শ্রেয়স আইয়ারঅস্ট্রেলিয়ায় পেয়েছিলেন চোট। ভর্তি ছিলেন ICU-তে। সেই কারণে খেলার থেকে ছিলেন বাইরে। আর ফিরে এসেই বিজয় হাজারে ট্রফিতে ৫৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে তিনি জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে এই রানটা করেছেন শ্রেয়স। আর এই ইনিংস দেখে বেশ খুশি হয়েছে ফ্যানেরা।
বিশেষজ্ঞদের মতে, চোট থেকে ফিরে আসার পর এমন একটা ইনিংস দরকার ছিল শ্রেয়সের। নইলে তাঁর কনফিডেন্স নড়ে যেতে পারত।
মাথায় রাখতে হবে ২০২৫ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ওডিআই-তে সিডনির মাঠে ক্যাচ ধরতে গিয়ে চোট পান শ্রেয়স। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয় আইসিইউ-তে। এরপর থেকেই তিনি রেস্টে ছিলেন। তিনি ভারত এবং দক্ষিণ অফ্রিকার সিরিজে খেলতেই পারেননি। তাঁকে খেলার ছাড়পত্র দেয়নি মেডিক্যাল টিম।
তবে মাঠে নামার জন্য বদ্ধপরিকর ছিলেন শ্রেয়স। তাই ফিরে আসার চেষ্টায় কোনও ত্রুটা রাখেননি। চোট থেকে সেরে উঠেই তিনি চলে যান বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সিলেন্সে। সেখানে গিয়ে তিনি ১০ দিনের রিহ্যাবিলিটেশনে অংশ নেন। তারপরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার গ্রিন সিগন্যাল মেলে। আর নিজের মাঠে ফেরাকে স্মরণীয়ও করে রাখলেন তিনি।
মুম্বইয়ের হয়ে তিনি ৫৩ বলে করে ফেলেছেন ৮২ রান। তাঁর ইনিংসে ছিল ১০টি ৪ এবং ২টি ৬। আর এই রানটা তিনি খুবই গুরুত্বপূর্ণ সময়ে করেছেন। আসলে আইয়ার যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ৫৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বই। ওভার ছিল ৮।
এই সময় ব্যাটে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন শ্রেয়স। মুশির খানের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ করেন। আর এই পার্টনারশিপ হয় মাত্র ৫৪ ডেলিভারিতে। তারপর আবার সূর্যকুমার যাদবের সঙ্গে তিনি ৩৯ বলে ৬৫ রানের একটা ইনিংস পার্টনারশিপ গড়ে তোলেন। যদিও ৮২ রান করার পর তিনি কৌশল পালের বলে আউট হয়ে যান। যদিও তাঁর এই ইনিংস দেখেই খুশির জোয়ার উঠেছে ক্রিকেট প্রেমীদের মনে।
মাথায় রাখতে হবে, সামনেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি থেকে শুরু হবে খেলা। আর সেই সিরিজে ওয়ানডে খেলবেন শ্রেয়স। তাঁকে বেছে নেওয়া হয়েছে সহ অধিনায়ক হিসেবে। আর আজকের ইনিংস দেখে এটা পরিষ্কার যে ফিট রয়েছেন শ্রেয়স। তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই। তাই আশাই করা যায় যে আসন্ন সিরিজে দারুণ খেলবে শ্রেয়স।