
বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ায় দুঃখ পেয়েছে গোটা ভারত। কলকাতার ময়দানও ব্যতিক্রম নয়। সাদা শার্টে, লাল বলের ক্রিকেটে বিরাটের মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখেছিলেন আব্দুল মোনায়েম। তখন তিনি মোহনবাগানের কোচ। জুন মাসের প্রচন্ড গরমে পি সেন ট্রফির ফাইনাল খেলছে মোহনবাগান আর টাউন ক্লাব। দারুণ ইনিংস খেলছেন বিরাট। তিনি যখন ৮৯ রানে ব্যাট করছেন তখন ক্রাম্প ধরল। উঠে আসতে চাইছিলেন ড্রেসিংরুমে। তখনই আসরে নামেন মোহনবাগান কোচ।
bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাতকারে ১৬ বছর আগের স্মৃতি তুলে ধরলেন ময়দানের অন্যতম পরিচিত ক্রিকেট কোচ। স্কুল জীবন থেকেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার জেদ ছিল বিরাটের। ক্লাব ক্রিকেট খেলতে এসে সেই আগুনে আরও কিছুটা ঘি ঢেলেছিল মোহনবাগানের হয়ে সেই ইনিংস। 'বিরাট যখন ৮৯ রানে ব্যাট করছে, উঠে আসতে চাইছে ড্রেসিংরুমে, তখন একজনকে পাঠিয়ে বলি শতরান আর ২টো শট দূরে। ১০০ করে ড্রেসিং রুমে নট আউট অবস্থায় ফেরে বিরাট।' স্মৃতির ঝাঁপি উল্টে দিলেন মোনায়েম।
বিরাট চলে আসার পরেই পরপর উইকেট হারাতে থাকে মোহনবাগান। সাজঘরে আইসবাথ নেওয়া কোহলিকে ফের ডাকা হয় ব্যাট করতে। আর সিঙ্গল বা ডাবল নয়, চার-ছক্কায় খেলেন ১২১ বলে ১৮৪ রানের দুর্দান্ত ইনিংস। মোনায়েম বলেন, 'সেই সময় ও ভারতীয় দলে ঢুকতে পারবে কিনা সেটা নিশ্চিত ছিলাম না। তবে ও জানতো। বলছিল, আমি খেলবই, নিয়মিত খেলবো দেখবেন। সত্যিই ভাবতে অবাক লাগে। খুব আনন্দও হয়। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে ও আর টেস্ট খেলবে না।'
দিনের পর দিন নিজেকে রান মেশিনে পরিণত করা বিরাটের জায়গা কে নেবে? বিশেষ করে এমন সময়, যেখানে সামনেই ইংল্যান্ড সফর। বল স্যুইং করে। মোনায়েম যদিও হতাশ হতে নারাজ। বিসিসিআই-এর উপর পূর্ণ আস্থা রেখে জানিয়ে দিলেন, 'সচিন রিটায়ার করার সময় আমরা বিরাট উঠে আসবে জানতাম না। সে রকমই এমন কেউ উঠে আসবে যে ফের শাসন করবে বিশ্ব ক্রিকেটকে। একটা সময় তো অস্ট্রেলিয়াকেও এমন পরিস্থিতি হয়েছিল। বিসিসিআই দারুণ প্ল্যান করে এগোয়। সমস্যা হবে না।'
বিরাটের এই হঠাৎ অবসরের সিদ্ধান্তে কি অবাক হয়েছেন এক সময়ের কোচ? আব্দুল মোনায়েম বলেন, 'আসলে এখন সবাই প্ল্যান করেই অবসর নেয়। আগে এসব হত না। তাই অবাক হলেও কিছ করার নেই। বোর্ডের উপর আস্থা আছে। আশা করব ভাল বিকল্প তুলে আনবে রনজি ট্রফি থেকে।'
ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে ভারতের এ দল, যাবে ইংল্যান্ড সফরে। মনে করা হচ্ছে, সেখানে ক্যাপ্টেন হতে পারেন অভিমন্যু ঈশ্বরণ বাংলার এই ক্রিকেটারও ভরসা দিতে পারেন বলেই মত ময়দানের পোড় খাওয়া কোচের।