Sourav Ganguly On Virat Kohli: বিরাটের অবসর কি কাঙ্খিত? চমকে দেওয়ার মতো উত্তর দিলেন সৌরভ

রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নেওয়ার পরেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ভারতের দুই তারকার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অবাক অনেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) অবাক করেছে বিরাট কোহলির সিদ্ধান্ত। বিরাটের জায়গায় চার নম্বরে কে? এমন নানা প্রশ্নের মাঝে, দুই তারকার অবসর নিয়ে মুখ খুললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement
বিরাটের অবসর কি কাঙ্খিত? চমকে দেওয়ার মতো উত্তর দিলেন সৌরভ

রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নেওয়ার পরেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ভারতের দুই তারকার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অবাক অনেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) অবাক করেছে বিরাট কোহলির সিদ্ধান্ত। বিরাটের জায়গায় চার নম্বরে কে? এমন নানা প্রশ্নের মাঝে, দুই তারকার অবসর নিয়ে মুখ খুললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

'দুর্দান্ত কেরিয়ার'
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘খেলা ছাড়াটা তো নিজের ইচ্ছে। বিরাট-রোহিত দু-জনেই নিজের ইচ্ছেতে খেলা ছেড়েছে। দু-দ-জনেরই দুর্দান্ত কেরিয়ার। টেস্টের কথা বললে বিরাট কোহলির অবিশ্বাস্য কেরিয়ার। তেমনই রোহিতেরও।’ তবে সৌরভ যে আঘাত পেয়েছেন তা তাঁর কথায় স্পষ্ট। কারণ সৌরভই চেয়েছিলেন রোহিতকে ক্যাপ্টেন করতে, আর বিরাটও তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার। 

বিরাটের সিদ্ধান্তে অবাক সৌরভ
পাশাপাশি সৌরভ এও বলেন, রোহিতের থেকে বিরাটের অবসর নেওয়ার সিদ্ধান্তে বেশি অবাক। মহারাজ বলেন, রোহিত শর্মার টেস্ট অবসরে তিনি হয়তো ততটা বিস্মিত নন। তবে বিরাটের অবসর! এমন একটা সময়ে, যেখানে বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ড সফরের জন্য ভাবনা চিন্তাও শুরু করেছিলেন। রঞ্জি ট্রফিতে খেলেছেন। আইপিএলে ভালো ব্যাটিং করছেন। বিরাটের অবসরে কি সারপ্রাইজ? সৌরভ বলেন, ‘অবশ্যই। ও দুর্দান্ত ছন্দে রয়েছে। আমাকে তো চমকে দিয়েইছে।’

পরবর্তী ক্যাপ্টেন কে?
 তবে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন দুই ক্রিকেটার তখন পরবর্তী ক্যাপ্টেন কে হবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হতে পারেন? অনেকেই এগিয়ে রেখেছেন শুভমন গিলকে। সৌরভ সরাসরি কারও নাম না বললেও ক্যাপ্টেন্সি প্রসঙ্গ নিজের মত দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘নির্বাচকরা যেটা ভালো বুঝবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ক্যাপ্টেন্সির ক্ষেত্রে অনেক কিছুই ভাবতে হবে। দীর্ঘমেয়াদী ভাবনা। অনেকে বুমরার কথাও বলছে। ওর চোট নিয়ে ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়েই ভাবতে হবে।’  

POST A COMMENT
Advertisement