Jasprit Bumrah Axar Patel: তৃতীয় টি২০ ম্যাচে নেই বুমরা-অক্ষর, কী হল দুই তারকার?

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে দুই বদল। তবে তার থেকেও বড় কথা হল, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরার না থাকা। এই দুই তারকা ধরমশালা ম্যাচে না থাকায় ভারতীয় দলের সমর্থকদের মধ্যে প্রশ্ন জাগে কী হয়েছে তাঁদের? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল বিসিসিআই-এর পোস্টে। 

Advertisement
তৃতীয় টি২০ ম্যাচে নেই বুমরা-অক্ষর, কী হল দুই তারকার? অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাহ

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে দুই বদল। তবে তার থেকেও বড় কথা হল, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরার না থাকা। এই দুই তারকা ধরমশালা ম্যাচে না থাকায় ভারতীয় দলের সমর্থকদের মধ্যে প্রশ্ন জাগে কী হয়েছে তাঁদের? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল বিসিসিআই-এর পোস্টে। 

ম্যাচ শুরু হওয়ার আগে বিসিসিআই-এর পোস্টে জানানো হয়েছে অসুস্থতার কারণে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্পিন-বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলে রাখা হয়নি। টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাও বাড়ি ফিরে আসেন, ফলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। বুমরা আহত নন এবং ব্যক্তিগত কারণে ফিরেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই বিষয়ে একটি আপডেট দিয়েছে।

তবে প্রশ্ন হল, চতুর্থ টি২০ ম্যাচে কি পাওয়া যাবে এই দুই তারকাকে? বিসিসিআই জানিয়েছে, 'অক্ষর প্যাটেল অসুস্থতার কারণে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না। ব্যক্তিগত কারণে জসপ্রীত বুমরা দেশে ফিরেছেন তিনিও এই ম্যাচে খেলতে পারছেন না। বাকি ম্যাচগুলির জন্য তাঁকে দলে রাখা হবে কিনা তা সঠিক সময় জানানো হবে।' 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুল্লানপুর টি-টোয়েন্টি ম্যাচে জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলের পারফর্মেন্স খুব ভাল ছিল এমনটা বলা যাবে না। বুমরা তার চার ওভারে ৪৫ রান দিয়েছিলেন এবং উইকেটও পাননি। অন্যদিকে, প্যাটেল ১০০ স্ট্রাইক রেটে ২১ রান করেছিলেন। বল করতে নেমে তিন ওভারে ২৭ রান দিয়ে মাত্র একটি উইকেটও নিয়েছিলেন।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার একাদশ: রিজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টন স্টারস, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, করবিন বোশ, আনরিচ নর্টজে, লুঙ্গি এনগিডি এবং ওটনিল বার্টম্যান।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের প্লেয়িং একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।

Advertisement

POST A COMMENT
Advertisement