TATA IPL 2025 Player Auction List: আইপিএল নিলাম নিয়ে বড় আপডেট এল। এবার মেগা নিলামের আসর বসবে সৌদি আরবের জেড্ডায়। ২৪ ও ২৫ নভেম্বর দু'দিন হবে নিলাম। নিলাম শুরু হবে বেলা ৩টে থেকে। মেগা নিলামে মোট৫৭৪ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে ২৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি, যার মধ্যে সহযোগী দেশগুলির ৩ জন খেলোয়াড় রয়েছেন। ৩১৮ জন ভারতীয় আনক্যাপড এবং ১২ জন বিদেশি আনক্যাপড খেলোয়াড় নিলামে উঠবেন। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, এবারও মল্লিকা সাগর আইপিএলের নিলাম হোস্ট করবেন।
২০২৫ সালের নিলামের আগে ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা প্লেয়ারদের তালিকা জমা দিয়েছে। ঋষভ পন্ত, কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে। এরা যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। এই নিলামে কে এল রাহুলের দর আকাশছোঁয়া হতে পারে। আইপিএলে তিনি ধারাবাহিক পারফরমার এবং আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। এগুলি তাঁর পোর্টফোলিওতে আলাদা মাত্রা যোগ করে।
Complete breakdown of capped and uncapped players along with their reserve price:
Sr. No |
Capped/Uncapped players |
No. of players |
1 |
Capped Indians |
48 |
2 |
Capped Overseas |
193 |
3 |
Associate |
3 |
4 |
Uncapped Indian |
318 |
5 |
Uncapped overseas Advertisement |
12 |
|
Total |
574 |
Sr. No |
Reserve Price |
No. of players |
1 |
200 |
81 |
2 |
150 |
27 |
3 |
125 |
18 |
4 |
100 |
23 |
5 |
75 |
92 |
6 |
50 |
8 |
7 |
40 |
5 |
8 |
30 |
320 |
|
Total |
574 |
২ কোটি টাকা হল সর্বোচ্চ রিজার্ভ প্রাইস। ৮১ জন খেলোয়াড় সর্বোচ্চ বন্ধনীতে থাকা বেছে নিয়েছেন। এবার নিলামে অংশ নেবেন ঋষভ পন্ত, কেএল রাহুল, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো বড় খেলোয়াড়রা। তাঁরা সকলেই নিজেদের তালিকাভুক্ত করেছেন ২ কোটি টাকায়। বিদেশি খেলোয়াড়দের তালিকায় গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, জেমস অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ফাফ ডু প্লেসিসের মতো তারকারা রয়েছেন। এবার মোট ৬৪১ কোটি টাকা বাকি ১০টি দলের পার্সে। যেখানে এই সব দলকে মোট ২০৪ জন খেলোয়াড়কে কিনতে হবে।