টিম ইন্ডিয়াক্যাপ্টেন শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে দল বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে (Team India)। ইংল্যান্ড সফরে বেন স্টোকসদের বিরুদ্ধে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে আশার আলো দেখালেও, ঘরের মাঠে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের তিনটেই হেরে গিয়ে সমস্যায় পড়তে হয় ভারতকে।
কীভাবে ফাইনালে যেতে পারে ভারত?
নয় ম্যাচে চাই আটটা জয়। ক্রমশ কঠিন হচ্ছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার সম্ভাবনা। একের পর এক ম্যাচ জিতে ফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ৩ ম্যাচ জিতে মোটামুটি দুই নম্বর নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকাও।
লড়াইয়ে ভাল ভাবেই রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানও। তবে ভারতের পাশাপাশি ইংল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাও বেশ কম।
কোন দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে ভারতকে?
এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে, বাকি আট ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে। অর্থাৎ বাকি সিরিজ জিতলেই শুধু হবে না। ম্যাচও জিততে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টো টেস্ট, এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টা টেস্ট খেলতে হবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটাই নির্ণায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার আগে বাকি ম্যাচগুলোও জিততে হবে ভারতীয় দলকে।
অ্যাসেজে ইংল্যান্ডের হারে চাপ বেড়েছে ভারতের
অ্যাসেজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হেরে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে ভারতের। আপাতত যা অবস্থা তাতে ৪ শতাংশ সম্ভাবনা রয়েছে শুভমন গিলদের। ফলে সম্ভাবনা বেশ ক্ষীণ। আরও একবার অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। সেখানে ভারতের অবস্থান বেশ পেছনে। তবে নিউজিল্যান্ডের সম্ভাবনা রয়েছে। ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে কিউয়িদের। তারপরেই রয়েছে শ্রীলঙ্কা। তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা মাত্র ৯ শতাংশ।