমে ২ ম্যাচে ১১৩ রান করেছেন। 

POST A COMMENT
Advertisement