Bronco Test: ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বড় পদক্ষেপ নিল BCCI, এবার দিতে হবে এই পরীক্ষা

ইংল্যান্ড (India vs England) সফরে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ছাড়া আর কোনও জোরে বোলার পাঁচ টেস্টে খেলতে পারেননি। জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তিনটে টেস্ট খেলানো হয়েছে। ভারতের জোরে বোলারদের যা ফিটনেস, তাতে খুশি নন দলের কোচেরা। অবস্থা পাল্টাতে এ বার রাগবির ধাঁচে 'ব্রঙ্কো' পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বড় পদক্ষেপ নিল BCCI, এবার দিতে হবে এই পরীক্ষাআকাশদীপ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ

ইংল্যান্ড (India vs England) সফরে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ছাড়া আর কোনও জোরে বোলার পাঁচ টেস্টে খেলতে পারেননি। জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তিনটে টেস্ট খেলানো হয়েছে। ভারতের জোরে বোলারদের যা ফিটনেস, তাতে খুশি নন দলের কোচেরা। অবস্থা পাল্টাতে এ বার রাগবির ধাঁচে 'ব্রঙ্কো' পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিম করবেন না ক্রিকেটাররা
খবর অনুযায়ী, দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রুর মস্তিষ্ক থেকে এই ভাবনা বেরিয়েছে। তিনি চান, জোরে বোলারেরা জিমে সময় কাটানোর চেয়ে মাঠে গিয়ে বেশি দৌড়োদৌড়ি করুন। কোচ গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir) একই মত। তাই যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু ক্রিকেটার নাকি বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়ে এই পরীক্ষা দিয়ে এসেছেন। ইয়ো-ইয়ো পরীক্ষা (Yo yo test) এবং দু'কিলোমিটার ট্রায়াল রানের মতো পরীক্ষা ইতিমধ্যেই রয়েছে। তার সঙ্গে আরও একটা পরীক্ষা যোগ করা হচ্ছে।

কীভাবে হয় এই টেস্ট?
'ব্রঙ্কো' পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এর পর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। তার পর ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। এই পুরো প্রক্রিয়া হল একটা সেট। এ ভাবে এক বারে পাঁচটা সেট করতে হয়। পাঁচটা সেট সম্পূর্ণ করতে একজন ক্রীড়াবিদকে ১,২০০ মিটার দৌড়তে হয়। ভারতীয় ক্রিকেটারদের বলা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা টেস্ট সম্পূর্ণ করতে।

দলের এক সূত্র বলেছেন, 'বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের কয়েক জন ইতিমধ্যেই ব্রঙ্কো টেস্ট দিয়েছেন। ইদানীং দেখা গিয়েছে, ভারতের জোরে বোলারেরা সে ভাবে দৌড়চ্ছেন না। বরং অনেক সময় কাটাচ্ছেন জিমে। তাঁদের বলে দেওয়া হয়েছে, দৌড় আরও বাড়াতে হবে।' জুন মাসে ফিটনেস কোচ হিসাবে আসেন লে রু। অতীতে দেড় বছর ভারতের ফিটনেস কোচ হিসাবে কাজ করেছেন। এর পর কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসেও ফিটনেস কোচ ছিলেন।

Advertisement

একটি সূত্র ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ব্রঙ্কো পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রীয় চুক্তির আওতাধীন কিছু খেলোয়াড় বেঙ্গালুরুতে এসে এই পরীক্ষা দিয়েছেন। ফিটনেসের মান আরও বাড়ানোর জন্য ব্রঙ্কো পরীক্ষার ব্যবহার শুরু করা হয়েছে। আরও দেখা গেছে যে ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে ফার্স্ট বোলাররা, খুব বেশি দৌড়াচ্ছিলেন না এবং জিমে প্রচুর সময় ব্যয় করছিলেন। খেলোয়াড়দের বলা হয়েছে যে তাদের এখন আরও দৌড়াতে হবে।'

POST A COMMENT
Advertisement