Tilak Verma Retired out Controversy: আইপিএল ২০২৫-এর উত্তেজনায় যখন কাঁপছে গোটা দেশ, তখন এক বিশেষ মুহূর্ত ঘিরে আলোচনার কেন্দ্রে মুম্বই ইন্ডিয়ান্স-এর তিলক ভার্মা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক বিতর্কিত সিদ্ধান্তে 'রিটায়ার্ড আউট' করা হয়েছিল তাঁকে, আর এই নিয়েই সম্প্রতি মুখ খুললেন তিলক। খেলার মাঠে তাঁর অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি এই ঘটনার পিছনের আবেগ আর বাস্তবতা নিয়ে এবার তিনি সোজাসুজি কথা বললেন।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ২৩ বলে ২৫ রান করছিলেন তিলক বর্মা, তখনই আচমকা তাঁকে রিটায়ার্ড আউট করে ব্যাটিং-এ পাঠানো হয় মিচেল স্যান্টনারকে। কিন্তু ওই সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ হয়নি – হার্দিক পাণ্ডিয়া ও স্যান্টনার কেউই ইনিংস টানতে পারেননি, আর ম্যাচটা মুম্বই হেরে যায় ১২ রানে।
এরপর থেকেই যেন এক অন্য রূপে দেখা গিয়েছে তিলককে। নিজের ব্যাটে জবাব দিয়েছেন। আরসিবি-র বিরুদ্ধে ৫৬ রানের ইনিংস, আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৩ বলে ৫৯ রান – এই দুটো ইনিংসে তিনি দেখিয়ে দিলেন, কে তিনি।
তিলক বর্মার প্রতিক্রিয়া
দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে অবশেষে তিনি বললেন নিজের মনের কথা। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিলক বলেন, "আমি কিছু ভাবিনি। আমি শুধু এটুকু ভেবেছিলাম, যে সিদ্ধান্তটা দলের স্বার্থে নেওয়া হয়েছে। আমি এটাকে ইতিবাচকভাবে নিয়েছি। কে কীভাবে নেয়, সেটাই আসল ব্যাপার।"
তিনি আরও বলেন, "আমি শুধু চাই, আমি যেখানেই ব্যাটিং করি, নিজেকে স্বচ্ছন্দে রাখতে। তাই আমি কোচ আর টিম স্টাফকে আগেই বলে দিয়েছি—আপনারা আমাকে যেখানে খুশি খেলান, আমি ঠিক আছি। চিন্তা কোরো না, আমি আমার ১০০% দেব।"
তিলকের পরিসংখ্যান:
এই মুহূর্তে আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিলক বর্মা। ৫ ইনিংসে করেছেন ২১০ রান, গড় ৪২। তাঁর ওপরে আছেন কেবল সূর্যকুমার যাদব, যিনি ৬ ইনিংসে ৪৭.৮০ গড়ে করেছেন ২৩৯ রান।
যেখানে অনেকেই রিটায়ার্ড আউট হওয়ার পরে হতাশায় ভেঙে পড়তেন, সেখানে তিলক বর্মা তা করেছেন একেবারে উল্টো। তিনি সেই সিদ্ধান্তকে নিজের শক্তিতে রূপান্তর করেছেন। এটা শুধু খেলার গল্প নয়—এটা মানসিকতা, এটা নিজের জায়গা তৈরি করার এক নিঃশব্দ অথচ গর্জন করা উপায়।