টি ২০ বিশ্বকাপশনিবারই টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল টিম ইন্ডিয়া। দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বীরদেব, বীরদেব চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ (উইকেট কিপার)।
এদের মধ্যে ব্যাটার ও অলরাউন্ডার হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং ও ইশান কিষান। এই ব্যাটাররা শেষ চার ম্যাচে (T20) কত রান করেছে? খোঁজ নিল bangla.aajtak.in
সূর্যকুমার যাদব: সাউথ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার। শেষ চারটি ম্যাচে তাঁর রান রয়েছে ৫,১২,৫,১২।
অভিষেক শর্মা: সূর্যকুমারের মতো সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে অভিষেকও ছিলেন নিয়মিত খেলোয়াড়। শেষ চারটি ম্যাচে তাঁর রান রয়েছে ৩৪, ৩৫, ১৭, ১৭।
সঞ্জু স্যামসন: এই ভারতীয় উইকেট কিপার ব্যাটার সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজের শেষ ম্যাচটি খেলেছিলেন। ওই ম্যাচে তাঁর রান ছিল ৩৭। এর আগে ৩১ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে তিনি ২ রানে আউট হয়েছিলেন। তারও প্রায় এক মাস আগে দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ২৪ ও ৩৯ রান করেছিলেন সঞ্জু।
তিলক বর্মা: সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে জায়গা পেয়েছিলেন তিলক। শেষ চারটি ম্যাচে তিনি রান করেছেন ৭৩, ২৬*, ৬২ ও ২৬।
হার্দিক পান্ডিয়া: শেষ ৪টি ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেললেও মাত্র তিনটিতেই ব্যাটিং করেছিলেন হার্দিক। এই তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৬৩, ২০ ও ৫৯। এর আগে ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করেছিলেন ২ রান।
শিবম দুবে: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে জায়গা পেয়েছিলেন শিবম দুবেও। শেষ চারটি ম্যাচে তিনি রান করেছেন ১০,১০, ১, ও ১১ রান।
অক্ষর প্যাটেল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন অক্ষর। ওই ২ ম্যাচে তাঁর রান ২১ ও ২৩। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ ও ১৭ রান করেছিলেন অক্ষর প্যাটেল।
রিঙ্কু সিং: শেষ চার T20 ম্যাচে রিঙ্কু সিংয়ের রান ৪*, ৯, ৩০ ও ৮।
ঈশান কিষান: ইশান কিষান শেষ ২ বছর আগে আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছেন। শেষ চার ম্যাচে তাঁর রান ০, ৫২, ৫৮ ও ২৭।