ভেঙে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) রেকর্ড। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার (Bengal Cricket Team) হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হল বনগাঁর অঙ্কিত চট্টোপাধ্যায় (Ankit Chatterjee)। অঙ্কিত ১৫ বছর ৩৬১ দিন বয়সে প্রথম শ্রেণিতে অভিষেক করল। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের প্রায় ৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অঙ্কিত চ্যাটার্জি। ১৯৯০ সালের মার্চ মাসে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় সৌরভের। এরপর দিল্লির বিরুদ্ধে রঞ্জি ফাইনালে দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের জায়গায় প্লেয়িং-১১-এ জায়গা করে নেন সৌরভ। সেবারই শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল ভারতীয় দল।
বনগাঁ থেকে ময়দানে প্র্যাকটিস করতে আসে অঙ্কিত
বাঁহাতি ওপেনিং ব্যাটার অঙ্কিত এখন দশম শ্রেণীর ছাত্র। বনগাঁ হাই স্কুলে পড়াশোনা করে সে। অঙ্কিত স্থানীয়ভাবে শ্যামবাজার ক্লাবের হয়ে খেলে, যা তার স্কুল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে। আলিমুদ্দিন (১২ বছর ৭৩ দিন) প্রথম শ্রেণীর অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এসকে বোস। যিনি ১২ বছর ৭৬ দিন বয়সে প্রথম শ্রেণিতে অভিষেক করেছিলেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন মহম্মদ রমজান (১২ বছর ২৪৭ দিন)।
দারুণ শুরু করেছে বাংলা
ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুস্টুপ মজুমদার। বোলারদের দারুণ পারফরম্যান্স প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৫৭ রানে আটকে দেয় বাংলা। সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক অঙ্কিত কুমার। বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল মারাত্মক বোলিং করে ৬ উইকেট তুলে নেন।
দু'টি করে উইকেট নেন মুকেশ কুমার ও মহম্মদ কাইফ। জবাবে, বাংলা প্রথম দিনে (২৩ জানুয়ারি) স্টাম্প পর্যন্ত প্রথম ইনিংসে এক উইকেটে ১০ রান করেছে।দ্বিতীয় দিনে অঙ্কিত আউট হয় ২৯ রান করে। তার ব্যাট থেকে আসে ৬টি চার। ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে সমস্যায় পড়েছে বাংলা দলও। ৩ উইকেট হারিয়ে তাদের রান মাত্র ৬০।