Shubhaman Gill: বিয়ে করছে চলেছেন? KKR-এর বিরুদ্ধে নামার আগে নিজেই জানালেন শুভমন গিল

তিনি সম্ভবত ভারতীয় দলের (Team India) মোস্ট এলিজেবেল ব্যাচেলর। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে তাঁর প্রেম নিয়ে জল্পনা বারবার হয়েছে। কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। শুভমন গিল (Shubman Gill) কি বিয়ের পিঁড়িতে বসছেন? এ ব্যাপারে বড় আপডেট দিলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা।

Advertisement
বিয়ে করছে চলেছেন? KKR-এর বিরুদ্ধে নামার আগে নিজেই জানালেন শুভমন গিলশুভমান গিল (সৌজন্যে: পিটিআই)

তিনি সম্ভবত ভারতীয় দলের (Team India) মোস্ট এলিজেবেল ব্যাচেলর। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে তাঁর প্রেম নিয়ে জল্পনা বারবার হয়েছে। কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। শুভমন গিল (Shubman Gill) কি বিয়ের পিঁড়িতে বসছেন? এ ব্যাপারে বড় আপডেট দিলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা।

যাদের সঙ্গে জড়িয়েছে গিলের নাম
সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা নেটপাড়ায়। গত বছর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে সারা-শুভমনকে। এক সাক্ষাৎকারে ক্রিকেট তারকা নিজেও স্বীকার করেন, তিনি প্রেম করছেন। কিন্তু প্রেমিকার নাম উহ্য রাখেন। এ সবের মাঝেই আচমকা শোনা যায়, শুভমনের জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে! অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের প্রেমে পড়েছেন শুভমন। শোনা গিয়েছিল চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন তাঁরা। ডিসেম্বরে নাকি চার হাত এক হবে। তবে এ ব্যাপারেই মুখ খুললেন গিল।

এই গুঞ্জনের মাঝেই কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের টসের সময় বিয়ের সব জল্পনা উড়িয়ে দিলেন গিল। টসের সময় ড্যানি মরিসন প্রশ্ন করেন, 'দেখতে দারুণ লাগছে। সামনে বিয়ে নাকি?' প্রশ্ন শুনে কিছুটা হকচকিয়ে গেলেও, গুজরাত ক্যাপ্টেন জানিয়ে দেন, 'না তেমন কিছু নয়।' 

বিয়ে নিয়ে কী বলেছিলেন ঋদ্ধিমা?

ছোট পর্দার অভিনেত্রী ঋদ্ধিমা। ‘বহু হামারি রজনীকান্ত’ ধারাবাহিকে রজনীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। মাসখানেক আগে হঠাৎই শুভমন ও ঋদ্ধিমার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তার পর যেন রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী। শুভমনের সঙ্গে তাঁর বিয়ের খবরের কথা জানতে পেরে ঋদ্ধিমা বলেন, ‘আমার বিয়ে সম্পর্কে জানতে চেয়ে বহু সাংবাদিকের ফোনে ঘুম ভেঙেছে আমার। কিন্তু কীসের বিয়ে? আমি মোটেই বিয়ে করছি না। যদি এ রকম কিছু হয়, তা হলে সবার আগে আমি এগিয়ে এসে তা ঘোষণা করব।’ 
 

Advertisement

POST A COMMENT
Advertisement