WCL 2025: যুবরাজদের 'বয়কটে' অপমানিত পাকিস্তান, পাল্টা অবাক করার মতো সিদ্ধান্ত নিল PCB

পাহেলগাঁও হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর (WCL) গ্রুপ পর্বের ম্যাচ ও তারপর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের ক্রিকেটারেরা। আর সে কারণেই এবার কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে কোনও বেসরকারি লিগে পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না কোনও দল।

Advertisement
যুবরাজদের 'বয়কটে' অপমানিত পাকিস্তান, পাল্টা অবাক করার মতো সিদ্ধান্ত নিল PCB প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির মন্তব্যের পর এই বয়কট করা হয়েছে।

পাহেলগাঁও হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর (WCL) গ্রুপ পর্বের ম্যাচ ও তারপর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের ক্রিকেটারেরা। আর সে কারণেই এবার কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে কোনও বেসরকারি লিগে পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না কোনও দল।

ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে চাননি শিখর ধাওয়ানরা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। ফলে সেমিফাইনালে উঠলেও দল তুলে নেয় ভারত। ভারতীয় ক্রিকেটারদের অনড় মনোভাবে দেশের সম্মানহানি হয়েছে বলে মনে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। গত বৃহস্পতিবার বৈঠকে বসেন তাঁরা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও বেসরকারি লিগে পাকিস্তানের ক্রিকেটারেরা দল হিসাবে খেললে, সেখানে দলের নামের সঙ্গে দেশের নাম যুক্ত করা যাবে না। দলের নামে ‘পাকিস্তান’ শব্দ ব্যবহার করা যাবে না। অন্য নাম ব্যবহার করতে হবে।

অপমানিত পাক কর্তারা
ভারতের প্রাক্তন ক্রিকেটারদের এই বয়কট করাকে অপমান হিসেবে দেখছেন পাক বোর্ডের কর্তারা। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিল পিসিবি। কোনও বেসরকারি লিগেই আর ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে দিতে চান না তাঁরা। কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের দলের নামে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে পিসিবি। যুবরাজ, ধাওয়ানদের অনড় মনোভাবের জন্য বেসরকারি লিগগুলো থেকে উধাও হয়ে যেতে পারে ‘পাকিস্তান’।

কারা ছিলেন মিটিং-এ

পিসিবির ভার্চুয়াল বওজি মিটিংয়ে উপস্থিত ছিলেন সুমাইর আহমেদ সৈয়দ, সালমান নাসির, জহির আব্বাস, জাহিদ আখতার জামান, সাজ্জাদ আলী খোখার, জাফরুল্লাহ জাদগাল, তানভীর আহমেদ, তারিক সারওয়ার, মুহাম্মদ ইসমাইল কোরেশি, আনোয়ার আহমেদ খান, আদনান মালিক, উসমান ওয়াহলা (বিশেষ আমন্ত্রিত) এবং মীর হাসান নাভি (বিশেষ আমন্ত্রিত)।

পাগেলগাঁওতে কী হয়েছিল?

পাহেলগাঁও হামলার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করেছিল। পাক অধিকৃত কাশ্মীর ও অন্যান্য জায়গায়, জঙ্গি ঘাঁটি ভাঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে এখনও টাটকা পাহেলগাঁও-এর ক্ষত। ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে খুন করে। গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। অপারেশন মহাদেব, গত সোমবার শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির।

Advertisement

অপারেশন মহাদেবে খতম হওয়া জিবরান ওরফে হাবিব তাহিরের শেষকৃত্য হয় পাক অধিকৃত কাশ্মীরের খাই গালা গ্রামে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যাচ্ছে, গ্রামের অনেকেই তাহিরের শেষকৃত্যে হাজির হয়েছেন। লস্কর-ই-তইবার বেশ উচ্চপদস্থ জঙ্গি ছিল এই তাহির। 

   

POST A COMMENT
Advertisement